বাহরাইন: ফর্মুলাওয়ান গ্রাঁপি রেসকে ঘিরে কাঁদানে গ্যাস-সহিংসতা

গত ২২শে এপ্রিল বাহরাইন ফর্মুলাওয়ান গ্রাঁ পি আয়োজন করে কিন্তু চলাকালীন সময়ে সেটা প্রচণ্ড বিক্ষোভের সম্মুখীন হয়। বিক্ষোভকারীরা বাহরাই্নের মানবাধিকার পরিস্থিতির [পিডিএফ] এবং ৮ই ফেব্রুয়ারি, ২০১২ তারিখ থেকে অনশন-ধর্মঘটরত কারারুদ্ধ এক্টিভিস্ট আব্দুলহাদি আলখাওয়াজার অবনতিশীল স্বাস্থ্যের প্রতি আন্তর্জাতিক মনযোগ আকর্ষনের চেষ্টা করছে।

দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে গ্রাঁ পি ২০১১ সালে বাতিল হয়েছিল। চলমান অস্থিরতা সত্ত্বেও এই বছর এটা বাতিল না করার সিদ্ধান্ত হয়। সম্প্রতি সরকার বিক্ষোভগুলোর মাত্রা সীমাবদ্ধ রাখার যথাসাধ্য চেষ্টা করেছে এবং অনেক বিদেশী সাংবাদিকের প্রবেশাধিকার অস্বীকার করেছে। সংঘর্ষে পুলিশ বিক্ষোভকারীদের প্রতি কাঁদানে গ্যাস এবং অচেতনকারী গ্রেনেড ছুড়লে সালাহ আব্বাস হাবীব নামে একজন বিক্ষোভকারীকে মৃত পাওয়া গিয়েছে

আল ওয়াকফ সোসাইটি থেকে পাওয়া নিচের ভিডিওটিতে বিরোধীদের ২০শে এপ্রিল তারিখের একটি বিশাল মিছিল দেখানো হচ্ছে:

সারাদেশে পুলিশের বিশাল উপস্থিতির কারণে উত্তেজনা তুঙ্গে। ফর্মুলা ওয়ান সাংবাদিক আয়ান পার্কস ২২শে এপ্রিল সকালে লিখেছেন:

@আয়ানপার্কসএফ১: ‘ট্র্যাকের দিকে পুলিশের গাড়ি গণনা’ খেলার চূড়ান্ত দিনে আজকের সর্বমোট হল ৮৬!

২১শে এপ্রিল এক্টিভিস্ট নাবিল রজব বাহরাইনের অংশবিশেষের পরিস্থিতি বর্ণনা করেন:

@নাবিলরজব: আমার ঘর থেকে আমি অ্যাম্বুলেন্স, হেলিকপ্টার, পুলিশের গাড়ি এবং গোলাগুলি শুনেছি, কিন্তু #এফ১ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে যে সব ঠিক আছে #বাহরাইন #জিপি লন্ডন

ডাঃ ফাতিমা হাজি (বিক্ষোভকারীদের চিকিৎসা করার জন্যে গতবছর বিচারের মুখোমুখি হওয়া একজন ডাক্তার) ২১শে এপ্রিল টুইট করেছেন:

@ড.ফাতিমাহজ: দুরাজে নিরাপত্তা বাহিনীর কাঁদানে গ্যাস নিক্ষেপের কারণে, বাণী জামরাতে আমাদের ফ্লাটে আমার ৩বছর বয়সী ছেলে, আমার স্বামী এবং আমার শ্বাসরুদ্ধ হয়ে আসছে!! #এফ১ #বাহরাইন

কামার৭০’র পাঠানো নিচের ভিডিওটিতে ১৯শে এপ্রিল সারের রাস্তায় দাঙ্গা পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা যাচ্ছে:

বাহরাইনের ধর্ম ও রাজনীতি ব্লগে জাস্টিন গেংলার ভাবছেন রেস চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েছে কিনা:

গুগুল সংবাদে “বাহরাইন ফর্মুলা ওয়ান” সম্পর্কে খোঁজ করলে আপনি নেতিবাচক (রাজনৈতিক) এবং ইতিবাচক (রেসসংক্রান্ত) সংবাদ প্রবন্ধ সংখ্যা প্রায় ৪,০৮২ এবং ২৩২ অর্থাৎ অনুপাত প্রায় ১৭.৫:১ পাবেন। এধরনের কাভারেজ পাওয়ার পর বাহরাইনের নেতৃবৃন্দ হয়তো তাদের খরচ-সুবিধা বিশ্লেষণের পুনর্বিবেচনা করবেন।

অন্য একটি পোস্টে কার্লোস লাতুফের এটিসহ জাস্টিন গেংলার ফর্মুলা ওয়ান রেসের রাউণ্ডআপ ছবিগুলো রয়েছে:

বাহরাই্নের এফ১ বয়কট করুন। কার্লোস লাতুফের তোলা ছবি।

বাহরাই্নের এফ১ বয়কট করুন। কার্লোস লাতুফের তোলা ছবি।

ব্লগার এমিলি এল. হসার রেসটি চালানো দেশের জন্যে ইতিবাচক ধারণাটিকে প্রশ্ন করেন:

তার দেশে এক বছর ধরে গণঅভ্যুত্থানে জনগণ নিহত, গ্যাস আক্রান্ত, আটক এবং নিপীড়িত হওয়া সত্ত্বেও রোববার ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রি অনুষ্ঠানের বাস্তবতা নিয়ে আলোচনা করতে গিয়ে ক্ষমতাসীন যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফা বিবিসিকে বলেন যে “রেসটি বাতিল করার মানে হলো চরমপন্থীদের ক্ষমতাশালী করা” অন্যদিকে রেসটি চালালে তা “ভালোর পক্ষের একটি শক্তি” হিসেবে কাজ করবে।

ভালোর পক্ষের একটি শক্তি।

ভালোর পক্ষের একটি শক্তি?

আপনি কি জানেন যে ভালোর পক্ষের একটি শক্তি কী? গণতন্ত্র। মানবাধিকার। স্বাধীনতা ও ন্যায়বিচার। এধরনের কিছু।

এফ১ রেসের আগে কাদাম গ্রামের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে।

এফ১ রেসের আগে কাদাম গ্রামের চারপাশে কাঁটাতারের বেড়া দেয়া হয়েছে। টুইটার ব্যবহারকারী @সাজ্জাদ_আলাউয়ির পাঠানো ছবি।

মোহাম্মদ আশুর রেসের দিনটি কী বয়ে আনবে তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন:

@মোহদআশুর: #এফ১ দলগুলো তাদের ইঞ্জিন চালু করতে আরম্ভ করলে টায়ার পোড়া ধোঁয়া দিয়ে #বাহরাইনের দিগন্ত ভরে উঠেছে। একটি মজার দিন হবে।

সাংবাদিক হ্যাভিয়ে এস্পিনোজা লিখেছেন:

@হ্যাভিয়েএস্পিনোজা২: #এফ১ শুরুর আগে #বাহরাইনের মালকিয়া, কারজাকান, সাদাদ এবং দামিস্তানের মতো গ্রামে নতুন করে সংঘর্ষ হয়েছে।

টাইমসের মোটর রেস সংবাদদাতা কেভিন ইসন লিখেছেন:

@ইসনএফ১: সুপ্রভাত বাহরাইন ও যুক্তরাজ্য এবং অন্য সবাই। এফ১ ইতিহাসের সবচেয়ে বিতর্কিত রেসের দিকে যাচ্ছে #বাহরাইন জিপি সার্কিট

রেসটি সম্পর্কে রিপোর্টারস উইদাউট বর্ডারস (আরএসএফ) নিচের ভিডিওটি তৈরী করেছে:

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .