পৃথিবীর একদিন: বিশ্বব্যাপী সহযোগিতামূলক মিউজিক ভিডিও

পৃথিবী দিবস (২২শে এপ্রিল, ২০১২) উপলক্ষ্যে এই গ্রহটির সর্বত্র বৈশ্বিক সহযোগিতামূলক ফিল্ম ‘পৃথিবীতে একদিন’-এর যে বিশ্বব্যাপী প্রদর্শনী হবে, তার প্রস্তুতি হিসেবে একটি নতুন মিউজিক ভিডিও মুক্তি দেয়া হয়েছে। ভিডিওটিতে প্রদর্শিত সঙ্গীতশিল্পী, কবি এবং নর্তকী সবার ১০ই অক্টোবর, ২০১0 তারিখ ২৪ঘণ্টার সময়ের মধ্যে ফিল্মে ধারণ করা হয় যা শৈল্পিকভাবে সম্পাদনা এবং রিমিক্স করেছে কাট কেমিস্ট।

সহযোগিতামূলক ফিল্ম পৃথিবীর একদিন ১০ই অক্টোবর, ২০১০ একই দিনে সংঘটিত বিস্ময়কর বৈচিত্র্য, দ্বন্দ্ব, ট্রাজেডি এবং জয়জয়কারের প্রদর্শনীর চিত্রগ্রহণ করে পৃথিবীর সমস্ত কোন থেকে পাঠানো ৩,০০০ ঘণ্টারও বেশি ফুটেজ নিয়ে নির্মিত। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট (বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থান) এবং জাতিসংঘের সহযোগিতায় বিশ্বের প্রতিটি দেশে পৃথিবী দিবসে (২২শে এপ্রিল, ২০১২) বৈশ্বিক প্রদর্শনীটি হবে।

মিউজিক ভিডিওটিতে ভারত, পাপুয়া নিউগিনি, বেনিন, বুর্কিনা ফাসো, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, কেনিয়া, আফগানিস্তান, জ্যামাইকা, স্পেন, তাইওয়ান এবং আরো অনেক স্থানের ফুটেজ রয়েছে।

আমাদের পূর্ববর্তী পোস্ট পৃথিবীর একদিন: বিশ্বব্যাপী সহযোগিতামূলক ফিল্মের বৈশ্বিক প্রদর্শনী–এ আপনি আসন্ন প্রদর্শনীটি সম্পর্কে আরো পড়তে পারবেন এবং এবং আপনার নগর বা শহরে একটি প্রদর্শনীর জন্যে পৃথিবীতে একদিন সাইটে নিবন্ধন (সাইন আপ) করতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .