ফিলিপাইন: সরকার ‘নয়নয় করা’ থামাতে ব্যর্থ

বর্তমানে নিষিদ্ধ (তক্তার মতো স্থানু হয়ে যত্রতত্র) পড়ে থেকে প্রতিবাদের বিকল্প হিসেবে শুরু করা হলেও এখন ‘নয়নয় করা’ ফিলিপাইনের সর্বশেষ হিট সেনসেশান। প্রতিবাদের ঢং হিসেবে ‘নয়নয় করা’র মানে হচ্ছে এখানে সেখানে বসে থাকা, মাটিতে শুয়ে থাকা, অথবা শুন্যস্থানের দিকে তাকিয়ে থাকা এবং কোন কিছু না করা।

এক্টিভিস্টরা প্রথমে জ্বালানী তেল, পড়াশুনা এবং স্কুলের অন্যান্য ফি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিষেবার ঊর্ধ্বমুখী দাম, বৈষম্য এবং দারিদ্র্য বৃদ্ধি ঠেকাতে ফিলিপাইনের প্রেসিডেন্ট নয়নয় একুইনোর নিষ্ক্রিয়তাকে বর্ণণা করতে ‘নয়নয় করা’ উদ্ভাবন করে।

সরকার নয়নয় করা থামাতে ব্যর্থ

‘নয়নয় করা’র জনপ্রিয়তা বন্ধের সমস্ত সরকারি প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হয়েছে। ‘নয়নয় করা’র অ্ভিযোগের মোকাবেলা করার জন্যে প্রেসিডেন্টকে “কাজে ব্যস্ত” দেখিয়ে প্রাসাদ থেকে কয়েকটি ছবি প্রকাশ করা হলে শব্দটি এমনকি আরো জনপ্রিয় হয়ে উঠে। তাড়াতাড়ি এগুলো ফটোশপে কাজ করে ইন্টারনেট মেমে হিসেবে অনলাইনে আপলোড করা হয়।

সাম্প্রতিক ‘নয়নয় করা’ ছবিগুলোতে প্রেসিডেন্টকে সরকারি কর্ম ও সড়ক বিভাগ (ডিপিডাব্লিউএইচ)-এর কর্মীদের সাথে দেখা যাচ্ছে। এরাও গতবছর কুখ্যাত হয় টাইফুনে বিধ্বস্ত ম্যানিলা বে’র একটি দেয়ালে নিজেদের “কর্মরত” দেখানোর জন্যে তাদের  ছবিগুলো সম্পাদনা করে।

এখানে বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে এমন নয়নয় করা মেমের কয়েকটি নমুনা রয়েছে:

‘নয়নয় করা’ বর্তমানে নিজেই অন্তর্ভূক্ত উইকিপডিয়াতে। পদটির বুৎপত্তি সাধারণ সংক্ষিপ্ত একটি প্যারাগ্রাফ বর্ণনা থেকে বৃহৎ আলোচনায় বিস্তৃত হয়েছে।

নয়নয় করা’র ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রসঙ্গে

প্রেসিডেন্টের ডাকনাম নয়নয় থেকে নেয়া ‘নয়নয় করা’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে যার মানে হলো গুরুতর বিষয়ে দ্রুত কিছু করার দরকার সত্ত্বেও কিছুই না করা। ফিলিপিনো নেটনাগরিকেরা আলোচনা করছে কেন ‘নয়নয় করা’ বর্তমান জনপ্রিয়তা্টি অর্জন করলো।

একুইনো শাসকগোষ্ঠীর মন্ত্রীসভার একজন সদস্য ‘নয়নয় করা’কে সরকারের সমালোচকদের একটি “বিরক্তিকর” প্রচারণা চমক বলে অভিহিত করেছেন।

এটি রাজনৈতিক শত্রুদের বেশি দীর্ঘমেয়াদী সরকারবিরোধী প্রচারণার একটি উপাংশ। কারণ এসব লোকেরা তাদের দুঃসময়ে সরকারের নীতিকে আক্রমণ করে, তারা প্রেসিডেন্ট পিনয় (PNoy)-কে ব্যাক্তিগত আক্রমণের আশ্রয় নিতে এতোটাই নিচে নামে যে তাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

ব্লগার তেও মারাসিগান উত্তর দিয়েছেন যে নয়নয়-এর উদ্ভব শুধু কয়েকজন এক্টিভিস্টের মাধ্যমে হয়নি।

Pumatok ang Noynoying dahil sapul nito ang sentimyento sa pangulo ng mga mamamayan. Sa likod ng masasayang ngiti at masasarap na pangako ng pangulo, ramdam ang pagtindi ng hirap at gutom ng mga tao.

‘নয়নয় করা’ জনপ্রিয় হয়েছে কারণ এতে প্রেসিডেন্ট সম্পর্কে জনগণের মনোভাব সংকলিত হয়েছে। প্রেসিডেন্টের সুখী হাসি এবং মিষ্টি প্রতিশ্রুতির অন্তরালে রয়েছে জনগণের অনুভূত অবনতিশীল দারিদ্র্য ও ক্ষুধা।

ইতোমধ্যে জন মার্সেল রাগাজা ব্লগে বলেছেন ‘নয়নয় করা’ শুধু প্রেসিডেন্টের ব্যক্তিত্বের উপর আক্রমণ নয়, প্রেসিডেন্ট ও তার কর্মচারীদেরকেও বিরক্ত করা হতে পারে।

নয়নয় করা এমন একটি প্রতীকী প্রতিবাদ যা প্রেসিডেন্টের চরিত্রের সমালোচনার বাইরে চলে গিয়েছে। জনগণ এমনকি ম্যালাক্যানাং নয়নয়ের, এবং এই প্রসঙ্গে যেকোন সৃজনশীল প্রতিবাদের, এটা একুইনোর উপর সরাসরি আঘাত বলে কোনরকম ভুল ব্যাখ্যা করতে পারবেন না। বরং এই অপমানটি দেশে অনেকদিন ধরে চলা প্রান্তিক ফিলিপিনোদের দুর্দশা বাড়িয়ে তোলা কায়েমী স্বার্থবাদী অভিজাতদের শাসন এবং নেতৃত্বের প্রতি নির্দেশিত যা একুইনো এমনকি তার পূর্বসূরিদেরও ছিল। নয়নয় করা শুধু মনে রাখার মতো আকর্ষণীয় একটা ক্রিয়াপদ, যদিও সত্য হওয়ার কারণে এটা বিদ্ধ করে এবং অপমান করে।

লাইক এ রোলিং স্টোন লক্ষ্য করেছেন, ‘নয়নয় করা’ সহ্যের শেষ সীমা হলো জনগণের সমস্যার প্রতি একুইনো সরকারের ইচ্ছাকৃত উপেক্ষা

মনে হচ্ছে একুইনো এবং তার কর্মচারীরা ভিন্ন কোন জগতে বাস করেন যেখানে অর্থনৈতিক সমৃদ্ধি নির্দেশ করতে শুধুই (কেনাকাটা করার) সুখী মল-যাত্রী, গোলাপী স্টক সূচক এবং ব্যস্ত নির্মাণাধীন এলাকা রয়েছে। সেই জগতে তেলের দাম যতই ঊঁচুতে যাক না কেন, তা কোন সমস্যা নয়। দারিদ্র্য সেখানে মনের একটি খেয়াল এবং বেকারত্ব একটি কল্পকাহিনী মাত্র।

প্রেসিডেন্ট সাহেব ধন্যবাদ দিন যে আজকের প্রতিবাদে এখনো কৌতুকের রেশ আছে। এমনো সময় আসতে পারে যখন শুধু আপনার সরকারের নিষ্ক্রিয়তার জন্যে ক্রোধ ছাড়া আর কিছুই থাকবে না।

অবশেষে যুব এক্টিভিস্ট নেতা ভেন্সার ক্রিসোস্তোমো নয়নয়েরের অভিযোগ বন্ধ করার জন্যে শুধু ছবি প্রকাশ করে বারবার অস্বীকৃত হওয়ার চেয়ে বরং একুইনো শাসকগোষ্ঠী যা করতে পারে সেরকম কয়েকটি সুনির্দিষ্ট পদক্ষেপের তালিকা প্রস্তুত করেছেন:

তেলের দাম বৃদ্ধি বন্ধ করা, সত্যিকারের ভূমি সংস্কার বাস্তবায়ন, উল্লেখযোগ্যভাবে মজুরী বাড়ানো, পড়াশুনার এবং অন্যান্য স্কুল ফি বৃদ্ধিতে রাশ টেনে ধরা, দায়মুক্তি এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা, মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে দাঁড়ানো, এবং দেশের প্রাকৃতিক সম্পদের বিদেশী লুটপাট এবং খণিজ আহরণ বন্ধ করা, এবং আরো অনেক কিছু।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .