আফ্রিকাঃ কাপ অফ নেশনস ২০১২ অনেক বিস্ময় উপহার দিচ্ছে

অনেকটা অস্বাভাবিকভাবে সেনেগাল ২০১২ আফ্রিকা কাপ নেশনস-এ উদ্বোধনী দিনে তাদের প্রথম খেলায় হেরে যায়, অন্য খেলায় প্রতিযোগিতার অন্যতম শিরোপার দাবীদার ঘানা, তাদের প্রথম খেলায় জয় তুলে নিতে সক্ষম হয়। তারা বাতসোয়ানাকে পরাজিত করে, যে দলটি এই প্রথম এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে। ডি গ্রুপের এই দুটি খেলা বুধবার ২৪ জানুয়ারিতে অনুষ্ঠিত হয় গ্যাবনের স্তাদে দে ফ্রান্সেভিলে নামক স্টেডিয়ামে।

ফোরফোরটু এর সুত্রানুসারে, ব্লাক স্টার নামে পরিচিত ঘানার জন মেনশাহ ৬৬ মিনিটে লালকার্ড পেয়ে মাঠ ছাড়লে দলটি দশজনে পরিণত হয়ে খেলা শেষ করে। জয়ের জন্য যা যা করা প্রয়োজন, তারা তা করেছে এবং নিজেদের জয়ের আকাঙ্ক্ষাকে হারাতে দেয়নি [ফরাসী ভাষায়], ফোরফোরটু, কিনা টুইট করেছে:

মেনসাহ-এর লাল কার্ড পাবার পরেও # ঘানা কোন ভাবে খেলার ধরণ পাল্টানোর লক্ষণ দেখায়নি।bit.ly/xkpul2 #আফকন২০১২

বাতসোয়ানা তাদের প্রথম আফ্রিকান কাপ অফ নেশনস-এর প্রথম খেলাতেই দারুণ লড়াই করে। ঘানা-বাতসোয়ানা ম্যাচের একটি ভিডিও সার সংক্ষেপ এখানে পাওয়া যাবে, [ফরাসী ভাষায়] ডিরেক্ট ৮-এর সৌজন্যেঃ

গ্রুপ ডি-এর উদ্বোধনী দিনের অন্য খেলায় মালি মুখোমুখি হয় গিনির। ঈগল নামে পরিচিত মালি প্রতিযোগিতায় এক দারুণ সুচনার মধ্যে দিয়ে গিনিকে ১-০ গোলে পরাজিত করে। গ্লোবাল ভয়েসেস-এর লেখক মালির বুকারি কোনাটে , যিনি @ফাসোকান নামে টুইট করে [ফরাসী ভাষায়], তিনি মালির মাচিনার স্টাডিয়ুম থেকে কিছু প্রতিক্রিয়া পোস্ট করেছে:

@Fasokan: Grand bruit et applaudissement à Macina pour le but malien #can2012

@ফাসোকান:মালি গোল দেবার পর মাচিনা প্রচণ্ড গর্জন এবং হাততালিতে ভরে যায়।

এবং এটিও [ফরাসী ভাষায়]:

@Fasokan: les supporters de Macina espèrent sur un deuxième but malien

@ফাসোকান:মাচিনায় সমর্থকরা মালির দ্বিতীয় গোলের জন্য অপেক্ষা করছে

২৫ জানুয়ারি তারিখে গ্রুপ এ-এর দ্বিতীয় দিনের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় জাম্বিয়া বনাম লিবিয়ার মধ্যে, আর এটি ছিল এই প্রতিযোগিতার প্রথম গোল শূন্য ভাবে অমীমাংসিত খেলা। সেদিন মোসুমী বৃষ্টিপাতের ফলে খেলা শুরু হতে এক ঘণ্টা পনেরো মিনিট দেরী হয়। অবশেষে ৬.১৫ মিনিটে শুরু হয়। আবহাওয়ার বৈরি আচরণে সন্দেহ থেকে গিয়েছিল যে আদৌ খেলা শেষ হবে কিনা।

২৫ জানুয়ারি তারিখে গ্রুপ এ-এর দ্বিতীয় দিনের প্রথম খেলাটি অনুষ্ঠিত হয় জাম্বিয়া বনাম লিবিয়ার মধ্যে, আর এটি ছিল এই প্রতিযোগিতার প্রথম গোল শূন্য ভাবে অমীমাংসিত খেলা। সেদিন প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে খেলা শুরু হতে এক ঘণ্টা পনেরো মিনিট দেরী হয়। অবশেষে ৬.১৫ মিনিটে শুরু হয়। আবহাওয়ার বৈরি আচরণে সন্দেহ থেকে গিয়েছিল যে আদৌ খেলা শেষ হবে কিনা:

জাম্বিয়া কোয়াটার ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য খানিকটা উদ্বিগ্ন অবস্থায় খেলা শুরু করে, তাদের প্রতিপক্ষ লিবিয়া, শনিবারে, প্রতিযোগিতার উদ্বোধনী দিনের পরাজয়ের পর নিজেদের পুনরায় সংগঠিত করে। পানি জমে থাকা মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়, যেমনটা আপনার আলেকজান্ডার নাকবি (@এ্যালেক্স_নাক)-এর পোস্ট করা এই ছবিতে দেখতে পাচ্ছেন। এটি খেলা শুরু হবার ঠিক আগে মাঠের অবস্থা কি, তা তুলে ধরছে [ ফরাসী ভাষায়]

@Alex_Nak: Voila l'état du terrain actuellement. #CAN2012 #Libye #Zambie pic.twitter.com/MSHrD1ae

@এ্যালেক্স_নাক:ঠিক এই মূহুর্তে মাঠের অবস্থা এই রকম। #কান২০১২, # লিবিয়া # জাম্বিয়া।pic.twitter.com/MSHrD1ae

এছাড়াও বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের গ্রুপ এ-এর সেনেগাল এবং ইকুয়াটোরিয়াল গিনির খেলা শুরু হতেও দেরী হয়। সেনেগালের বিরুদ্ধে ইকুয়াটোরিয়াল গিনির ২-১ গোলের এক বিস্ময়কর জয়ের ফলে, সেনেগালকে এই প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়। আর এই জয়ের ফলে ইকুয়াটোরিয়াল গিনির কোয়াটার ফাইনালে স্থান নিশ্চিত হয়। তেরাঙ্গার সিংহ (তেরাঙ্গা লায়ন) নামে পরিচিত সেনেগালের বিদায় তাদের সমর্থকদের দারুণভাবে হতাশ করে [ ফরাসি ভাষায়]:

@observateurs: Le Sénégal sort de la CAN. “On aurait dit des jeunes de centre de formation” #can2012 fb.me/10kgX5eNf

@অবজারভেটুরস : সেনেগাল, কাপ অফ নেশনস থেকে বিদায় নিয়েছে। সেনেগালের খেলোয়াড়দের দেখে মনে হয়েছে, যেন তারা প্রশিক্ষণ শিবিরের কিশোর #কান২০১২

@founseni_soro: Sénégal Grande nation de football, . mais aussi grande déception de la CAN2012. Allez les zelephants #civ2010

@ফাউনসেনি_ সোরো:সেনেগাল– এক অসাধারণ ফুটবলপ্রিয় জাতি, কিন্তু ২০১২ সালে আফ্রিকান কাপ অফ নেশনস-এ তারা সবাইকে দারুণ হতাশ করল

ইকুয়েটোরিয়াল গিনির, মালাবো স্টেডিয়াম স্টেডিয়ামে ২৬ জানুয়ারিতে মানুচির দুই গোল সত্ত্বেও, গ্রুপ বি –এর দ্বিতীয় দিনের খেলায় এ্যাঙ্গোলা তাঁর প্রতিপক্ষ প্রতিযোগিতার অন্যতম দুর্বল দল সুদানকে পরাজিত করতে পারেনি। যদি সেদিন তারা জিতে যেত, তাহলে তারা সেদিনই কোয়াটার ফাইনালে চলে যেত। এই খেলায় হওয়া চারটি গোল নীচের এই ভিডিওতে দেখা যাবে [ ফরাসী ভাষায়]:

http://www.youtube.com/watch?v=yI1kNpXKrto&feature=player_embedded

গ্রুপ বি-এর দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলায় আইভরি কোস্ট মুখোমুখি হয় বুরকিনাফাসোর। হাতি নামে পরিচিত আইভরি কোস্ট, ঘোড়া নামে পরিচিত বুরকিনাফাসোকে ২-০ গোলে পরাজিত করে কোয়াটার ফাইনালে উঠে যায়, আর এই খেলায় পরাজিত হয়ে বুরকিনাফাসো প্রতিযোগিতা থেকে বিদায় নেয়।

Fans of Ivory Coast watching the match against Sudan by @FlorianK_Sport

সুদানের বিপক্ষে খেলার সময় আইভরি কোস্ট –এর সমর্থকরা। ছবি @ ফ্লোরিয়াঙ্ক_ স্পোর্টস-এর

শুক্রবারে অনুষ্ঠিত গ্রুপ সি –এর দ্বিতীয় দিনের খেলায় গ্যাবন ৩-২ গোলে মরোক্কোকে এবং তিউনিশিয়া ২-১ গোলে নাইজারকে পরাজিত করে , আর এতে চিতাবাঘ নামে পরিচিত গ্যাবন এবং কার্থেজের ঈগল নামে পরিচিত তিউনিশিয়া কোয়াটার ফাইনালে স্থান নিশ্চিত করে।

আফ্রিকান কাপ অফ নেশনস-২০১২ নামক প্রতিযোগিতার খবর বিবিসির ওয়েবসাইটে পাওয়া যাবে এবং এই বিষয়ে খবর প্রদান করার জন্য টুইটার ব্যবহারকারীরা #কান২০১২ এবং #আফকোন২০১২ ব্যবহার করছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .