সিঙ্গাপুর: এটা কি বন্যা, নাকি কেবল পুকুর সৃষ্টি হওয়া?

২৩ ডিসেম্বর, ২০১১ তারিখে, আকস্মিক এক বৃষ্টির ফলে সিঙ্গাপুরের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়, যার মধ্যে জনপ্রিয় জনপ্রিয় বাজার এলাকা অরচার্ড রোড অন্যতম। এটা না ছিল বিস্ময়কর, না ছিল অনাকাঙ্খিত কোন ঘটনা, বিশেষ করে ২০১০-এর জুনে প্রথমবার এই রকম ঘটনা ঘটার পর থেকে, এ রকম ঘটনা প্রায় স্বাভাবিক বাস্তবতায় পরিণত হয়েছে।

লিয়াট টাওয়ার নামক উচ্চ ভবন নির্মাণ চলছে, যা কিনা এর আগে এরকম ঘটনার শিকার হয়েছিল, এটি তার বন্যা প্রতিরোধ ব্যবস্থা সচল করে, কিন্তু তার পরেও বন্যার পানি এর ভিত্তিস্তরে এসে জমা হতে থাকে। এক পর্যায়ে তা হাটু সমান হয়ে পড়ে। ওয়েন্ডিস এবং স্টারবাকের মত ব্যবসা প্রতিষ্ঠান-এতে দারুনভাবে ক্ষতিগ্রস্থ হয়।

তবে সিঙ্গাপুরের গণ উন্নয়ন সংস্থা (পাবলিক ইউটিলিট বোর্ড বা পাব) এই ঘটনায় বিবৃতি প্রদান করেছে যে, “অরচার্ড রোড নামক এলাকায় কোন বন্যা হয়নি, কিন্তু এই সমস্ত পানি লিয়াট টাওয়ার এবং এ রকম নীচু এলাকায় পুকুরের সৃষ্টি করেছে:

কোন কোন জায়গায় এই সমস্ত এলাকায় বন্যার পানি ৩০ সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পয়েছিল এবং সাধারণত এক ঘণ্টার মধ্যে তা নেমে যায়, তবে ক্যামব্রিজ রোড, নিউটন সার্কাস এবং মুলিমিন রোড ইউনাইটেড স্কোয়ার–এর সামনে থম্পসন রোড এলাকায় সন্ধ্যা ৬টার মধ্যে পানি সরে যায়। আক্রান্ত এই সমস্ত এলাকা প্রধানত নিচু এলাকা।

অরচার্ড রোডে কোন বন্যা হয়নি। তবে লিয়াট টাওয়ার-এর উন্মুক্ত স্থানে, লাকি প্লাজা এবং এনজি আন সিটির মাঝখানের ভূগর্ভ্যস্থ এলাকা এবং লাকি প্লাজার উন্মুক্ত স্থানে ভারী বৃষ্টির পানি জমে পুকুরের সৃষ্টি হয়।

“পুকুর” নামক শব্দটির ব্যবহার সিঙ্গাপুরের অনলাইনে তাচ্ছিল্য এবং বিদ্রূপের সাথে গ্রহণ করা হয়। অনেকে #এসজিফ্লাড ( এবং একই সাথে নতুন #এসজিপন্ডিং) নামক হ্যাশট্যাগের অধীনে এই ঘটনার উপর টুইট করেছে।

@পাপাইয়াগার্ল: @ মিব্রাউন, পুকুর তৈরি করার বিষয়টি তখন ঘটে যখন আপনি এর মাঝে দাঁড়িয়ে থাকতে পারেন এবং অভিযোগ করতে পারেন। যখন আপনি পানির তোড়ে ভেসে যান, তখন তাকে বন্যা বলে। #এসজিফ্লাড

@মিলানএস: পাব-এর সংজ্ঞা অনুসারে, এখন আমি বলতে পারি যে আমার কাজের মেইলবক্স মেইলের পুকুরে পরিণত হয়েছে, কারণ বন্যার মত সেগুলো এসে হাজির হয়। নতুন একটা শব্দ সৃষ্টির জন্য ধন্যবাদ! #এসজিফ্লাড

@জেবি _ এনজি :আমি বিস্মিত হব, যদি আমি লিয়াট টাওয়ারে সামনে এক ঠেলাগাড়ি ভাড়া নিয়ে ভেসে থাকার সামগ্রী বিক্রি করি, এটা কি লাভজনক হবে? সে ক্ষেত্রে আমি প্রতিদিন বৃষ্টির জন্য প্রার্থনা করতে থাকব। #এসজিফ্লাড#এসজিপন্ডিং

@কন্ট্রাব্যান্ডকারমে: দেখ, লিয়াট টাওয়ার এখন একটি সুন্দর ছোট্ট পুকুরের সৃষ্টি হয়েছে। এখন এখানে কেবল মাছ ছাড়া দরকার!

ছবি @কন্ট্রাব্যান্ডকারমা-এর

@মিঃব্রাউন: পাব, আনন্দের সাথে ঘোষণা করেছে যে গতকাল সিঙ্গাপুরে কোন বন্যা হয়নি। পানি জমে প্রায় “পুকুরের মত” একটা কিছু হয়েছিল। #এসজিফ্লাড

ছবি @মি:ব্রাউন-এর

@রিয়ালসিঙ্গাপুরিয়ান: এছাড়াও পরোক্ষভাবে সিঙ্গাপুরের সম্প্রতি আরেকটি ঘটনার কথা উল্লেখ করতে হয়, তা হচ্ছে এসএমআরটি ট্রেন চলাচল ব্যবস্থা ভেঙ্গে পড়া:

@রিয়ালসিঙ্গাপুরিয়ান: আজ বা আগামীকাল হোক, #এসএমআরটি-এর ট্রেন চলাচল ব্যবস্থায় আর কোন “দেরীর” ঘটনার কথা বলা হবে না, বরঞ্চ বলা হবে “কৌশলগত কারনে সাময়িক বিরতি গ্রহণ করা হচ্ছে” #এসজিপন্ডিং # এসজিফ্লাড

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .