সিরিয়া: রাজান ঘাজ্জাউয়িকে মুক্ত কর

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আজ সিরিয়া-জর্ডান সীমান্তে সিরীয় কর্তৃপক্ষ ব্লগার রাজান ঘাজ্জাউয়িকে গ্রেফতার করেছে। যখন ঘাজ্জাউয়িকে গ্রেফতার করা হয়, সে সময় ভদ্রমহিলা আরব বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক এক কর্মশালায় যোগ দেবার জন্য জর্ডানের রাজধানী আম্মানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ঘাজ্জাউয়ির গ্রেফতারের ঘটনায় সারা বিশ্বের ব্লগার এবং একটিভিস্ট সমালোচনায় মুখর এবং ক্ষোভে ফেটে পড়েছে।

ঘাজ্জাউয়ি হচ্ছে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী এক সিরীয় ব্লগার এবং একনিষ্ঠ টুইটার ব্যবহারকারী, যিনি গ্লোবাল ভয়েসেস অনলাইন এবং গ্লোবাল ভয়েসেস অ্যাডভোকেসি উভয় সাইটে লিখে থাকেন। তিনি হচ্ছেন সেই সমস্ত অল্প সংখ্যক নাগরিকদের মধ্যে অন্যতম, যারা তাদের প্রকৃত নামে লিখে থাকে, সেখানে তিনি ব্লগার এবং যে সমস্ত একটিভিস্টকে সিরীয় সরকার গ্রেফতার করেছে, এবং একই সাথে পুরুষ সমকামী ও সংখ্যালঘুদের অধিকারের দাবিতে সোচ্চার।

A Free Razan poster put up by supporters as soon as news of her arrest spread

যখনই রাজানের গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়ে সাথে সাথে তার সমর্থকরা রাজানকে মুক্ত কর নামের একটি পোস্টার নেটে উঠিয়ে দেয়।

তার সর্বশেষ পোস্ট ১ ডিসেম্বর ২০১১ তারিখে প্রকাশিত হয়। এটি মূলত সিরিয়ার ব্লগার হুসাইন ঘেরের মুক্তি উদযাপন উপলক্ষ্যে পোস্ট করা হয়। হুসাইন ঘেরের-কে সিরীয় সরকার ৩৭ দিন আটকে রেখেছিল। রাজান ব্লগে লিখেছিল:

হুসাইন আজ রাতে তার ঘরে ফিরে যাবে, যেখানে সে তার স্ত্রীকে জড়িয়ে ধরবে, এবং আর কখনো দুটি মুল্যবান সঙ্গীতকে হারিয়ে যেতে দেবে না। এখন সবকিছু ঠিক হয়ে যাবে, এবং শীঘ্রই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

পরিহাসের বিষয়টি নেট নাগরিকরা উপলব্ধি না করে পারেনি, যারা তার গ্রেফতারের পর সামাজিক প্রচার মাধ্যমে এই গ্রেফতারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে

সিরিয়ার রাজান সাফোর টুইট করেছে:

@রাজানস্পিকস:রাজান ঘাজ্জাউয়ি, গ্রেফতারকৃত নাগরিকদের ব্যাপারে সচেতনতা তৈরিতে সচেষ্ট ছিল, সে তাদের সম্বন্ধে লিখত এবং তাদের সমর্থন করত। ঘাজ্জাউয়ি এখন নিজে তাদের একজনে পরিণত হল। #ফ্রিরাজন#সিরিয়া

এবং সে এর সাথে যোগ করে:

@রাজানস্পিকস:@রেডরাজন, আমার চিন্তা এবং হৃদয় এখন তোমার সাথে। টুইটারে আমি যাদের সান্নিধ্যে এসেছি, তাদের মধ্যে তুমি সবচেয়ে সাহসীদের মধ্যে একজন।#ফ্রিরাজান #সিরিয়া।

তার স্বদেশী এক সিরীয় নাগরিক সাসা উল্লেখ করেছে:

@সিরিয়াননিউজ:এখন আমার টাইমলাইনের সকল টুইট #ফ্রিরাজন। সিরিয়ার পুলিশ, তোমরা কি আমাদের কথা শুনতে পাচ্ছ। #ফ্রিরাজন

এবং গ্লোবাল ভয়েসেস-এর তার এক সিরীয় সহকর্মী আনাস কাতিয়েস তাকে স্মরণ করেছেন:

@আনাসকাতিয়েস:রাজান আমাকে @গ্লোবালভয়েসেস-এর চমৎকার এক দলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। তার কারণে আমি এইখানে অনুবাদক হিসেবে যোগ দিয়েছি।#ফ্রিরাজন

সিরিয়ার নাগরিক সাকেন আল জাবরি আরব লীগের নিষ্ক্রিয় হয়ে থাকার কারণে ক্ষুব্ধ :

@লেশাকে: ওহে আরব লীগ। কি ভাবে তোমাদের দুর্বল উপদেশ সম্বলিত কৌশল কাজ করবে? এখনো বিশ্বাস কর যে বাশার, দেশটিতে সংস্কার সাধন করবে? #সিরিয়া#ফ্রিরাজান

এদিকে ছনদ বাহরাইনী শোক প্রকাশ করছে :

@ছনদবিএইচ:@রেডরাজন@আলা এবং @আব্দুলইমাম, এরা সকলে ২০০৮ সালে লেবাননে অনুষ্ঠিত প্রথম আরব ব্লগার সম্মেলনে উপস্থিত হয়েছিল। আজ তারা, হয় কেউ জেলে, না হয় পালিয়ে বেড়াচ্ছে।

মিশরের বিখ্যাত ব্লগার আলা আব্দেল ফাত্তাহ মিথ্যা অভিযোগে কারাগারে আটকে আছে এবং বাহরাইনের ব্লগার আল আব্দুল রহমান বাহারাইনে লুকিয়ে আছে। এরা দুজনে তাদের নিজেদের দেশের শুরুর দিককার ব্লগার।

এদিকে তাদের বিশ্বস্ত বন্ধুরা, ঘাজ্জাউয়ির টুইটার এবং জিমেইল একাউন্ট, এবং একই সাথে তার ব্লগ চালু রেখেছে। তার বন্ধুরা অবশ্য একই সাথে তার ফেসবুক একাউন্ট আপাতত স্থগিত করে রেখেছে।

তার টুইটার একাউন্টে টুইট করা এক সাম্প্রতিক পোস্ট পাঠ করুন:

@রেডরাজান: রাজান এখন আর তার টুইটার একাউন্ট পরিচালনা করতে পারছে না, এখন তার বন্ধু এবং সমর্থকরা তার একাউন্ট পরিচালনা করেছে! ফ্রিরাজান।

ঘাজ্জাউয়ির গ্রেফতারের উপর আসা আরো প্রতিক্রিয়া সম্বন্ধে জান্তা চাইলে টুইটারে #ফ্রিরাজান হ্যাশট্যাগ যাচাই করুন। এছাড়াও তার মুক্তি দাবী করে ফেসবুকে একটি পাতা তৈরি করা হয়েছে [আরবি ভাষায়] ।

এই প্রবন্ধটি সিরিয়া বিক্ষোভ-২০১১-এর উপর করা আমাদের বিশেষ কাভারেজের অংশ

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .