ভারত: ঐশ্বরিয়া রাই-এর অনাগত সন্তান এবং প্রচার মাধ্যমের উন্মাদনা

আগে থেকে ভারতীয় কিছু প্রচার মাধ্যমের প্রতি অভিযোগ রয়েছে যে তারা সেলেব্রেটি বা তারকদের সংবাদ প্রচারের সময় তা নাটকীয় ভাবে প্রদান করে। সম্প্রতি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সন্তান ধারণ এবং সেই সন্তানের পৃথিবীতে আগমনের সময় নিয়ে প্রচার মাধ্যমে প্রচণ্ড এক উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এক সময় গুজব ছড়িয়ে পড়েছিল যে ঐশ্বরিয়া ১১/১১/১১ নামক বিশেষ তারিখে তার প্রথম সন্তান জন্ম দেবার জন্য সি-সেকশনের মধ্যে দিয়ে যাবে। বাজীকরদের প্রদত্ত তথ্য অনুসারে, ১১/১১/১১ নামক বিশেষ দিনটিতে ঐশ্বরিয়া সন্তান জন্ম দেবেন কিনা, তাই নিয়ে ১.৫ বিলিয়ন ভারতীয় রুপী বাজি ধরা হয়েছিল। ভারতের প্রচার মাধ্যম সম্পাদক সংঘ অবশেষে টেলিভিশন চ্যানেল শিশু বচ্চনের আগমনের এই সংবাদ প্রচারে যাতে বাড়াবাড়ি না ঘটে, তার জন্য কিছু নীতিমালা নির্দ্ধারন করে দেয়

ঐশ্বরিয়ার শ্বশুর-বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন টুইট করেছেন:

এসআরবচ্চন: টি ৫৫৫ -ঐশ্বরিয়া এক পুত্র সন্তান জন্ম দিয়েছে, এমন সংবাদে অনেক অভিনন্দন লাভ করছি!!! ধারণা করছি যে এই ব্যাপারে তারা, এমনকি ঐশ্বরিয়ার চেয়ে বেশী জানে!! এই সংবাদ ভূয়া এবং সঠিক নয়।

একটি পোস্টারে ঐশ্বরিয়া রায়ের ছবি। ছবি ফ্লিকার ব্যবহারকারী মেলানী এম. এর। সিসি বাই লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।

এই ঘটনায় প্রচার মাধ্যমের উন্মাদনার বিষয়ে করা কিছু টুইট:

ক্রিকেটওয়ালা :রাষ্ট্রের অবস্থাঃ ভারত এখন ঐশ্বরিয়ার রাই এর প্রথম সন্তানের আগমন এবং শচীন তেন্ডুলকারের শততম শতকের জন্য অধীর হয়ে অপেক্ষা করছে।

@কমিকোলজি:ঐশ্বরিয়ার সন্তান জন্মদান নিয়ে প্রচার মাধ্যমের যে উন্মাদনা, সে বিষয়ে সতীশ আচারিয়া তার কার্টুন পাতায় এক মজার কার্টুন প্রদান করেছে…… http://fb.me/IEvNy482

@নান্দুকারেকার: টেলিভিশন, ইন্টারনেট, সংবাদপত্র ইত্যাদি সবাই ঐশ্বরিয়ার অনাগত সন্তানের পিতার ভুমিকার খানিকটা অংশ দাবী করছে। তার বিশেষ সংবাদের জন্য পরিবারটির কাছে কি কোন অফার পাঠিয়েছে?

@ঝুনঝুনওয়ালা :এখন ঐশ্বরিয়া রাই-এর ভারতীয় টিভি চ্যানেলগুলোর বিরুদ্ধে নিজের শিশুর সংবাদ প্রদান করা থেকে বিরত রাখার জন্য আইনী অধিকার প্রয়োগ করার সময় এসেছে। এই সমস্ত ব্যক্তিরা এমন ভাবে সংবাদ প্রচার করছে যেন যীশুর মত এক সন্তান জন্ম গ্রহণ করছে।

@টেরাসেড্রিঙ্কিং: কেন প্রচার মাধ্যম নিজে এক গর্ভবতী নারীর মত আচরণ করছে … যখন ঐশ্বরিয়ার সন্তান জন্ম গ্রহণ করবে তখন সারা বিশ্ব তা জানবে।

@জিগোস্বামী:ঐশ্বরিয়া রাই-এর সন্তান কি জাতীয় আগ্রহের বিষয়। প্রতিদিন অজস্র শিশু জন্মগ্রহণ করছে, তাহলে কেন এই সন্তানকে নিয়ে নাচানাচি। জেগে ওঠো ভারত, আরো ভালো কিছুর জন্য কাজ কর…।

এই বিষয়ে বাংলাদেশের নির্বাসিত লেখিকা তাসলিমা নাসরিন এক বিতর্কের সৃষ্টি করেন। তসলিমা নাসরিন টুইট করেন, তিনি আশা করছেন যে ঐশ্বরিয়ার এক কন্যা সন্তানের জন্ম প্রদান করবে।

@তসলিমানাসরিন:আমি ঐশ্বরিয়াকে ভালবাসি। কিন্তু যখন আমি বলি যে, আমি আশা করি যেন ঐশ্বরিয়া একটি কন্য সন্তানের জন্ম দেয়, তখন লোকজন আমাকে বলে, “ কেন তুমি ঐশ্বরিয়াকে ঘৃণা কর”?

@তসলিমানাসরিন: কেউ কেউ টুইটারে আমাকে আর অনুসরণ করছে না, কারণ আমি চাই ঐশ্বরিয়ার একটি কন্যা সন্তান হোক। মেয়ে শিশুর ভ্রুণ হত্যার টুইটার সংস্করণ!

তার টুইটের প্রতি যারা প্রতিক্রিয়া প্রদান করেছে, তাদের টুইটে এটা স্পষ্ট যে মেয়ে সন্তানের বিপরীতে তাদের পক্ষপাতিত্ব ছেলে সন্তানের দিকে :

@বৈদেহীশচীন: যদি ঐশ্বরিয়া একটি মেয়ে সন্তানের জন্ম দেয় তাহলে বাজির দর ১০০০-এ ৮,৫০০ রুপি, আর যদি ঐশ্বরিয়া ছেলে সন্তানের জন্ম দেয় তাহলে বাজীর দর ১,০০০ এ ১,২০০ রুপি।

এমনকি প্রচার মাধ্যম এই বির্তকে আর খানিকটা ঘি ঢেলেছে:

কৌশিকদত্ত২২:শব্দ্ বাক্যের নির্মাণ করছে, @জিনিউজ নামক টেলিভিশন চ্যানেল @ তসলিমা নাসরিনের বিতর্কিত মন্তব্যে গ্রহণ করে ঐশ্বরিয়ার জন্য কন্যা সন্তান কামনা করছে! http://t.co/RCiYHH57 #ফেইল

টুইটার ব্যবহারকারীরা দ্রুত এই বিতর্কে যোগ দেয়:

নানহা _ কবুতর:যদি #এ্যাশের একটা পুত্র সন্তান হয় তাহলে তসলিমা নাসরিন, বচ্চনদের বিরুদ্ধে অভিযোগ আনবেন যে, তারা নারী বিদ্বেষী এবং পুরুষতন্ত্রকে সমর্থন করেছে।

@শ্রীহারিফর(৪)ইউ : @শ্রীহারিফর(৪)ইউ ঐশ্বরিয়ার সন্তান জন্মদান করা, বা না করা আদৌ কি কোন বিষয়। এটা আর দশটার শিশুর মত আরেকটা সন্তান প্রসবের মত ঘটনা। কোন কারণ ছাড়া এই সন্তান নিয়ে উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে……

@অমিতজেইন১২৩: কেন তসলিমা নাসরিন অন্যের জীবন সম্বন্ধে এত মন্তব্য করে… বিশেষ করে গ্ল্যামার জগতের বাসিন্দাদের সম্বন্ধে? মনে হচ্ছে সে তারকাদের প্রতি জীবনে আটকে আছে।; .

@আনজানপিমণ্ডল: @তসলিমানাসরিন আমি #ঐশ্বরিয়ার এক ভক্ত এবং চাই তার এক কন্যা সন্তান হোক… কেবল এক কন্যা শিশু তার জীনের সৌন্দর্য্য এবং আবেদন কে ধারণ করতে পারে 🙂

এক সাক্ষাৎকারে তসলিমা ব্যাখ্যা করেছেন , কেন তিনি ঐশ্বরিয়ার জন্য এক কন্যা সন্তান কামনা করেন। যদি তার এক কন্যা সন্তান হয়, তাহলে তা লক্ষ লক্ষ দম্পতি তাদের অনাগত নারী শিশুকে হত্যা করা থেকে বিরত থাকবে।

1 টি মন্তব্য

  • Comjagat.com– এ উপভোগ করুন নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচি

    আগামী ১৬ নভেম্বর ২০১১ সকাল ১০ টায় “নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচি”এর শুভ উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। Comjagat.com থেকে এ অনুষ্ঠানটি সরাসরি ওয়েবকাস্ট করা হবে। সকাল ১০:৪০ মিনিটে দেখতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রী কতৃক কর্মসূচির লোগো উন্মোচন এবং নারী উদ্যোক্তাদের সাথে ভিডিও কনফারেন্স। এ অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করার জন্য আপনারা সকলে আমন্ত্রিত।

    অনলাইনে এ অনুষ্ঠানটি উপভোগ করতে আগ্রহীরা comjagat.com ঠিকানায় ভিজিট করুন। আপনি অনলাইনে অনুষ্ঠানটির বিষয়ে আপনার মন্তব্য পাঠানোর
    সুযোগ পাবেন।এছাড়া আপনি আপনার ফেসবুক একাউন্ট থেকেও অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।ফেসবুক থেকে দেখতে হলে ক্লিক করুন এই লিঙ্কে https://www.facebook.com/comjagat

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .