কলম্বিয়াঃ প্রথম জাতীয় স্থানত্যাগ প্রস্তুতি কার্যক্রম

৫ অক্টোবর সকালে কলম্বিয়ায় প্রথম জাতীয় স্থানত্যাগ প্রস্তুতি অনুশীলন নামক কর্মকাণ্ড পরিচালনা করা হয় [স্প্যানিশ ভাষায়]। কোন জরুরি প্রয়োজনে (যেমন ভূমিকম্পে) উদ্বাসনের প্রস্তুতি গ্রহণ করা এবং বাস্তবিক জরুরী অবস্থায় নাগরিকরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সম্বন্ধে ধারনা দেওয়া ছিল এই কর্মকাণ্ডের উদ্দেশ্য।

যারা এই অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিল, তারা সকল কলম্বিয়ান নাগরিককে এই অনুশীলনে অংশ নেবার আহ্বান জানান জন্য প্রচার মাধ্যম এবং ওয়েবসাইট-[স্প্যানিশ ভাষায়] এর দিকে ঝুঁকে পড়ে। জাতীয় সরকার এই অনুষ্ঠান শুরু সময় নির্ধারন করে সকাল ১১.০০ টায়। শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ কিছু বেসরকারি কোম্পানী এই অনুশীলনে অংশ নিতে রাজী হয়, যা ছিল প্রথমবারের মত জাতীয় পর্যায়ের এক অনুশীলন, তবে রাজধানী বোগোটায় এই নিয়ে তৃতীয়বারের মত এই ধরনের অনুশীলন অনুষ্ঠিত হল [স্প্যানিশ ভাষায়]।

এই কার্যক্রমের নিজস্ব ওয়েবসাইট একটি লেখা প্রকাশ করেছে:

El Simulacro de Evacuación ha permitido posicionar a Bogotá y al país en general como líderes en el tema de prevención y preparación para afrontar emergencias en América Latina. Este año se ha hecho especial énfasis en el sector educativo, en el cual ya confirmaron su participación 214 planteles educativos, tanto privados como públicos, de toda la ciudad.

বোগোটা এবং দেশের সব জায়গায় স্থানত্যাগ প্রস্তুতি নামক অনুশীলন করার অনুমতি প্রদান করা হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবেলা ও প্রস্ততি গ্রহণের ক্ষেত্রে দেশটি যেন দেশটি ল্যাটিন আমেরিকায় নেতৃত্ব প্রদান করতে পারে, তার জন্য এই আয়োজন। এই বছর, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ মনোযোগ প্রদান করা হয়েছে, যার ফলে পুরো শহরে, সরকারী এবং বেসরকারি পর্যায়ে ২১৪ টি প্রতিষ্ঠান এই অনুশীলনে অংশ নেবার বিষয়টি নিশ্চিত করে।

জাতীয় স্থানত্যাগ কার্যক্রম এর লোগো

সামাজিক প্রচার মাধ্যম তাদের কাজ করেছে এবং লোকজন খানিকটা হাস্যরসের মাধ্যমে এই বিষয়ে কথা বলেছে।

অনেকে এর মধ্যে অনেকে এর মধ্যে রাজনীতিকে যুক্ত করেছে। কার্লোস হেরনানেজ (@ক্রেসিয়নহুমানা) বলেছেন যে, এটা হচ্ছে জনতার মাঝে এক কুয়াশা সৃষ্টি করা, যাতে যুক্তরাষ্ট্র এবং কলম্বিয়ার মাঝে যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হচ্ছে, তা নিয়ে যেন নাগরিকরা কোন আলোচনা না করে।

Lo del #simulacro era para distraernos de la aprobación del TLC?

এই #অনুশীলন এ কারণে করা হচ্ছে, যাতে আমাদের মনোযোগ মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিসি থেকে সরে যায়?

মাল_ নাসিদা (@জেলিজমন) এই পরিস্থিতির সুযোগ নিয়েছেন এবং জরুরী পরিস্থিতিতে যে স্বাস্থ্য ব্যবস্থার ক্রুটি নিয়ে কথা বলেছেন:

Por que no mejor un #simulacro de atender bien en las URGENCIAS de los hospitales

এর চেয়ে আমার এক ভালো অনুশীলন এবং হাসপাতালের জরুরী বিভাগগুলোর প্রতি আরো বেশী মনোযোগ প্রদান করি না কেন।#সাইমুলেশন

এছাড়াও, টুইটার ব্যবহারকারী যেমন মারিসোল গুতিয়ারেজ (@মারিওসোলগা) এই কার্যক্রমের উপর আলোকপাত করেছে।

charlé, reí, caminé, busqué a mi grupo, dije presente y volví a trabajar, estaba #simulacro. Jaja será que en un terremoto se pasa tan bueno?

আমি কথা বললাম, আমি হাসলাম, আমি হেঁটে গেলাম, আমি আমার দলটির দেখাশোনা করলাম, বললাম যে আমি উপস্থিত ছিলাম এবং তারপর কাজে গেলাম, আর এটাই ছিল #সাইমুলেশন (স্থানত্যাগ অনুশীলন)। হাহা (হাসি), সত্যিকারে ভূমিকম্প কি এত মজার?

নানা ধরনের মন্তব্যে এই বিষয়টি প্রদর্শিত হচ্ছে যে, এই অনুশীলনের মূল যে উদ্দেশ্য ছিল, তা অর্জিত হয়নি।

হোসে ডেভিড হিডেলগো (@জোসেডাভিডালজো) লিখেছে :

El #Simulacro De Mi Colegio Fue Muy Malooo :/

#সাইমুলেশন (অনুশীলন), আমি যে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশুনা করি সেখানে আসলে তা বাজে ভাবে করা হয়েছে :/

জিওভান্না ভ্যালেন্সিয়া (@জিভ্যানেলা) নির্দেশ করেছ যে বাস্তব পরিস্থিতিতে কেউ এত শান্ত থাকতে পারে না:

#simulacro es una perdedera de tiempo, a la hora de una emergencia NADIE piensa, ni conserva la calma!

#সাইমুলেশন, এ ধরনের অনুশীলন হচ্ছে স্রেফ সময় নষ্ট করা, যে সময় খুব জরুরী পরিস্থিতির সৃষ্টি হয়, সে সময় কেউ শান্ত থাকতে পারে না।

সবশেষে, সেবাস্টিয়ান আলভারেজ (@সেবাসাআলভারেজ৬)-এর মত কারো কারো চোখে, কোন ধরনের অনুশীলন কার্যক্রম পরিচালিত হবার দৃশ্য ধরা পড়েনি:

Yo ni me di cuenta del #simulacro!

এমনকি, আমি উপলদ্ধি করতে পারিনি যে এই ধরনের কোন অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে !

#সাইমুলকারো নামক হ্যাশট্যাগের মাধ্যমে এই অনুশীলনের বিষয়ে আরো প্রতিক্রিয়া জানতে পারবেন।

1 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .