রাশিয়াঃ লোকোমোটিভ আইস হকি দলকে বহনকারী বিমান বিধ্বস্ত

৭ সেপ্টেম্বর, ২০১১-এর বিকেলে লোকোমোটিভ পেশাদার আইস হকি নামের দলটিকে নিয়ে যাত্রা করা বিমানটি উড্ডয়ন-এর পর ৫০০ মিটার অতিক্রম করার পর দুর্ঘটনায় বিধ্বস্ত হয়। রাশিয়ার, ইয়ারস্লাভ নামক এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। উক্ত বিমানের ৪৫ যাত্রীর দুজন ব্যতিত সবাই নিহত হয়েছেন (এই দলের মধ্যে বেলারুশ, কানাডা, চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং ইউক্রেনের যে সব খেলোয়াড় ছিল তারাও এই ঘটনায় নিহত হয়েছে)। এই বিমানটি ছিল ইয়াক-৪২ বিমান। যা ইয়াক ইয়াক সার্ভিসের বিশেষ চার্টার বা নিজস্ব বিমান।

প্রথম ভিডিওটি [রুশ ভাষায়] যে স্থানে দুর্ঘটনা ঘটেছে, তাঁর দৃশ্য তুলে ধরেছে, ইউটিউবে এটি আপলোড করেছে মিগালকি। এটি প্রদর্শন করেছে যে অগভীর পানিতে বিমানের জ্বলন্ত অংশের দৃশ্য।

http://www.youtube.com/watch?v=f18w1DZcom4

প্রাথমিক প্রতিক্রিয়া

আইস হকি, রাশিয়ার এক গর্বের খেলা এবং তা সারা দেশে তা খুব প্রিয় খেলা। যার ফলে এর আগের সব বিমান দুর্ঘটনার চেয়ে এই ঘটনার ক্ষেত্রে অনেক বেশী মানুষ তাদের প্রতিক্রিয়া প্রদর্শন করেছে, কারণ এই দুর্ঘটনাকে কেবল কিছু মানুষের প্রাণহানী হিসেবে দেখা হচ্ছে না, এটি একই সাথে রাশিয়ার আইস হকি এবং রাশিয়ার ক্রীড়াঙ্গনের এক ক্ষতি হিসেবে দেখা হচ্ছে। ব্লগার পিলগ্রিম-৬৭ লিখেছে [রুশ ভাষায়]:

Я много лет наслаждаюсь хоккеем. Локомотив в любых составах доставлял мне столько удовольствия своей игрой. Услышав об их гибели я испытал шок. В шоке и пребываю. Как будто кусок души вырвали.

অনেক বছর ধরে আমি হকি খেলা উপভোগ করছি। লোকোমোটিভ-এর সবধরনের খেলোয়াড় আমাকে খেলায় এক প্রচণ্ড উত্তেজনা পাই। তাদের মৃত্যুর সংবাদ পাওয়ার পর, আমি যেন এক ঘোরের মধ্যে আছি। এখনো আমার সেই ঘোর কাটেনি, যেন কেউ আমার আত্মার একটা অংশ ছিন্ন বিছিন্ন করে দিয়েছে।

এই বেদনাদায়ক ঘটনার পর প্রথম যে যিনি এই সব তথ্য একত্রিত করেন [রুশ ভাষায়], তিনি হচ্ছেন গুডভিন্স। তিনি লাইভ জার্নালের রু-হকি কমিউনিটিতে তা পোস্ট করেন।

কন্টিনেন্টাল হকি লীগের সভাপতি আলেকজান্ডার মেদভেদেভ, এক হৃদয় ছুয়ে যাওয়া ভিডিও বিবৃতি রয়েছে, যেখানে তিনি এই বিমান দুর্ঘটনার কথা ঘোষণা করেন। প্রায় অজস্র ব্লগার আলেকজান্ডার মেদভেদেভ-এর এই উদ্ধৃতি প্রদান করেছে। তিনি ইউএফএ-এর বরফের স্কেটিং-এর এলাকায় এই দলের সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় তার শোক প্রকাশ করেন এবং শোক প্রকাশের জন্য এক মিনিট নিরবতা পালনের প্রস্তাব করেন।

http://www.youtube.com/watch?v=4YwWVDuLh6w

পরবর্তীতে, মেদভেদেভ আবার দৃশ্যমান হন, এতে দেখা যায় তিনি তার আবেগ সম্বরণ করতে পারছেন না, তিনি ঘোষণা দেন যে এবারের কন্টিনেন্টাল হকি লীগের প্রথম খেলাটি বাতিল করা হয়েছে।

রুশ বিমান পরিবহণের ক্ষেত্রে-২০১১ সাল হচ্ছে সবচেয়ে বিপজ্জনক বছর।

জানুয়ারী, ২০১১ থেকে এ পর্যন্ত রাশিয়ায় ভয়াবহ ৬ টি বিমান দুর্ঘটনা ঘটেছে , আর এর ফলে নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণের বেশ কিছু জোরালো এবং রাশিয়ার বিমা সংস্থার সেকেলে এবং অনিরাপদ বিমান সমুহকে বাতিল করে দেবার দাবী উঠেছে।

ইউজার গ্রোজ্জা ব্যাখ্যা করেছে [রুশ ভাষায়]:

Сколько это будет продолжаться????????? ????Я плачу!!!!!!!!!!!!!!!!!!Вашу мать когда мы будем думать о безопасности перелетов?????????? Жизнь одна!!!!

আর কত এ রকম ঘটনা বার বার ঘটতে থাকবে???? আমার চোখ বেয়ে অশ্রু বেয়ে পড়ছে!!!! সব কিছু গোল্লায় যাক, কখন আমরা নিরাপদ বিমান যাত্রার কথা ভাবব????? জীবন যে একটাই!!!!

আভাস্ট৮৫ লিখেছে [রুশ ভাষায়]:

Блин как же так в 21 веке……. Е..чее правительсво неужели нельзя нормальные самолёты пускать в полёт(((((

সব কিছু গোল্লায় যাক, একবিংশ শতকের এ এক দুঃখজনক ঘটনা ……সরকার কি সাধারণ একটা বিমান তাদের জন্য বন্দোবস্ত করতে পারেনি ((((

তবে ট্রেবলাইন নিশ্চিত, বিমানের কারণে নয় বরঞ্চ বিমান চালকের ভুলের কারণে এ ঘটনা ঘটেছে:

Хотя тут ошибка пилота судя по СМИ.
Як -42 один из самых надежных в мире.
Тем более тут ВИП самолет,за которым следят по полной.

প্রচার মাধ্যম থেকে পাওয়া সূত্রানুসারে, বরঞ্চ বিমান চালকের এক ভুল এই দুর্ঘটনা ঘটেছে। ইয়াক-৪২ হচ্ছে বিশ্বের অন্যতম এক নির্ভরযোগ্য বিমান। এছাড়াও এটা ছিল বিশেষ বিমান যা মূলত গুরুত্বপুর্ণ কাজে ব্যবহার হয়ে থাকে।

নিউওয়ার্ল্ড ২০১১, বলছে [রুশ ভাষায়] যে এই দুর্ঘটনার ক্ষেত্রে বিমান চালকের ভুল অনেক গুলো কারণের একটি কারণ মাত্র, এবং একই সাথে বিমান এবং অবতরণ ক্ষেত্র এই দুর্ঘটনায় প্রভাব রেখেছে।

অভিযোগের আঙ্গুল কার প্রতি?

অভিযোগের আঙ্গুল দ্রুত রাজনৈতিক নেতাদের প্রতি নির্দেশিত হতে থাকে, মূলত যোগাযোগমন্ত্রী ইগর লেভিটিনের প্রতি অভিযোগ করা হয়। তিনি ২০০৪ সাল থেকে যোয়াযোগ মন্ত্রীর পদে আসীন এবং ১৫ টি বড় আকারের দুর্ঘটনা সত্ত্বেও তার রাজনৈতিক আসন অক্ষত রয়েছে, এর অন্যতম হচ্ছে ২০১০ সালে পোল্যান্ড সরকারের ৯৬ জন গুরুত্বপুর্ণ ব্যক্তিকে নিয়ে উড্ডয়নের সময় এক বিমান দুর্ঘটনায় পতিত হওয়া

ব্লগার কেওয়াই৩নেকফ লিখেছে [রুশ ভাষায়]:

Левитин железный человек. Столько катастроф, а он все так же сидит в своем кресле.

লেভিটিন এক লৌহ মানব। এতগুলো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু এখনো সে তার গদিতে আসীন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .