ভারত: দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণে ৯ জন নিহত

আজ সকালে দিল্লি হাইকোর্ট ভবনের সামনে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা বিস্ফোরণে অন্তত ৯ জন ব্যক্তি নিহত এবং প্রায় ৫০ জনের বেশি নাগরিক আহত হবার সংবাদ পাওয়া গেছে। আপাতত মনে হচ্ছে এক একটি সুটকেসের ভেতরে এক উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা রাখা হয়েছিল, তবে প্রকৃত রহস্য বের করার জন্য তদন্ত জারী রয়েছে। এই ঘটনায় নেট নাগরিকরা বিস্ময় এবং ক্ষোভের সাথে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

@আদিত্যপাটোয়ারী – দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণ! নিরাপত্তা সংস্থা সমূহের এক ক্রমাগত ব্যর্থতা ! #দিল্লি #বিস্ফোরণ #ভারত http://goo.gl/fb/Qu4Kt

@আদিত্যপাটোয়ারী : কেন বিস্ফোরণের পর সতর্কতা জারী করা হল? নিরাপত্তা সংস্থা কি বিস্ফোরণের আগে সর্তক থাকতে এবং দিনটিকে রক্ষা করতে পারে না? #দিল্লি #ব্লাস্ট #ভারত

@শেখরকাপুর: দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণের মৃতের সংখ্যা ক্রমেই বাড়ার সংবাদ আসছে, এক ভয়াবহ বিপর্যয়, আরো একবার সন্ত্রাস ভারতকে আঘাত করল।

@এওয়াইএস৭: দিল্লি হাইকোর্ট-এর বাইরে বোমা বিস্ফোরণ……সন্ত্রাস আরো একবার আঘাত হানল!!

দিল্লির হাইকোর্ট ভবন। ছবি ফ্লিকার-এর রমেশ লালওয়ানির ( সিসি বাই- এনসি ২.০)

দিল্লির হাইকোর্ট ভবন। ছবি ফ্লিকার-এর রমেশ লালওয়ানির ( সিসি বাই- এনসি ২.০)।

নেট নাগরিকরা টুইটারে অজস্র প্রশ্ন করেছে:

@আইআরএফহাবিব: সরকার বলছে যে আজকের বিস্ফোরণ সম্বন্ধে তাদের কাছে কোন তথ্য ছিল না, মে ২০১১-এ, যে ছোট আকারের বোমা বিস্ফোরণ হয়েছিল, দিল্লি পুলিশকে জাগিয়ে তোলার জন্য সেটাই কি যথেষ্ট ছিল না?

@ফাল্গুনি: দিল্লিতে বোমা বিস্ফোরণের ঘটেছে এই সংবাদ শুনলাম, কেন এ ধরনের সংবাদ শোনার অভ্যাস হয়ে যাচ্ছে এবং প্রতিবার যেন প্রতিক্রয়া প্রদর্শনের পরিমাণ ক্রমশ: কমে আসছে?

@ঘাজালওয়াহাব: সরকার দিল্লি হাইকোর্ট-এর সমানে বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছে, সরকার যেন এটাই করতে পারে, অথবা সরকার-এর চেয়ে বেশী কিছু করতে পারে না?

@কার্থি: যদি দিল্লির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা দিল্লিকে# বোমা বিস্ফোরণের হাত থেকে রক্ষা করতে না পারে, তাহলে তার কি ভাবে অন্য সব এলাকাকে নিরাপত্তা প্রদান করবে।

@সাতিইয়ামনিশ: দিল্লিতে আবার বোমা বিস্ফোরণ ঘটল…ভয়াবহ বিষয়, আমাদের সরকার কখন শিক্ষা গ্রহণ করবে।

এই ঘটনায় সবাই প্রার্থনা এবং মন্তব্য করেছে:

@জিতেশপিল্লাই: দিল্লি হাইকোর্ট-এর সামনে বোমা বিস্ফোরণে যারা নিহত হয়েছে তাদের জন্য নিরবে এক প্রার্থনা করছি। নিহত এবং আহতদের জন্য প্রার্থনা করছি। আমি অত্যন্ত দুঃখিত।

@আসাজকেকে: দিল্লিতে আরো একবার বোমা বিস্ফোরণ ঘটল! বেদনার্ত এবং বিরক্ত!

@টেস্টআরটেস্টেড: ২০১১ সালে ইতোমধ্যে ভারত দশম বোমা বিস্ফোরণ উদযাপন করল। অভিনন্দন! এ ভাবে দিন কেটে যাবে #দেলহি হাইকোর্ট #দেলহিব্লাস্ট #কংগ্রেস

@জানেমানা: দিল্লিতে বোমা বিস্ফোরণ! শীঘ্রই স্বরাষ্ট্রমন্ত্রী জাতীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। আশা করি সরকারে গোয়েন্দা বিভাগ যে এই বিষয়ে কোন ধারনা লাভ করতে ব্যর্থ হয়েছে তার দায়িত্ব মাথায় নিয়ে তিনি পদত্যাগ করবেন।

এছাড়াও ব্লগাররা এই ঘটনায় কাজে নেমে পড়েছে। তারা হেল্পলাইন বা সাহায্য সংস্থার নম্বরগুলো টুইট, ব্লগ করছে। এদিকে এখনো অন্যরা নাগরিকদের অনুরোধ করছে যেন তারা জরুরী প্রয়োজন নয়, এমন কাজে আজকের জন্য বিকল্প যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, যাতে ফোন লাইনগুলোকে ফ্রি রাখা যায়।

@মিহিরবিজুর: যদি আপনি দিল্লিতে বাস করে থাকেন, তাহলে প্রথম যে কাজটি আপনি করতে পারেন, সেটি হচ্ছে ফোন লাইনগুলোকে জ্যাম বা ব্যস্ত না করে ফেলা। এর জন্য এসএমএস/ই-মেইল/ ফেসবুক/ টুইটার-এর মাধ্যমে যোগাযোগ করা। #দেলহিব্লাস্ট পিএল আরটি

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .