আফ্রিকাঃ টুইটারে আফ্রিকা দিবস উদযাপন

প্রতি বছর ২৫ মে তারিখে আফ্রিকা দিবস পালন করা হয়, ১৯৬৩ সালে ২৫ মে তারিখে অরগানাইজেশন অফ আফ্রিকান ইউনিয়ন ইউনিটি নামক সংগঠনের (ওএইয়ু) প্রতিষ্ঠার দিনটি স্মরণে এই দিবসটি পালন করা হয়ে থাকে। ২০০২ সালে ওএইয়ু তার নিজস্ব উত্তরসুরি সংগঠন আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠা করে।

আফ্রিকা দিবস-এর নাম এবং তারিখ আফ্রিকার একতাকে উদযাপন করার জন্য গ্রহণ করা হয়েছে। এ বছর আফ্রিকা দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আফ্রিকা এবং প্রবাস।

আফ্রিকা দিবসের বিভিন্ন তথ্য

#আফ্রিকাডে নামক হ্যাশট্যাগের মাধ্যমে টুইটারকারীরা আফ্রিকা দিবস উদযাপন করছে। আসুন আফ্রিকা দিবসে আফ্রিকা সম্বন্ধে কিছু তথ্য জানি।

@অক্টোপুশিস্টঃ : বিশ্বের সাতটি মহাদেশের মধ্যে আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের স্থলভাগের প্রায় ২২ শতাংশ ভূমি আফ্রিকার।

@সলিডগেম:আফ্রিকার সবচেয়ে নিম্নতম স্থান-জিবুতির লেক আসাল। যা সমুদ্র পৃষ্ঠ থেকে ৫১৫ ফুট নীচে (১৫৫ মিটার) অবস্থিত।

@কেপভার্দেএক্সপ্রে: আরটি@মো_দি_হো: বিশ্বের সেরা গণতান্ত্রিক রাষ্ট্রের তালিকায় আফ্রিকার চারটি রাষ্ট্র রয়েছে; মরিশাস (২৫) দক্ষিণ আফ্রিকা (২৯) বোতসোয়ানা (৩৬) কেপ ভার্দে (৩৯)

@Luyanda_Peter received a t-shirt made in China to celebrate Africa Day. Photo courtesy of Twitter user @Luyanda_Peter.

@লুয়ান্ডা পিটার একটি টি-শার্ট পেয়েছে যা আফ্রিকা দিবস উদযাপনের জন্য চীন তৈরি করেছে। ছবি টুইটার ব্যবহারকারী @লুয়ান্ডা_পিটারের সৌজন্যে পাওয়া।

দিনের উক্তি

@ম্যাকজর্ডান কাওয়ামে নক্রুমার এক উক্তি দিয়ে আফ্রিকা দিবসটি উদযাপন করছে:

“আমি এক আফ্রিকান, আফ্রিকায় জন্মগ্রহণ করার কারণে আমি আফ্রিকান নই; আমি আফ্রিকান,কারণ আফ্রিকা আমার মধ্যে জন্মগ্রহণ করেছে- কাওয়ামে নক্রুমা।http://is.gd/gRuUdA/

@সেন্টলেটস উদ্ধৃত করেছে ফ্রাঞ্জ ফেনন এর লেখা থেকে:

ফ্রাঞ্জ ফেননের মতে, প্রত্যেক প্রজন্মকে অবশ্যই তাদের লক্ষ্য স্থির করতে হবে, হয় সেই লক্ষ্যকে পুরণ করতে হবে নতুবা বিশ্বাসঘাতকতা পূর্বক এটিকে পরিত্যাগ করতে হবে। #আফ্রিকাডে

@আলুভিয়াইউনেস প্যারিস হিলটনের উদ্ধৃতি প্রদান করেছে:

“সাধারণভাবে বলা যা আমি আফ্রিকাকে ভালোবাসি। দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিম আফ্রিকা, দুটি দেশই অসাধারণ-প্যারিস হিল্টন।

@রুটলেজ-এ্যাজ এভাবে আফ্রিকা দিবস উদযাপন করেছে:

#আফ্রিকা দিবসকে উদযাপন করার ক্ষেত্রে আমরা আপনাদের বিনে পয়সায় সেই সব গুরুত্বপুর্ণ প্রবন্ধে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছি যে সব প্রবন্ধ আফ্রিকাকে নিয়ে।http://bit.ly/kvNOFy

@চারকেন্টির কাছে আফ্রিকা একটা ছন্দ:

কেইটা, মাকেবা, মাসেকেলা, দুবে, লে নুবিয়ান, কোইটে, দি কুটি’স, এন্ডোউর, কানান, আমাদৌ এন্ড মারিয়াম… আফ্রিকা একটা ছন্দ।

আপনার চোখে আফ্রিকার সবচেয়ে সুন্দর জায়গা কোনটি? @নিকিমাপোমা জিজ্ঞেস করছে:

@গ্রেটওয়েম্যাগাজিনের সাথে আমি একমত: আজ#আফ্রিকাডে!আপনার চোখে আফ্রিকার সবচেয়ে প্রিয় জায়গা কো্নটি?>#ভিক্টোরিয়াফলস#জাম্বিয়া

আফ্রিকার কোন জিনিসটিকে আপনি সবচেয়ে ভালোবাসেন?

বন্ধুগণ শুভ #আফ্রিকাদিবস :-), এই সুন্দর মহাদেশের সম্মানে গুগুল অসাধারণ সব ডুডল তৈরি করেছে। আমরা যে মহাদেশে বাস করি তার কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন?

@ম্যাসভি১২ বিস্মিত, এই দিবসটি উদযাপন করার কি কিছু আছে?:

আমারা কি গণতন্ত্রকে উদযাপন করছি এবং কালো বর্ণের রাষ্ট্রপতি নির্বাচিত হবার বিষয়টিকে, যারা ক্রমশ ধনী হচ্ছে, এদিকে সে সব দেশের জনতা ক্রমে গরীব হচ্ছে?

@নেইজাহিষ্ট্রি স্মরণ করছে তাজউদ্দিন আব্দুলরাহমানকে:

#তাজউদ্দীন আব্দুলরাহমানকে স্মরণ করছি, #মে২৫#আফ্রিকাডে-তে সংগঠকদের ভুলে যাওয়া উচিত নয়।

@স্মার্টেস্ট_এ্যালেক সবাইকে আফ্রিকা দিবসের সঙ্গীত শোনাচ্ছেন:

আফ্রিকাকে অবশ্যি জেগে উঠতে হবে- নাস এবং ড্যামিয়ান মারলে,কানানকে উদ্দেশ্য করে গান গাইছে#আফ্রিকাডে। http://bit.ly/kL88Qm

@ইমাকোঅপারেটর আফ্রিকার নাগরিকদের স্মরণ করিয়ে দিচ্ছেন তারা যেন আফ্রিকার নাগরিকদের বেদনাদায়ক বিষয়ের কথা ভুলে না যায়:

আফ্রিকার নাগরিকদের জন্য বেদনাদায়ক বিষয় হচ্ছে তারা লটারি জেতার স্বপ্ন দেখে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এর জন্য তারা কোন টিকেট কিনে না-লুমুম্বা

একজন আফ্রিকান হওয়া বলতে কি বোঝায়?

আফ্রিকা দিবসটিকে চিহ্নিত করার লক্ষ্যে আফ্রিকার নাগরিকরা, একজন আফ্রিকান হওয়া বলতে কি বোঝায়? প্রশ্নের উত্তর দিয়েছে। এই প্রশ্নের উত্তরের জন্য #টুবিআফ্রিকান নামক হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

@একাওউ_কিউ_জনসন:#টুবিআফ্রিকান মানে হচ্ছে দাতে ফাঁক থাকা সত্বেও কাউকে আকর্ষনীয় দেখানো

@রোজবেলকে:#টুবিআফ্রিকান হচ্ছে এমন এক বান্দা যে, চিকিত্সা বিভাগে কর্মরত এবং সেখানকার পোশাক পড়া যে কোন পুরুষকে ডাক্তার এবং একই বিভাগের একই পোশাকের নারীদের নার্স বলে সম্বোধন করে।

@কোকো_জানু্যারী:#টুবিআফ্রিকান হচ্ছে গর্বের সাথে গাল ফোলানো, যখন যত ছোট হোক না কেন আপনার রাষ্ট্র কোন ভালো কিছুর সাথে যুক্ত এই সংবাদে।

@ডেলালোরম : আরটি@গারিয়ালস্মিথঃ#টুবিআফ্রিকান হওয়া মানে কোন কিছু অনুভব না করে ঘন্টার পর ঘণ্টা খালি পায়ে ফুটবল খেলা।(ভায়া@রোয়ি_০০৭)

@আইডোন্টফিয়ারহু #টুবিআফ্রিকান মানে করো বাড়িতে খালার আগমন এবং চলে যাওয়ার সাথে সাথে আপনার মায়ের জিজ্ঞেস করা “তোমার খালা তোমাকে কত টাকা দিল? আমি তোমার এই টাকা আমার কাছে রেখে দিচ্ছি, তা তোমার খাতে জমা রইল”।

@সু_চারফায়ারেস্ট: আরটি@ডাস্টাআক্রাঃআরটি@ইয়াস_মিন:#টুবিআফ্রিকান মান কোন এক দাওয়াতে পূরো পরিবার সহ হাজির হওয়া, যখন দাওয়াত মাত্র একজন ব্যক্তির জন্য।

@ওআই_ব্লাড:আরটি@গেট_আলওয়াইফ ℓ☺ℓ #টুবিআফ্রিকান এর আদতে কোন মানে তৈরি হয় না, যদি না ঠিক এই মূহুর্তে আপনার উঠানে কোন মুরগি বা কোন ছাগল না চড়তে থাকে……।”

@নাজু_ও: আরটি @কোকো_জানুযারি: #টুবিআফ্রিকান এর মানে আপনি আপনার পুরুষ বন্ধুকে বাড়ীর প্রবেশ পথ থেকে বিদায় দিচ্ছেন, কারণ আপনার পিতা এখন ঘরে..

@রুথাইন:#টুবিআফ্রিকান মানে চার্চ, গোরস্থানে,কিংবা মিটিং, ইত্যাদি স্থানে আপনার মোবাইল ফোন চালু রাখার অধিকার।

@রোজবেলকে:#টুবিআফ্রিকান মানে আপনার শিশুকে ব্যাপ্টাইজ (দীক্ষা দেওয়া) করতে নিয়ে যাওয়া+ আর অনুষ্ঠানের শুরুতে যাজক যে প্রশ্নটি করবে তা হচ্ছে, শিশুটিকে কি ব্যাপ্টাইজ করা হয়েছে?

@এম্বাবাজি_এনঃআরটি: @মোট_উই৮৬:#টুবিআফ্রিকান মানে হচ্ছে ১০০ বছর পর্যন্ত শাসন করে যাওয়া।

গ্লোবাল ভয়েসেস অনলাইন সবাইকে মাইটি আফ্রিকান-এর কবিতার সাথে আফ্রিকা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে:

একটা শিশুকে মানুষ করে তুলতে একটা গ্রামের প্রয়োজন
একটা গ্রাম গড়ে তুলতে একটা পুরুষ শিশুর প্রয়োজন
আর সবাইকে শিক্ষিত করতে একটা নারী শিশুর প্রয়োজন
এ সকল কিছু ঘটে আফ্রিকায়

একজন পুরুষের থেমে থাকা গাড়ি
অনেক পুরুষের সামাজিক কাজে লাগে
কারণ আপনারও অন্যকে প্রয়োজন
যখন আপনার নিজের গাড়ি আফ্রিকায় নষ্ট হয়ে পড়ে থাকে

এটা শীতকালে ঘটে না,
এবং গ্রীষ্মকালে বসন্ত আসে
মানুষজন হয়ত বৃষ্টিতে ভিজে যায়
কিন্তু জীবন এবং প্রাণ চাঞ্চল্য এখানে কখনো ফুরায় না

ট্যাঞ্জারিন লেবুর গাছ, ফুটবল মাঠ, আঁখ বিক্রেতা,
খুবই আলাদা, আবার একই রকম
কার আসলে মানচিত্রের প্রয়োজন? পথ কিংবা রাস্তা খুঁজে নেবার জন্য,
সকল চিহ্ন একই জায়গায়, এই আফ্রিকায়

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .