জাপান: আমার বাসভূমি ওনাগাওয়া, যাকে আমি এক সময় জানতাম

এই পোস্টটি জাপানের ভূমিকম্প ২০১১-এর উপর করা আমাদেরবিশেষ কাভারেজের অংশ

টুইটার ব্যবহারকারী @কোম্বু_এস তার নিজের শহর ওনাগাওয়া ত্যাগ করে সেনডাই-এ চলে যান। ওনাগাওয়া, মিয়াগি জেলার একটি শহর।
এখানে ভদ্রমহিলার প্রোফাইল প্রদান করা হল:

現在、宮城県女川町で見てきた範囲のみの情報をツイートをしています。※ツイート履歴を確認してください。※ 不安なのはとてもわかるのですが、私が見た範囲でしかわかりません。通ってない地区や個人の安否等はわかりません。車で第一保育所まで行き、総合体育館まで瓦礫の中を歩いて家族を迎えに行っただけです。
http://twitpic.com/photos/kombu_s

সম্প্রতি আমি মিয়াগি এলাকার, ওনাগাওয়ায় যা দেখেছি সেই বিষয়ে টুইট করছি। দয়া করে আমার টুইটারের সময়সূচি দেখুন। আমি বুঝতে পারছি যে সকলেই উদ্বিগ্ন, কিন্তু আমি কেবল যা দেখেছি, কেবল তার কথা জানি, সেই এলাকার কোন তথ্য আমার কাছে জানা নেই যেখানে আমি ছিলাম না, অথবা কোন ব্যক্তির অবস্থা কি তা আমার জানা নেই। আমি এক নাম্বার শিশু পরিচর্যা কেন্দ্র, ওয়ান ডে কেয়ার সেন্টারের দিকে গাড়ি চালিয়ে গেলাম এবং ধ্বংস স্তুপের মধ্যে দিয়ে আমার পরিবারের সদস্যদের আনতে জেনারেল জিমে গেলাম । http://twitpic.com/photos/kombu_s

নিরাপদে সেনডাই-এ পৌঁছার পর, ১২ মার্চে ফেরার পথে যে সব ছবি সে তুলেছিল, সেগুলো সে পোস্ট করেছে।

@kombu_s: ※リプライはしません。見たことしかしりません。普通の一般人が自分の家族を迎えに行っただけです。当然、他の個人の安否は名前や住所を聞いてもわかりません。今ツイートしてる本人は仙台にいます。ツイート履歴を見てください。 #onagawa #save_miyagi_onagawa

দয়া করে নোট করুন যে আমি টুইটারে প্রতি উত্তর করছি না। আমি কেবল যা দেখেছি, তার কথা জানি। আমি একজন সাধারণ ব্যক্তি যে তার পরিবারকে আনবার জন্য গিয়েছিলাম। আমার কাছ কোন তথ্য ছিল না। এমনকি যদি আপনি আমাকে কোন ঠিকানা বা নাম প্রদান করেন, তাহলেও আমার কাছে কোন তথ্য নেই। উক্ত ব্যক্তিটি সেনডাই থেকে এটি টুইট করেছেন। দয়া করে আমার সময়সূচি খেয়াল করুন। #ওনাগাওয়া #সেভ_মিয়াগি_ওনাগাওয়া।

নীচে নির্বাচিত ধারাবাহিকভাবে প্রকাশ করা কয়েকটি টুইট রয়েছে।

@কোম্বু_এস এর ভূমিকম্প সম্পর্কিত প্রথম টুইট ছিল ১০ মার্চ তারিখে করা:

地震で何回も起きたから眠いよー

ভূমিকম্প রাতে আমাকে আনেক বার জাগিয়ে তোলে, কাজেই আমি এখন ক্লান্ত।

১১ মার্চে ভদ্রমহিলা টুইট করেন:

@kombu_s: あ、生きてます けど街は死んでるし部屋もぐちゃぐちゃ

যাই হোক, আমি বেঁচে আছি, যদিও শহরটি মৃত, এবং আমার কক্ষটি তছনছ হয়ে গেছে।

তার পরবর্তী সবগুলো টুইট ১২ মার্চের পরে করা।

@kombu_s: 無事です。生まれ育った街が、家が、すべて波に流されました。写真は本来、住宅街だったところです。 http://twitpic.com/48q6zl

আমি এখন নিরাপদ। যে বাড়ীতে এবং শহরে আমি বেড়ে উঠেছি, তার সকল কিছু পানির তোড়ে ভেসে গেছে। আমার বাসগৃহ যে এলাকায় ছিল, এটি তার ছবি।

@kombu_s【RT希望】宮城県女川町についての情報です。地元民が本日現地に行きました。町は清水地区まで津波に流されほぼ壊滅状態です。避難した町民は総合体育館 に集まっています。町内がケータイ圏外の為、連絡することが不可能に近いです。繋がらないと不安にならず、ご家族の無事を信じてあげて下さい。

[দয়া করে আবার টুইট করুন], এটি মিয়াগি জেলার ওনাগাওয়া শহর সম্বন্ধে তথ্য। স্থানীয়রা আজ আক্রান্ত এলাকা পরিদর্শন করেছে। ঘর ছেড়ে আসা সকল ব্যক্তিরা জেনারেল জিমে আশ্রয় নিয়েছে। মোবাইলের মাধ্যমে কারো সাথে যোগাযোগ করা এখন এক প্রকার অসম্ভব ব্যাপার, যেহেতু সারা শহর জুড়ে মোবাইলের নেটওয়ার্ক নেই। এ ব্যাপারে উদ্বিগ্ন হয়ে লাভ নেই, কারণ আপনি সরাসরি তাদের সাথে কথা বলতে পারছেন না। কেবল বিশ্বাস করুন যে তারা ভালো আছে।

@kombu_s: 家族と仙台の私の家に戻りました。皆さんありがとうございます。ご心配をお掛けしてすみません。ここは電気のみ復旧してます。

আমার পরিবারে সাথে সেনডাই-এ আমাদের ঘরে ফিরে এলাম। আপনাদের ধন্যবাদ এবং আমি দুঃখিত যে আমি আপনাদের চিন্তার মধ্যে ফেলে দিয়েছিলাম। এখন এখানে বিদ্যুৎ রয়েছে।

@kombu_s: 地元女川町の情報を出来る限り流していくつもりです。もしよろしければ、可能な範囲でRTしていっていただけるでしょうか?苦手な方はリムお願いします。これを見てどうしても聞きたいことがある地元民の方はDMしてください。見た範囲、可能な範囲のみですが、対応します。

আমি আমার নিজের শহর ওনাগাওয়া সম্বন্ধে তথ্য প্রদান করতে চাই। আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, এটিকে যতটা সম্ভব পুনরায় টুইট করুন। যদি আপনি এই ধরনের তথ্য আর পেতে না চান তাহলে আমাকে অনুসরণ করা বন্ধ করুন। যদি আপনি স্থানীয় কোন বাসিন্দা হন, যার কোন প্রশ্ন রয়েছে, তাহলে সরাসরি আমাকে মেইল করুন। আমি যা দেখেছে, তার ভিত্তিতে প্রশ্নের উত্তর দেব।

@kombu_s: 女川駅の線路です。右奥にある白と緑の車両は第二小学校の下の墓場まで流されています。

এই হচ্ছে ওনাগাওয়া স্টেশনের রেললাইন। সাদা এবং সবুজ রেলের কামরাগুলো (কার) একেবারে প্রাথমিক বিদ্যালয়ের কাছে (এলিমেন্টারি স্কুল) যে সমাধি কেন্দ্র, সেখানে ভেসে এসেছে।

@kombu_s: 正午に総合体育館に到着。一中の体育館が屋根にひびが入って危険なため、生徒も含めそこに避難した人は全員総合体育館に移動したそうです。その時点では食糧や防寒対策が不足し、とても疲れた様子でぐったり横になっていました。 #onagawa #save_miyagi_onagawa

বিকেলের দিকে আমি জেনারেল জিমে এসে পৌঁছালাম। প্রাথমিক বিদ্যালয়ের (জুনিয়র স্কুল) ছাদে ফাটল ধরেছে, কাজেই যারা সেখান থেকে চলে এসেছে, তারা সকলেই জেনারেল জিমে চলে এসেছে। এখানে যথেষ্ট খাবার এবং কম্বল নেই। বেশির ভাগ লোক শুয়ে আছে, একেবারে ভিড়ে পরিপূর্ণ।

@kombu_s: 正午の時点の話ですが、被災してから食糧は汁物一杯と小さな羊羹を2~3人で分けるよう言われたとしか聞いていません。毛布ではなく、みんなカーテン?を巻いて寝ていました。個人的に物資の供給は十分ではないと思いました。 #save_miyagi_onagawa #onagawa

দুপুরের দিকে, আমি শুনতে পেলাম যে মিসো সুপের কাপ এবং প্যাকেট জেলি প্রদান করা হচ্ছে। ২-৩ জন ব্যক্তি মিলে তা ভাগাভাগি করে নিচ্ছে। সেখানে কোন কম্বল নেই। লোকজন সেখানে নিজেদের মুড়ে অবস্থান করছে, দেখে মনে হচ্ছে যেন তা এক পর্দা। আমি ভাবলাম যে, সেখানে যথেষ্ট পরিমান জিনিস সরবরাহ করা হয়নি।#সেভ_মিয়াগি_ওনাগাওয়া#ওনাগাওয়া

@kombu_s: 正直、熊野神社から下の風景を見た時は何も言葉が出ませんでした。涙が出てきたし、乾いた笑いが込み上げるだけでした。そのくらい悲惨な状態です。でも逃げ延びた人々は自分達よりも町の外の親戚や知人のことを心配していました。 #onagawa #save_miyagi_onagawa

কুমানো মন্দির (কুমানো শিরিন) থেকে যখন আমি প্রথম এলাকাটিকে দেখি, আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। আমার চোখ অশ্রুতে পূর্ণ হয়ে গিয়েছিল এবং আমার ভেতরে থেকে এক কাষ্ঠ হাসি বের হয়ে এলো। এটা ছিল ভয়ঙ্কর এক দৃশ্য। তবে যে সমস্ত ব্যক্তিরা এই এলাকা ছেড়ে যেতে সক্ষম হয়েছিল তারা তাদের শহরের বাইরে অবস্থিত তাদের আত্মীয় এবং বন্ধুদের জন্য উদ্বিগ্ন হয়ে পড়েছিল।

@kombu_s: その時点ではケータイも圏外、ワンセグも対象外の地域で見ることが出来ませんでした。ラジオのみでは詳細が分からず、女川から無事を知らせることも出来ないことにとても心を痛められていました。連絡出来ないので不安になるとは思いますが、ご家族を信じてあげて下さい。 #onagawa

এই অবস্থায় আমাদের মোবাইল ফোনগুলো কাভারেজের বাইরে ছিল এবং ১ সেজ আমাদের এলাকায় কাজ করছিল না। রেডিওর মাধ্যমে পাওয়া তথ্যে তেমন বিস্তারিত ছিল না, এবং আমার হৃদয় যন্ত্রণা কতার হয়ে পড়ে এই কারণে যে আমরা কাউকে জানাতে পারছিলাম না যে ওনাগাওয়ায় আমরা নিরাপদে আছি। আমি জানতাম যে ব্যক্তিগত ভাবে যোগাযোগের অভাব সবাইকে উদ্বিগ্ন করে তুলেছে, কিন্তু দয়া করে আপনারা আপনাদের পরিবারের উপর বিশ্বাস রাখুন।

@kombu_s: 毛布や暖房器具、食糧や水、あとはトイレ事情が最悪だったのでトイレットペーパー等、生きるのに必要な物資の供給があれば助かると思いました。あとはやっ ぱり情報が欲しいと思います。テレビもケータイも使えませんので。女川の外の状況を動画や写真で伝えてあげる手段があればいいと思うのです。

আমি চিন্তা করলাম যে আমরা ততক্ষণ নিরাপদ যতক্ষণ টিকে থাকার প্রয়োজনীয় উপাদান সরবরাহ হতে থাকবে: যেমন কম্বল, ঘর গরম করার যন্ত্রপাতি, খাবার, পানি এবং টয়লেট পেপার (বিশ্রামাগারের অবস্থা ভয়াবহ হয়ে ছিল)। এছাড়াও, আমরা আরো তথ্য চাইছিলাম! টেলিভশন এবং মোবাইল ফোন ব্যবহার উপযোগী ছিল না।

@kombu_s: というのも、どうしても田舎ですから、比較的高齢の方が多いので…ラジオや新聞じゃ耳が遠かったり目が見えずらかったりする方も多いとおもうので、映像っ て大事だと思います。災害掲示板や災害ダイヤルにしても、高齢の方にはややこしいと思うのです。そもそもその時は繋がらない状態だったのですが

(ক্রমাগত চলছে) এটা গ্রামীণ এলাকা এবং এখানে অনেক বয়স্ক লোকের বাস। এখানে ভিডিও প্রদর্শন জরুরী কারণ রেডিও বা সংবাদপত্র তাদের জন্য যথেষ্ট নয়, এর কারণ হচ্ছে তাদের অনেক চোখে কম দেখে এবং কানে কম শোনে। জরুরী সংবাদ তালিকা এবং জরুরী অবস্থায় ফোন করার পদ্ধতি বয়স্কদের কাছে বেশ জটিল বলে মনে হয়। অবশ্যই বলা যায়, সেই সময় তাদের সাথে আমাদের যোগাযোগ ছিল না।

@kombu_s: 祖母やその友人の方たちから、残酷な話もたくさん聞きました。ただそれは田舎特有の横のつながりで広がってきた話ですので、正確性に欠けるかと思いツイー トを控えています。実際不安からの想像もいくつかあると思いますので。ですが、そんな話も出ている、ということは事実です。 #onagawa

আমি আমার দাদি এবং তার বান্ধবীদের কাছ থেকে অনেক ভয়াবহ গল্প শুনেছি। এটা অনেকটা গল্পের মত যা ছড়াতে থাকে, যা একেবারে গ্রামীণ এলাকার আলাদা বৈশিষ্ট্য, আমি এই বিষয়ে টুইট করা থেকে বিরত থাকলাম, কারণ তা ঠিক হত না। আমি মনে করি কল্পনার একটা বড় অংশের মাঝে আতঙ্কের শেকড় গাঁথা থাকে। তবে বাস্তবতা হচ্ছে, এই ধরনের আলোচনা ঘটে থাকে।

@kombu_s: 女川病院から、マリンパル通り?下はマリンパルから女川高校へ登っていく坂で商店街だったところを撮影 実際歩いたとき生魚がたくさん落ちてました http://twitpic.com/48s41e

ওনাগাওয়া হাসপাতাল থেকে, আমি বাণিজ্যিক এলাকার রাস্তার ছবি তুলি, সে সময় আমি ওনাগাওয়া স্কুলের থেকে মারিনপাল রাস্তার এক ঢালের উপর উঠছিলাম। সে সময় আমি বাস্তবিক ভাবে রাস্তায় ছড়িয়ে থাকা তাজা মাছের উপর পা ফেলে হেঁটে গিয়েছি।http://twitpic.com/48s41e

@kombu_s: そういえば、体育館へ向かう途中、小さく火が出ているのを見ました。石巻で、11日夜に無理矢理女川へ向かった知人の方から、赤い光と煙がいくつか上がっ ているのを見たとも聞きました。何とかしたくても消火活動が行える状況ではなく、そのまま見過ごすしかありませんでした #onagawa

এখন আমি তা উল্লেখ করছি, যখন আমি জিমনেসিয়ামের পথে যাচ্ছিলাম, সে সময় পথে আমি সামান্য আগুন জ্বলতে দেখছিলাম। রাত ১১টায় আমি আমার এক বন্ধুর কাছে এই বিষয়ে শুনতে পেলাম, যে বিপদ সত্বেও ওনাগাওয়ায় গিয়েছিল, সে বলল যে, সে লাল বাতি জ্বলতে এবং ধোয়া উঠতে দেখেছে। যদিও সে কিছু একটা করতে চাইছিল, কিন্তু এই পরিস্থিতি কাজের উপযুক্ত নয়। কাজেই সে সেই এলাকা অতিক্রম করল এবং সামনে এগিয়ে গেল।

@kombu_s: 指入ってる>< 熊野神社から女川病院への階段下りたらいきなりこんな感じでした…街灯も根本から折れてた http://twitpic.com/48sk5z

ওহ! ছবির উপর আমার আঙ্গুল চলে এসেছে। কুমানো মন্দির থেকে ওনাগাওয়া হাসপাতালের দিকে যাবার সময় মন্দিরের সিঁড়িতে এই ঘটনার মুখোমুখি হলাম। রাস্তার ল্যাম্প পোস্টগুলোর গোড়ার অংশ বেঁকে গিয়েছিল।

@kombu_s: 解りづらいですが、女川病院に自衛隊のヘリが降りてきたところ 病院関係者が誘導してたみたいですが、病院の中は見てないのでどんな人達がいたかはわかりません http://twitpic.com/48sosz

যদিও এটা দেখাতে পাওয়া খুব কঠিন ছিল, কিন্তু এখানে প্রতিরক্ষা বিভাগের একটি হেলিকপ্টারের একটা ছবি রয়েছে যেটি ওনাগাওয়া হাসপাতালে নেমেছিল। হাসপাতালের কর্মচারীরা এটিকে গাইড করার চেষ্টা করে, কিন্তু হাসপাতালের ভেতরে কোন ধরনের ব্যক্তিরা রয়েছে তা আমি দেখতে পাইনি।

@kombu_s: 私たちが女川に着いた時にはいくつかの避難場所から総合体育館や第一保育所に移動している方々とたくさんすれ違いました。高齢者は多いけれど、お互いに助け合って、男性陣は女性や子供、お年寄りの避難の補助をされていました。本当に良い町です。 #onagawa

যখন আমরা ওনাগাওয়ার দিকে যাচ্ছিলাম, সে সময় প্রাথমিক আশ্রয় কেন্দ্র [বড় বড় আশ্রয় কেন্দ্র যেমন] জিম বা ডাইচি কিন্ডারগার্টেন ছেড়ে আসা ব্যক্তিদের অতিক্রম করছিলাম। সেখানে অনেক বয়স্ক নাগরিক ছিল, কিন্তু লোকজন একে অন্যকে সাহায্য করছিল। পুরুষেরা নারী, শিশু এবং ঘর ছেড়ে পালিয়ে যাওয়া বয়স্কদের সাহায্য করছিল। সত্যি এক সুন্দর শহর।#ওনাগাওয়া

@kombu_s: 言おうか言わまいか迷っていることがたくさんあって 不安にさせたくてツイートしているわけじゃないから、本当にどうしようって さっきの中学生についてもちょっと悩んだけど、無事でいてほしいからツイートしました 心配ですよね、不安ですよね、本当にごめんなさい #onagawa

আমার মাথার ভেতরে এত অনেক চিন্তা বয়ে যাচ্ছে যে আমি নিশ্চিত নই, আমি সেগুলো সম্বন্ধে বলব কি না, আমি শঙ্কাকে টুইট করছি না, কাজেই এটা আমাকে বিস্মিত করে, যে আসলে কোনটি সেরা কাজ। আমি দ্বিধান্বিত ছিলাম যে আমি কি আসলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কথা উল্লেখ করব [এর আগের এক টুইটে যাদের কথা উল্লেখ করেছি] কিন্তু আমি এই বিষয়ে টুইট করেছি কারণ আমি আশা করি যে তারা এখন নিরাপদে রয়েছে। আমি আপনাদের ভয় এবং শঙ্কা সবাইকে জানালাম। সত্যি দুঃখিত।#ওনাগাওয়া

তার শেষ টুইটটি ছিল জাপানের মধ্যরাতের পরে করা।

@kombu_s: う、わたしも寝ておくかな… また何か思いだしたりリプ見て何か言えることあったら起きてから呟きますね~>< おやすみなさい!

ওহ, সম্ভবত আমার খানিকটা সময় ঘুমিয়ে নেওয়া উচিত। যদি আমি কোন কিছু স্মরণ করতে পারি, তাহলে আমি আগামীকাল টুইট করব। শুভরাত্রি!

এই পোস্টটি জাপানের ভূমিকম্প ২০১১-এর উপর করা আমাদেরবিশেষ কাভারেজের অংশ

ক্রিস সালজবার্গ এর সাথে যৌথ ভাবে এই পোস্টটি লেখা হয়েছে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .