ক্যামেরুন: আবিষ্কারক, প্রস্তুতকারক এবং নির্মাতা

আফ্রিগ্যাজেট ব্লগের একটি পোস্ট ভিডিওর মাধ্যমে আমাদের ক্যামেরুনের কয়েকজন কারুশিল্পী এবং কারিগরদের দিকে মনোযোগ আকর্ষণ করছে। বিলি জিমারম্যান এর ২৭ মান্থস নামক ব্লগ “একজন প্রযুক্তিবিদের দৃষ্টিতে ক্যামেরুন” ক্যামেরুনের প্রযুক্তি বিষয়ক তথ্য সংরক্ষণ করছে।


ধাতুশিল্প শ্রমিকদের একসাথে কাজ করা (মেটালওয়ার্কার কালেকটিভ)ছবি বিল জিমারম্যানের,-এর সিসি/বাই-এনসি-এসএ

প্রথম যে কারিগরদের কথা আমরা তুলে ধরছি তারা হচ্ছে ‘কামার’। জিমারম্যান, ক্যামেরুনের মারোয়ার এলাকার অসাধারণ কারিগরদের সম্বন্ধে লিখেছেন। তারা ভাঙ্গা লোহার টুকরা গলিয়ে প্রয়োজনীয় সামগ্রী নির্মাণ করে। তারা আমদানিকারকদের চেয়ে অনেক কম দামে তা বিক্রি করতে পারে। তারা যেমন কোন জিনিষ হুবহু নকল করতে সক্ষম, তেমনি তারা একই সাথে একে আরো ভালো করে গড়তে সক্ষম এবং এর ডিজাইন উন্নত করে পারদর্শী। এমনকি নিজের যন্ত্রপাতি বানানোর ক্ষেত্রেও এমন পারদর্শিতা দেখায়; নীচে এক ভিডিও-তে এর এক উদাহরণ রয়েছে, যেখানে একটি বাইসাইকেলের চাকা তৈরি করা হয়েছে। যে তিনটি ভিডিও নীচে প্রদর্শন করা হচ্ছে, তার মধ্যে এটি প্রথম ভিডিও-টি।

বেশ কয়েক ডজন মানুষ, যারা বিশেষ কাজে দক্ষ, তারা একটি উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছে, সেটি হচ্ছে টুকরো লোহার স্তূপ থেকে সুন্দর যন্ত্রপাতি, স্টোভ, বা কোন যন্ত্রের প্রয়োজনীয় অংশ (পার্টস) তৈরি করা এবং স্থানীয় জনতার জন্য প্রয়োজনীয় সামগ্রী তৈরি করা। তরুণ শিক্ষার্থীরা এখানে কাজ শিখছে অথবা হাপর পরিচলনা করছে, কিংবা কোন যন্ত্রের হাতল বা অন্য কোন কাজের জন্য কাঠ-কে মাপ অনুযায়ী তৈরি করছে। এখানে যে সব যন্ত্র বানানো হয়, তার সবটাই হাতে তৈরি এবং এসব যে মানের, তাতে তাদের প্রশংসা করতে হয়।

জিমারম্যানের আরেকটি ভিডিও, যা তোলা হয়েছে ২০০৯ দক্ষিণ উত্তর ক্যামেরুনের লিম্বে নামক এলাকার কৃষি-সম্বন্ধীয় প্রদর্শনীর উপর তোলা, সেখানে এক কারিগর, তার হাতে তৈরি স্বল্প মূল্যের ডিম ফোটানোর যন্ত্র প্রদর্শন করছে:

একই প্রদর্শনীতে সে আরেকজন কারুশিল্পীর উপর হুমড়ি খেয়ে পড়েছেন, যার কাজ তার দৃষ্টি আকর্ষণ করেছে:

এই সকল কিছুর প্রদর্শন সত্ত্বেও, একজন ব্যক্তি এমন কিছু তৈরি করতে পারে, যেগুলোকে প্রায় এক স্বার্থক সৃষ্টি, কাজ, নিজস্ব ডিজাইন বলা যায় এবং সে বাঁশ দিয়ে মুগ্ধতা তৈরি করে। লোকুয়ামা কেটুফার বাঁশ দিয়ে সব যাদুকরী সামগ্রী নির্মাণ করেন, তিনি নিজেই নিজের কুটির শিল্প পরিচালনা করে থাকেন। তিনি তার কাজের বাইরেও এই বিষয়ে সবাইকে শিক্ষা দেবার কাজ শুরু করেছেন।

নীচের এই ভিডিওতে আপনি মনোযোগ আকর্ষণ করা এই কারুশিল্পীকে দেখতে পাবেন, যে পা থেকে মাথা পর্যন্ত বাঁশের তৈরি জিনিষ পরে রয়েছে। এখানে তার দুটি পণ্য দেখা যাচ্ছে: মোবাইল ফোন এবং ল্যাপটপ-এর বাক্স, যা কিনা বিশেষ ধরনের বাঁশ দিয়ে তৈরি।

জিমারম্যানের ব্লগ ২৭ মান্থস-এ- আপনারা এই বিষয়ে আরো পড়তে পারেন এবং ক্যামেরুনের অন্য সব শিল্প উদ্যোক্তাদের সর্ম্পকে জানতে পারেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .