আমেরিকা: ল্যাটিন আমেরিকায় কসপ্লে খেলা

কসপ্লে (কস্টিউম প্লে/ যেমন খুশী তেমন সাজ) হচ্ছে এমন এক অনুষ্ঠান, যেখানে অংশগ্রহণকারীরা তাদের প্রিয় চরিত্রের পোশাক এবং পরিচ্ছদ পরে নিজেদের উপস্থাপন করে। সাধারণত মাঙ্গা, এনিমে অথবা ভিডিও গেমসের চরিত্রের পোশাক পরে সবাই সাজে। সারা বিশ্বে কসপ্লে নামক খেলার অজস্র অনুসারী রয়েছে এবং ল্যাটিন আমেরিকা তার ব্যতিক্রম নয়।

এর খেলার অনুসারীদের প্রবল ভক্তি ( যারা কসপ্লেয়ার) কেবল তাদের পোশাকের মধ্যে দিয়েই প্রতিফলিত হয় না, একই সাথে তা তাদের কসপ্লে এবং নিজস্ব ব্যক্তিগত ব্লগ, ফেসবুক, ফ্লিকার এবং টুইটারের মাধ্যমে নিজস্ব অভিযানের বর্ণনার মধ্যে দিয়ে প্রদর্শিত হয়।

কসপ্লে গুয়াতেমালা। ছবি জোসে ফার্নান্ডো, ফ্লিকার-এর সামমন বাকা। ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন-শেয়ার এলাইক ২.০ জেনেরিক লাইসেন্স অনুসারে ব্যবহার করা হয়েছে।

কসপ্লে আসলে কেবল একটি নির্দিষ্ট পোশাক পরার চেয়েও বেশি কিছু। কো্স্টা রিকা থেকে প্রকাশিত হওয়া ওয়েব সাইট ইমপেরিয় এনিমে-তে [স্প্যানিশ ভাষায়], মিরোকু ব্যাখ্যা করছে, কসপ্লে আসলে কি [স্প্যানিশ ভাষায়] এবং এই খেলার কারণ কি, তিনি বিষয়টিকে পরিষ্কার করছেন:

Aunque no todo es vestirse; no. No se puede olvidar la parte ‘play’ de CosPLAY.
Gran parte de todo esto es pretender ser ese personaje al que se esté interpretando. Esto también es muy importante, además de divertido. Aunque solamente sea para una foto, o durante todo el evento o fiesta, o incluso para alguna dramatización; sin olvidar lo entretenido que puede resultar.

বিষয়টি কেবল পোশাক পরার মধ্যে সীমাবদ্ধ নয়; না তা নয়। আমরা কসপ্লের খেলার মূল অংশটিকে বাদ দিতে পারি না। এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, যে চরিত্রের পোশাক পরে তার ভূমিকায় নামা হয়েছে, তার চরিত্রকে ধারণ করার চেষ্টা করা। এই খেলায় কেবল মজা করা ছাড়াও, এই বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ। এমনকি, যদি তা কেবল ছবি তোলার জন্য হয়, অথবা সকল অনুষ্ঠান বা পার্টির জন্য, অথবা কেবল এক নাটকীয়তার জন্য; তখন এই খেলা কতটা মজার তা ভুলে না গিয়ে বোঝা যায়, সেটি কতটা প্রয়োজনীয়।

কসপ্লে পানামা। সেইলর মুন। ছবি ফ্লিকার ব্যবহারকারী তুলিও-র। ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন-নন কর্মাশিয়াল-নন ডিরাইভস ২.০ জেনেরিক লাইসেন্স এর অধীনে তা ব্যবহার করা হয়েছে।

ব্লগ কসপ্লে ইকুয়েডর এলিটে [স্প্যানিশ ভাষায়] কসপ্লে খেলার প্রচারণা চালায় এবং সারা বিশ্বের বিভিন্ন কসপ্লে খেলোয়াড়ের সাক্ষাৎকার গ্রহণ করে। এর লেখক, অন্যদের মধ্যে ইতালি, ফ্রান্স, মেক্সিকো, আর্জেন্টিনা, পানামা, পেরু এবং চিলির কসপ্লে খেলোয়াড়ের সাক্ষাৎকার গ্রহণ করেছে। এই সমস্ত সাক্ষাৎকারে কেউ কেউ এই বিষয় সম্বন্ধে ধারণা প্রদান করেছে, এর সাথে যে সব কাজ যুক্ত তারা তা জানিয়েছে, এবং কসপ্লে খেলোয়াড়দের পেছনে যে উদ্দীপনা কাজ করে, তার বিবরণ প্রদান করেছে। এ সাইট থেকে আপনি জানতে পারবেন, খেলোয়াড়দের খেলার পেছনে পারিবারিক সমর্থন কেমন এবং যখন এর সংগ্রহশালায় কাপড়ের পরিমাণ বেড়ে যায় তখন এই সমস্ত কসপ্লের কাপড় সংরক্ষণ করা যে কতটা জটিল, সে সব বিষয়।

যে সব ব্লগ এবং ওয়েব সাইট কসপ্লের জন্য নিবেদিত, তারা এই সম্প্রদায়ের কিছু বিষয় উত্থাপন করেছে।

কোস্টা রিকায় ব্লগ কসপ্লে ডে কোস্টা রিকা[স্প্যানিশ ভাষায়], লিখেছে, গত বছর এই খেলায় মানবিকতার অভাব দেখা দেয়, যা কখনো কোন কোন খেলোয়াড়ের মধ্যে দেখা যায়:

Ser un cosplayer de calidad, es un trabajo duro y que requiere mucho esfuerzo, nadie lo puede negar, pero últimamente algunos de estos cosplayer han tomado el titulo de *superiores* a otros cosplayer que no son tan buenos o si lo son pero simplemente quieren tratar de hacerse los importantes ante todos.

একজন মান সম্পন্ন কসপ্লেয়ারকে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে এবং এর জন্য অনেক প্রচেষ্টার দরকার। কেউ এই বিষয়টিকে অস্বীকার করতে পারে না। কিন্তু সম্প্রতি কিছু কসপ্লেয়ার, অন্য কসপ্লেয়ারদের চেয়ে “উন্নত” এই তকমা ধারণ করেছে। যারা খুব ভালো খেলোয়াড় নয়, অথবা হয়ত বা তারা তাই। কিন্তু খুব সাধারণ বিষয় হচ্ছে, তারা নিজেদেরকে অন্য সকলের চেয়ে আলাদাভাবে প্রদর্শিত করতে চায়।

তবে লেখক এখানে বিষয়টিকে পরিষ্কার করছেন এভাবে:

Hay muchos (por dicha son más) que son totalmente diferente; siempre se les ve escribiendo en los foros procurando hacer más emocionante el tiempo de espera de los aficionados que lo leen y anhelan con ansias los eventos, nunca niegan nada a nadie y lo mejor saben dar cumplidos a los otros participantes para así motivarlos más; creo que esa es la actitud que se debe tener ante las personas, que de cierta forma admiran el trabajo que los cosplayer realizan y mostrarce siempre agradecido ante ellos…
Nada Cuesta un Simple Gracias!! o sonreir ante los demas…

এখানে অনেক খেলোয়াড়র রয়েছে, যারা একেবারে আলাদা (সৌভাগ্যক্রমে তাদের সংখ্যাই বেশি); তারা সবসময় ফোরামে লেখে যাচ্ছে এই আশায় যে, এ সব লেখা পড়ে তাদের অনুসারীরা আরো বেশী উত্তেজনা লাভ করবে এবং তারা দারুণভাবে এই অনুষ্ঠানের অপেক্ষায় থাকবে, তারা কখনোই কারো কাছে কোন কিছু অস্বীকার করে না এবং এর সবচেয়ে সেরা বিষয়টি হচ্ছে, তারা অন্য অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদান করার জন্য তাদের প্রশংসা করতে জানে। আমি মনে করি এটা সঠিক মনোভাব, যা অবশ্যই অন্যদের প্রতি প্রদর্শন করা উচিত। এ রকম একভাবে তাদের কাজের প্রশংসা করা, যা কসপ্লেয়াররা করে থাকে এবং সবসময় তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে……
কাউকে খুব সাধারণ ভাবে ধন্যবাদ বলা বা অন্যদের দিকে তাকিয়ে হাসি দেওয়া, তেমন কঠিন কাজ নয়…

তাদের ব্লগের মাধ্যমে কয়েকজন কসপ্লেয়ার কি ভাবে তাদের পোশাক তৈরি করে, সেই বিষয়টি অন্যদের জানাচ্ছে। ব্লগ পানামা কসপ্লে টিউটোরিয়াল [স্প্যানিশ ভাষায়] -এর লেখক তার পোস্টে ব্যাখ্যা করেছে, কি ভাবে তিনি তার কসপ্লের মাধ্যমে কিছু গুণ অর্জন করেছেন। সর্বশেষ সংযোজন ছিল সোল ইটারের ড: স্টেইন এর চরিত্র [স্প্যানিশ ভাষায়], যেখানে কসপ্লেয়ারের উদ্ভাবন কুশলতার সহজেই প্রশংসা করা যায়, এই কারণে তাদেরকে এমনটা দেখাচ্ছে । যেমন উদাহরণ হিসেবে বলা য়ায়, কোহাকু (এই ব্লগ লেখকের ডাক নাম) ব্যাখ্যা করছে, কি ভাবে সে একটি স্ক্রুর মাথা তৈরি করেছিল, যা এই চরিত্রটি ব্যবহার করে:

কসপ্লে পানামা-ড: স্টেইন। ছবি ফ্লিকার ব্যবহারকারী তুলিও পার। এটি ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন-নন কর্মাশিয়াল-নন ডিরাইভস ২.০ জেনেরিক লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।

Para la cabeza del tornillo yo use un plato de corn flakes de mi casa XD porque se ajustaba al tamaño de mi cabeza, les recomiendo que usen algo que no los haga verse desproporcionados, pueden sacarlos de una lamina de cielo raso o foam como les parezca.

স্ক্রুর মাথার জন্য আমি আমার বাসার একটি এক্সডির এক সিরিয়াল বোল [ এক ধরনের বটি, একটি আবরণ হিসেবে] ব্যবহার করলাম, কারণ এর আকার আমার মাথার আকারের সাথে খাপ খায়, আমি আপনাদের এমন কিছু ব্যবহার করতে বলব না, যা পরলে আপনাকে মানাবে না। আপনারা এটিকে সেলিং টাইলস অথবা ফোম দিয়ে বানাতে পারবেন, যেটাই আপনার কাজে আসে তাই ব্যবহার করতে পারেন।

এছাড়াও পানামা থেকে কোনেকোটান [স্প্যানিশ ভাষায়] এবং আলাতারিয়াল কসপ্লে [স্প্যানিশ ভাষায়] নামক ব্লগ কসপ্লে সম্বন্ধে লিখেছে এবং এই খেলার ছবি, ভিডিও, কিছু কৌশল এবং কয়েকটি অনুষ্ঠানের দৃশ্য পাঠিয়েছে।

ব্লগ বলিভিয়া কসপ্লে [স্প্যানিশ ভাষায়] এবং মেইয়ো ব্লগ [স্প্যানিশ ভাষায়] একই সাথে কিছু ছবি প্রদর্শন করছে যা দেখাচ্ছে বলিভিয়ার কসপ্লের কর্মকাণ্ড এবং অনুষ্ঠান সমূহ।

মেইয়ো ব্লগ একই সাথে কসপ্লে কি ভাবে খেলতে হবে তার প্রশিক্ষণ প্রদান করছে [স্প্যানিশ ভাষায়] এবং এমনকি একটি জায়গায় সে দেখাচ্ছে কি ভাবে বুট ছাড়াই বুট বানাতে হয় [স্প্যানিশ ভাষায়], এই প্রশিক্ষণের উপর করা মন্তব্যে দেখা যাচ্ছে, ভদ্রমহিলার সৃষ্টিশীলতা অন্যদের সুবিধা প্রদান করছে এবং অনেক তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ভেনেজুয়েলার একটি ব্লগ আমাকসপ্লে [স্প্যানিশ ভাষায়] এই খেলার কিছু অনুশীলণ প্রদর্শন করছে। একই সাথে, কসপ্লে খেলার শুরু এবং কসপ্লে খেলোয়াড় হিসেবে বেড়ে উঠার বিষয়ে ভদ্রমহিলা এক বিনোদনমূলক বর্ণনা প্রদান করছে। তার ব্লগ [স্প্যানিশ ভাষায়] আমা বা মেরেকো ( এই কসপ্লেয়ারের ডাক নাম) একজন কসপ্লে খেলোয়াড়ের সুখ এবং সমস্যাকে তুলে ধরেছে: কসপ্লে খেলার উপাদান পাওয়ার সীমাবদ্ধতা. যথেষ্ট পরিমাণ টাকা না থাকা এবং সবকিছু শেষ করে তা নিযে তৃপ্তি হওয়া। তার শেষ লেখা [স্প্যানিশ ভাষায় ] প্রদর্শন করছে যে, কি ভাবে একটি দেশের অর্থনৈতিক বাস্তবতা জনতার স্বপ্ন এবং আকাঙ্খার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। আমা লিখেছে:

Pues si ._. cada vez se pone más difícil la cosa, y em doy cuenta que de verdad vivía en una burbuja ._. ahora estamos sin agua, sin luz, sin dinero y sin comida ._. quiero hacer mis cosplays pero ahora cada vez pienso más que no podré hacerlos

উত্তম, হ্যাঁ….প্রতিদিন সবকিছু আগের চেয়ে কঠিন হয়ে উঠছে এবং আমি উপলব্ধি করছি, আমি এক বুদবুদের মাঝে বাস করছি… এখন আমাদের ঘরে পানি নেই, বিদ্যুৎ নেই, টাকা নেই এবং [আমাদের] ঘরে খাবার নেই.. আমি আমার কসপ্লে খেলা চালিয়ে যেতে চাই, কিন্তু আমি অনুভব করছি যে, আমি আর তা চালিয়ে যেতে পারব না।

একই পোস্টে সে যোগ করে:

el futuro es tan incierto que me preocupa ._. y los planes que he hecho se han caído todos, siento como si no pudiera hacer más planes… ni siquiera tengo la menor idea de dónde estaré ni qué estaré haciendo dentro de 1 año… es suficiente para hacer que me preocupe

ভবিষ্যৎ এতটা অনিশ্চিত যে, আমি ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠছি.. এবং আমি যে সব পরিকল্পনা করেছি, তার সবকটি ব্যার্থ হয়েছে, এখন আমি ভাবছি, যদি আমার কোন পরিকল্পনা না থাকত… আমি জানি না, আগামী বছর কোথায় যাব এবং কি করব.. আমাকে উদ্বিগ্ন করার জন্য এ সবই যথেষ্ট।

কসপ্লে পেরু [স্প্যানিশ ভাষায়] আরেকটি বিশেষ ওয়েব সাইট এবং তারা এখানে পেরুতে অনুষ্ঠিত কসপ্লের ছবি এবং ভিডিও এবং একই সাথে বিভিন্ন কসপ্লের সাক্ষাৎকার গ্রহণ করেছ এবং বিভিন্ন আন্তর্জাতিক কসপ্লে অনুষ্ঠানের সংবাদ প্রদান করেছ। এছাড়াও গুইয়া কসপ্লে ডে টোডোস [স্প্যানিশ ভাষায়] পেরুর আরেকটি ব্লগ যারা কসপ্লে নামক খেলাটি সবখানে ছড়িয়ে দেবার জন্য কাজ করে যাচ্ছে এবং তারা এই খেলা নিয়ে অনুষ্ঠান প্রদর্শন করে এবং প্রতিযোগিতার ব্যবস্থা করে। খুব সম্প্রতি তারা মিস্টার কসপ্লে এবং কসপ্ল পারফরমেন্স (গ্রুপ) প্রতিযোগিতার ব্যবস্থা করেছিল

মেক্সিকোর ব্লগ এক্সোলিম্পো [স্প্যানিশ ভাষায়] অনেক বিষয় নিয়ে আলোচনা করে, যার মধ্যে এ্যানিমে, মাঙ্গা এবং কসপ্লে রয়েছে। এই সাইটি কসপ্লের সাথে সম্পৃক্ত, তারা এর সাথে যে সংষ্কার এবং নেতিবাচক প্রচারণা রয়েছ সে বিষয়ে লিখেছে। যে সমস্ত কাজ কসপ্লে খেলোয়াড়ের উপেক্ষা করবে, একই সাথে কসপ্লে খেলোয়াড়ের বিস্তারিত খুঁটিনাটি বিষয়ের উপর ভিত্তি করে এই সব রচনা লেখা হয়েছে । এই সমস্ত বর্ণনা দুটি পোস্টের মাধ্যমে প্রদান করা হয়েছে: কসপ্লে খেলা: সময় এবং অর্থের অপচয়? [স্প্যানিশ ভাষায়] এবং কসপ্লে: উন্মাদনা? [স্প্যানিশ ভাষায়]

কসপ্লে পানামা। ছবি ফ্লিকার ব্যবহারকারী তুলিওপ-এর। ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন-ননকর্মাশিয়াল ডিরাইভস ২.০ জেনেরিক লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে। .

যে সকল কসপ্লে খেলোয়াড়ের নিজস্ব ব্লগ নেই, এই বাস্তবতা সত্ত্বেও, এই সব লেখা প্রমাণ করে যে ল্যাটিন আমেরিকার সম্প্রদায়ের কাছে এই খেলা বেশ গুরুত্বপূর্ণ এবং এখানকার বিভিন্ন অঞ্চলে একনিষ্ঠ কসপ্লে খেলোয়াড় রয়েছে। কসপ্লে ইকুয়েডোর এলিট-এ [স্প্যানিশ ভাষায়] প্রকাশিত এক সাক্ষাৎকারে এটা পরিষ্কার ভাবে ধরা পড়ে যে, একজন কসপ্লে খেলোয়াড় তার চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কতটা পরিশ্রম করে। সব শেষে, বলা যায়, কসপ্লে খেলা কেবল একটা পোশাক পড়ার চেয়ে অনেক বেশী কিছু; একটি সফল কসপ্লে খেলোয়াড়কে প্রতিষ্ঠিত করার জন্য প্রচুর সৃষ্টিশীলতা, ধৈর্য্য এবং পরিশ্রম যুক্ত রয়েছে । একই সময়ে তাদের চরিত্র সম্বন্ধে শিক্ষা লাভের প্রয়োজন রয়েছে যাতে তারা তাদের দলগত খেলা প্রদর্শনের সময়।

কসপ্লে ভেনেজুয়েলা-নরুটারর্ডস-এর কর্মকাণ্ড। ছবি হেক্টর সেন-এর, যে ফ্লিকার ব্যবহারকারী জেনট্রা। ক্রিয়েটিভ কমন্স নন কর্মাশিয়াল-শেয়ার এলাকই ২.০ জেনেরিক লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।

খেলোয়াড়দের অনেকে এর পেছনে অনেক সময় ব্যয় করে, যেমনটা কিরেন তার পোস্ট; “কসপ্লে: সময় এবং অর্থের অপচয়?”-এ, [স্প্যানিশ ভাষায়] ব্যাখ্যা করেন। কসপ্লে খেলার বেশ কিছু সুবিধা রয়েছে, যা লোকজন কসপ্লে খেলার মধ্যে দিয়ে পেতে পারে; নতুন নতুন বিষয় সম্বন্ধে জানতে পারা, নতুন বন্ধু তৈরি করা, আনন্দ পাওয়া এবং জড়তা কাটানো।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .