আরব বিশ্ব: সুদান নামক রাষ্ট্রটির ভেঙ্গে যাবার ঘটনায় অশ্রু ত্যাগ

দক্ষিণ সুদানের স্বাধীনতার জন্য যে গণভোট এবং আজ তার বিচ্ছিন্ন হয়ে যাবার প্রক্রিয়া কিছু আরব নেট নাগরিকদের মাঝে এক উত্তেজনার সৃষ্টি করেছে। অনেকে উদ্বিগ্ন যে এটা হয়ত মধ্যপ্রাচ্যকে দমন করার এক প্রথমিক ধাপ। মাইক্রোব্লগিং সাইট টুইটারে তাদের প্রদান করা প্রতিক্রিয়ার কিছু অংশ এখানে তুলে ধরা হল।

মিশর থেকে হোসাম মোয়ানিস সাদ এই কারণে শোকার্ত যে, বেশির ভাগ আরব রাষ্ট্রই এখন খারাপ অবস্থায় রয়েছে:

آه يا مصر .. آه يا تونس .. آه يا سودان .. آه يا جزائر .. آه يا فلسطين .. آه يا عراق ..
آه يا أمة ..
হায় দুঃখী মিশর! হায় দুঃখী তিউনিশিয়া! হায় দুঃখী সুদান! হায় দুঃখী আলজেরিয়া! হায় দুঃখী ফিলিস্তিন! হায় দুঃখিনী ইরাক….

এনজিই গোহজলান, যার বাড়িও মিশর, তিনিও একই রকম আবেগের প্রতিধ্বনি করেছেন:

, , , , , , … রাষ্ট্রগুলোর মধ্যে মিল খেয়াল করেছেন কি?!

এবং সৌদি আরব থেকে ওমার আল আত্তাস এর সাথে যোগ করেছেন:

بدو من العراق و ذهبوا الي (اليمن… الجزائر .. و تونس) والان السودان الله يستر من الجاي
তারা ইরাক দিয়ে শুরু করেছে এবং এরপর একে একে শেষ করেছে (ইয়েমেন…আলজেরিয়া.. এবং তিউনিশিয়াকে) এবং এখন তারা সুদানকে ধ্বংস করছে! এরপর যা ঘটবে, তার হাত থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করে।

এদিকে মিশরীয় মোহাম্মেদ মানসোর বিস্মিত:

اخشى يوما ما ان نجد انفسنا فى مصر امام أزمة منطقة “أسيوط” و استفتاء انفصال جنوب مصر
আমি শঙ্কিত যে একদিন মিশরে আমরা আসউইত সঙ্কটের মুখোমুখি হব, এবং এ ক্ষেত্রে আবিষ্কার করব যে, দক্ষিণ মিশরকে আলাদা করার জন্য এক গণভোটের আয়োজন করা হচ্ছে।

সৌদি আরবের সাংবাদিক হাসান আল হার্থি চূড়ান্ত বিপর্যয় দেখতে পাচ্ছেন এবং তিনি টুইট করেছেন:

تقسيم السودان الخط الأول في خارطة الشرق الأوسط الكبير
বৃহত্তর মধ্যপ্রাচ্যের মানচিত্রের ক্ষেত্রে সুদানের বিভাজন হচ্ছে প্রথম পদক্ষেপ।

এবং মিশর থেকে আবদাররাহমান নাজ্জার যেন হতবাক:

اليوم سيقسم السودان و على الهواء مباشرة أمام نظرنا جميعاً… ولا أحد يبالي أو يهتم!!
আজকে সুদান দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, প্রচারের মাধ্যম এবং আমাদের সকলের সামনে.. এবং এই বিষয়ে কেউ যেন চিন্তিত নয়, অথবা এতে কারো কিছু আসে যায় না।

সবশেষে, সৌদি আরবের আসমা মাহমোদ আজকের দিনে দোয়া করছেন:

#sudan الله يكتب لك الخير ويحميك .. اليوم الحاسم
আল্লাহ যেন দেশটিকে (সুদান) রক্ষা করে….আজ এক ঐতিহাসিক দিন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .