দক্ষিণ কোরিয়া: স্পা মোঘল ইয়েনপিয়েং এর শরণার্থীদের পাশে এসে দাঁড়িয়েছে

গত সপ্তাহে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার জনসংখ্যা অধ্যুষিত ইয়েনপিয়েং দ্বীপের উপর সামরিক হামলা চালালে চার জন লোক মারা যায় এবং তা এই শহরটিকে এক ভূতড়ে নগরীতে পরিণত করে। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন স্থানে এসে আশ্রয় নেয় মরিয়া দ্বীপবাসী জন্য সাহায্যের প্রস্তাব আসছে।

উত্তর কোরিয়ার বোমা বর্ষণে ইয়েনপিয়েং দ্বীপটি বিধ্বস্ত হয়ে যাবার পর, এর বেশির ভাগ লোক নিজেদের বাড়িঘর ফেলে কাছের শহর ইনচিওন এ পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে সেখানে ১৩০০ নাগরিক, যারা গৃহহীন তাদের জন্য একজন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সম্প্রতি উদ্বাস্তু হয়ে আসা ইয়েনপিয়েং এর বাসিন্দাদের মধ্যে ৮০০ জন ইনস্পা ওয়ার্ল্ড নামক প্রতিষ্ঠানে বাস করছে, যা ইনচিওন এর সবচেয়ে সুবিধা সম্বলিত স্পা কেন্দ্র (এক ধরনের জল চিকিৎসা কেন্দ্র)। এই ঘটনার জন্য এর মালিক পার্ক উন গিউয়ের মহানুভবতাকে ধন্যবাদ। পার্ক খুব ভালোভাবে উদ্বাস্তুদের জন্য থাকার এবং খাবার ব্যবস্থা করে দিয়েছে, তার নিজস্ব খরচে এবং কোন ধরনের শর্ত যুক্ত না করে। এক সপ্তাহ ধরে তিনি তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে যাচ্ছেন। স্থানীয় সংবাদপত্র হিসেব করে দেখেছে যে উদ্বাস্তুদের আশ্রয় ও খাদ্য প্রদানে তার ব্যয় হবে প্রায় ১০০ মিলিয়ন ওন (৮৮,০০০ ডলার)। যদিও ত্রাণের জন্য অর্থ দানের প্রস্তাব এসেছে এবং অজস্র স্বেচ্ছাকর্মী এখানে কাজ করার জন্য ইচ্ছা প্রকাশ করেছে আবার অনেকেই সেখানে সাহায্যের জন্য অনেক ত্রাণ সংস্থা এসে হাজির হয়েছে, তারপরেও পৌরসভার কর্তাব্যক্তিদের ধীরগতির সাড়া প্রদানে অনেক কোরিয়ার নাগরিকরা অসন্তুষ্ট। যখন পার্ক একা নিজে সকল উদ্বাস্তুকে আশ্রয় দেবার ক্ষেত্রে হিমসিম খাচ্ছিল, তখন ইনচেওন পৌরসভার প্রশাসকরা কেবল এই প্রতিশ্রুতি প্রদান করে যে, তারা পার্কের এই খরচ পরে পরিশোধ করে দেব।

স্থানীয় প্রচার মাধ্যমের সূত্রমতে, এই প্রাণঘাতী সংঘর্ষের সংবাদ ছড়িয়ে পড়ার এক ঘন্টা পর, পার্ক তার ফোনটি নেয় এবং ইনচেওনের পৌর কর্তৃপক্ষকে নিজস্ব ব্যবস্থাপনায় উদ্বাস্তুদের সাহায্য করার প্রস্তাব প্রদান করে। স্পা ওয়ার্ল্ডের বিশাল এলাকা জুড়ে বিভিন্ন ধরনের স্পা বা জল চিকিৎসা প্রদান করা হয়। এটি বেশ আকর্ষণীয় এক ব্যবসা। এর মালিক সপ্তাহের ছুটির দিনে প্রায় ৩,০০০ এর মত গ্রাহক লাভ করে থাকেন। উদ্বাস্তুদের জায়গা দেবার কারণে পার্ক গ্রাহকদের কাছ থেকে অর্থ গ্রহণ করেননি এবং এমনকি এর ফলে অতিরিক্ত কর্মী ভাড়া করেন। পরে স্থানীয় প্রচার মাধ্যম এই বিষয়টি উন্মোচন করে [কোরিয় ভাষায়], যে সমস্ত উপকূল রক্ষী এবং স্বেচ্ছাসেবক চেওনানের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসেছিল, পার্ক তাদের জন্য দ্বার খুলে দিয়েছিল এবং এর জন্য তিনি কোন অর্থ গ্রহণ করেননি। সেই ঘটনা ৪৬ জন নৌ কর্মী নিহত হয়।

টুইটার ব্যবহারকারী @বারুনসারিও৬, যিনি প্রচার মাধ্যমে কাজ করেন, তিনি পার্কের এক বিশেষ সাক্ষাৎকার নিয়েছেন [কোরিয় ভাষায়]। তার এই সাক্ষাৎকারে পার্ক বলছেন, যদিও তিনি উদ্বাস্তুদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করে আনন্দিত, কিন্তু তারপরে আট দিন পার হয়ে গেছে এবং তার উপর চাপ অনেক বেশি হয়ে যাচ্ছে। ইয়েনপিয়েং উদ্বাস্তুদের জন্য বারুনাসরি প্রথম টুইট দাতব্য সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করেছে, যদিও এই অনুষ্ঠান ডিসেম্বরে ১৪ তারিখের আগে অনুষ্ঠিত হবে না, তারপরে এর জন্য তিন দিনে ৮ মিলিয়ন কোরিয়ান ওন জমা হয়েছে (৭,০০০ মার্কিন ডলার) এবং দক্ষিণ কোরিয়ার অনেক সেরা গায়ক, গায়িকা এবং তারকা উপস্থিত থাকবেন যার মধ্যে থাকবে দক্ষিণ কোরিয়ার কিংবদন্তীর রক গায়ক কিম জং সুহ, তারা আনন্দের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বারুনসরি টুইট করেছিল:

[연평도 주민을 위한 All기부콘서트]모든것이 제작비 0.올기부로 진행합니다. 장소 기부완료,기획진행 기부완료,중계 기부완료, 디자인 기부완료. 이곳에 참석해주실 가수나 연예인분 12월14일 저녁7시30분 신도림 테크노마트입니다. 함께해주세요

[ইয়েনপিয়েং বাসিন্দাদের জন্য দাতব্য সংগীতানুষ্ঠান] সবকিছু পুরোপুরি নির্ভর করছে জনতার দানের উপর ভিত্তি করে। যেখানে কনসার্ট হবে সেই স্থানটি একজন দান করেছেন, দাতব্য অনুষ্ঠানের প্রযোজনার বিষয়টি একজন দানে তৈরি, এটি যে সরাসরি প্রদর্শন করা হবে, সেই সুবিধাটি-এটি একজনের দানে, করা হবে, আর এর ডিজাইন-তা একজন দান করেছে। কোন গায়ক বা বিনোদনকারী যদি এই অনুষ্ঠানে যোগ দিতে চায় যা, ১৪ ডিসেম্বর, সন্ধ্যা ৭.৩০ মিনিটে সিন্ডোরিম টেকনো মার্টে অনুষ্ঠিত হবে, তাহলে দয়া করে আমাদের সাথে যোগ দিন।

চিকিৎসা সেবা প্রদান করার জন্য একদল ডাক্তার ইনস্পা ওয়ার্ল্ডে গিয়েছিলেন। কিম গিল উ ছবি সহ একটি প্রবন্ধ পোস্ট করেছেন যার শিরোনাম “ইনচেওন-এর ইনস্পা ওয়ার্ল্ডে”। ডাক্তার কাওন টায়ে-উক এবং ডাক্তার ডায়ে হুইয়ুন প্রথম দফায় ৬৬ জন প্রাপ্ত বয়স্ক রোগীকে সুস্থ করে তোলে, আমাদের প্রথমবার [সেই স্থানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সময়]”। এই প্রবন্ধের লেখক লি ডায়ে ইয়েওন লিখেছে:

밖에서부터 차량이 여기저기 혼잡스러웠습니다. 정문을 들어서니 여기저기서 도착한 각종 구호물품들이 곳곳에 눈에 띄었습니다. 들어가보니 촘촘하게 불편한 자리를 지키고 계신 연평도 주민분들이 보니, 저도 모르게 울컥했습니다[…]

[ইনস্পা ওয়ার্ল্ডের সামনে] এলাকাটি গাড়িতে পরিপূর্ণ ছিল। যখন আমরা মূল ফটক দিয়ে প্রবেশ করলাম, দেখলাম এখানে সেখানে ত্রাণ সামগ্রী পড়ে রয়েছে। যখন আমি প্রবেশ করলাম আমি ইয়েনপিয়েং দ্বীপবাসীদের মুখোমুখি হলাম, যারা সেখানে তারা গাদাগাদি অবস্থায় অস্বস্তিকর ভাবে বসে রয়েছে। হঠাৎ আমি এক তীব্র আবেগে আক্রান্ত হলাম।

진료소를 차리자마자 1주일이란 긴 시간을 불편한 자리에 계셨던 주민분들이 줄을 서서 접수를 하시기 시작하였습니다. 한분 한분 아프신 곳을 치료해드리다 보니 두시간이 훌쩍 가버리고 점심 시간이 되었습니다. 점심 때는 각지에서 보내주신 후원금으로 마련된 식사를 할 수 있었습니다[…]어느덧 정신 없이 진료를 하다보니 4시반이 훌쩍 넘어버리고, 66분의 환자분들이 다녀가셨습니다. 한편으로는 조금이나마 도움이 되서 기쁜 마음도 있었지만, 생활 터전을 잃어버리시고 찜질방에서 지내시는 주민분들을 생각하니 마음이 무거웠습니다.

যখন আমরা আমাদের (অস্থায়ী) চিকিসা সেবা কেন্দ্র খুললাম, তখন এখানে যারা এক সাপ্তাহের বেশি সময় ধরে অস্বস্তির সাথে বাস করছে, তারা লাইনে তৈরি করল এবং নিজেদের নাম নিবন্ধন করা শুরু করল। এক এক করে তাদের চিকিৎসা করার সময় দ্রুত দুই ঘন্টা পার হয়ে গেল এবং সেটা ছিল দুপরের খাবার সময়। আমরা সেই সমস্ত খাবার খেলাম, যা বিভিন্ন এলাকার লোক ত্রাণ হিসেবে পাঠিয়েছিল […]। চিকিৎসার কাজ চলতেই থাকল এবং বিকেল ৪.৩০ পর্যন্ত আমরা ৬৬ জন রোগীকে দেখলাম। আমি এই কারণে আনন্দ অনুভব করলাম যে, আমি সেই সমস্ত লোকদের কোন এক ভাবে সাহায্য করলাম, কিন্তু একই সাথে আমার মন খারাপ হয়ে গেল এই ভেবে যে, তারা তাদের বাড়ি এবং জীবন ধারনের উপকরণ সামগ্রী হারিয়ে এসেছে এবং স্পা বা জল চিকিৎসা প্রদান করা হয়, এমন এক জায়গায় বাস করছে।

অনেক কোরিয় নাগরিক ইনস্পা ওয়ার্ল্ডের মালিক পার্কের প্রতি শ্রদ্ধা প্রকাশ করছে, এই জরুরি অবস্থায় অসাধারণ মহানুভবতা প্রদর্শনের জন্য এবং কোরিয়ার সমাজে যে এখনো উষ্ণ হৃদয়ের মানুষ রয়েছে তা নিশ্চিত করার জন্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .