ফিজি ওয়াটার তার কারখানা বন্ধ করে দিয়েছে এবং ফিজি ছেড়ে চলে গেছে

ফিজি ওয়াটার নামক কোম্পানিটি ফিজি ত্যাগ করেছে-অন্তত বর্তমান সময়ে কিছুদিনের জন্য।

এক বর্ণনায় তারা ফিজির সরকারের সাথে তাদের দ্বন্দ্বের বিষয়টি উল্লখ করেছে, যুক্তরাষ্ট্র ভিত্তিক এই প্রধান পানি সরবরাহকারী কোম্পানী ফিজির মোট রপ্তানী আয়ের ২০ শতাংশ আসে এই কোম্পানী থেকে। কোম্পানিটি ফিজিতে তার কারাখানা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এখানে যে প্রভূত উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছিল সেগুলো বাতিল করেছে। ২৯ নভেম্বর, সোমবার কোম্পানিটি ওয়েস্টার্ন ভিটি লেভু দ্বীপের রা প্রভিন্সের বেশির ভাগ শহুরে এলাকায় অবস্থিত কারাখানার প্রায় ৪০০ কর্মীকে বিদায় দিয়ে দিয়েছে। ভিটি লেভু ফিজির সবচেয়ে বড় দ্বীপ। ফিজি টাইমসের এক হিসেব দেখা যাচ্ছে যে কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে তা প্রায় ৪০০০ লোকের উপর প্রভাব বিস্তার করবে।

ছবি ফ্লিকারের সোয়াঙ্কসালটের

প্রকাশ্য সংঘাত শুরু হয় ১৮ নভেম্বর তারিখে, যখন ফিজি ওয়াটারের স্থানীয় প্রতিনিধিকে ফিজি থেকে বহিষ্কার করা হয়। পরে সরকার দাবী করে যে উক্ত ব্যক্তিটি দেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছিল। পরে, ২৬ নভেম্বর সরকার ২০১১ সালের বাজেট পেশ করে, এই বাজেটে পানি সম্পদের উপর নতুনভাবে কর ধার্য করা হয়। এর ফলে তা পূর্বে প্রদান করা .১১ মার্কিন সেন্ট থেকে বাড়িয়ে প্রতি লিটারে ১৫ মার্কিন সেন্ট ধার্য করা হয়। এই ১৫ মার্কিন সেন্ট কর কেবল সেই সমস্ত কোম্পানীর উপর ধার্য করা হবে, যারা প্রতি মাসে ৩.৫ মিলিয়ন লিটার পানি বিভিন্ন উৎস থেকে উত্তোলন করে। ফিজি ওয়াটার কোম্পানী এই করকে “বৈষম্যমূলক” এবং গ্রহণযোগ্য নয়, কারণ এটা কেবল ফিজি ওয়াটারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। নতুন আইন অনুসারে যে সমস্ত প্রতিষ্ঠান ৩.৫ মিলিয়ন লিটার পানি উঠাবে না, তারা আগের মত .১১ সেন্ট করে কর প্রদান করতে থাকবে। সংবাদ সূত্র অনুসারে বর্তমানে ফিজি ওয়াটার প্রতি লিটার পানির জন্য এক সেন্টের তিন ভাগের এক ভাগ অর্থ প্রদান করে।

এমন নয় যে এই প্রথম বার তারা কর নিয়ে দ্বিমত পোষণ করেছে। ১৯৯৬ সালে এই কোম্পানিটি চালু হয়। সে সময় তাকে ১২ বছর তাকে করমুক্ত কোম্পানীর মর্যাদা প্রদান করা হয়। ২০০৪ সালে যখন তা শেষ হয়, তখন ফিজি সরকার সকল পানী বোতলজাত কোম্পানীর উপর প্রতি লিটারে ১৫ শতাংশ কর আরোপের চেষ্টা করে। স্থানীয় কোম্পানী সহ ফিজি ওয়াটার এই কর আরোপের বিরুদ্ধে লড়াই করে। সে সময় কোম্পানিটি কিছুদিনের জন্য কারখানা বন্ধ করে রেখেছিল। ঘটনাক্রমে সরকার তার এই পরিকল্পনা থেকে সরে আসে।

যদি ফিজি ওয়াটার তার কাজকর্ম গুটিয়ে নেয়, তাহলে এটি হবে দ্বিতীয় কোন বহুজাতিক কোম্পানী যারা ২০১০ সালে ফিজি থেকে চলে গেল। জুন মাসে সরকার আইন জারী করে যে কোন প্রচার মাধ্যমের ৯০ শতাংশ মালিকানা স্থানীয়দের হাতে থাকবে। যার ফলে রুপার্ট মারডক নিউজ কর্পোরেশন ফিজির সবচেয়ে প্রচারিত এবং পুরোনো পত্রিকা ফিজি টাইমসে আর বিনিয়োগ করেনি।

সোমবারের সংবাদ সংবাদ মাধ্যমে বিবৃতি প্রদানের এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ফিজি ওয়াটার কোম্পানীর প্রেসিডেন্ট এবং সিওও (চীফ অপারেটিং অফিসার) জন কোহরান এই বলে শুরু করেন:

সরকারে বর্তমান কাজকর্মকে আমরা আমাদের ব্যবসাকে নিয়ে নেওয়ার ফন্দি হিসেবে দেখি, এবং একে ফিজির ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে পাঠানো পরিষ্কার ও অভ্রান্ত এক বার্তা অথবা যারা ফিজিতে বিনিয়োগ করতে যাচ্ছে তাদের কাছে; দেশটিতে ক্রমেই অস্থিরতা বাড়ছে এবং এমন এক জায়গায় পরিণত হচ্ছে যেখানে বিনিয়োগ করা ঝুকিপূর্ণ।

তবে তিনি এই বিষয়ের সমাধানের জন্য সরকারের সাথে এক আলোচনার উপায় খোঁজার পক্ষে।
এক বিবৃতিতে ফিজির প্রধানমন্ত্রী এর প্রতি উত্তর প্রদান করছেন:
:

প্রধানমন্ত্রী বলেছেন যে যেমন ফিজি ওয়াটার এমন এক কৌশল প্রয়োগ করছে যে যাতে তারা প্রদর্শন করছে তারা ফিজি বা ফিজিবাসী সম্বন্ধে মাথা ঘামায় না। তারা ফিজির অস্থিরতা নিয়ে বিবৃতি প্রদান করেছে এবং তারা জানে যে এটা সত্য নয়্, এরপরে তারা তা বলছে কারণ তারা আসলে নতুন আরোপ করা কর প্রদান করতে রাজি না।

…প্রধানমন্ত্রী বলেছেন যদি ফিজি ওয়াটার ফিজির ব্যাপারে আর আগ্রহী না হয় তাহলে ফিজির সরকার এই চুক্তি বাতিল করবে, এরপর তারা এই মূল্যবান সম্পদ উত্তোলনের জন্য গ্রহণযোগ্য এবং নামকরা বেসরকারি কোম্পানীর জন্য আন্তর্জাতিক দরপত্রের আহ্বান করবে।

ফিজি : দি ওয়ে ইট ইজ, ওয়াজ এন্ড ক্যান বি তে লেখক ক্রসবি ওয়ালেশ যে ভাবে দুই পক্ষ যে পথ বেছে নিয়েছে তাতে উদ্বিগ্ন:

ফিজি থেকে ফিজি ওয়াটার ব্যবসা গুটিয়ে নেবার সংবাদ হতাশাজনক বিষয়। এটা রা প্রদেশে কাজ করতে থাকা কর্মী এবং ফিজির অর্থনীতির জন্য এক আঘাত ।

আমি তাদের এই মন্তব্যে উৎসাহিত হয়েছি যে তারা সরকারের সাথে পানি সম্পদের উপর আরোপ করা কর নিয়ে সরকারের সাথে কথা বলবে, যেমনটা তারা এই দেশে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে” কিন্তু ফিজির ব্যাপারে তাদের “ এই দেশটি ক্রমে অস্থিতিশীল হয়ে পড়ছে এ রকম মন্তব্যকে এক অসাধারণ বলে মনে হয়েছে।

এই পর্যায়ে মনে হচ্ছে কোম্পানী এবং সরকার উভয়ে একে অন্যকে মিথ্যুক বলে অভিহিত করছে। যখন উভয় পক্ষের অনেক কিছু করার রয়েছে তখন একে বুদ্ধিমত্তার সাথে চালা চাল বলা যাবে না।

উপরের পোস্টের বিষয়ে মন্তব্য করতে গিয়ে ওয়াই নি মেট বলছে:

এটা অবিশ্বাস্য, কারণ, কতজন মানুষ পুঁজিবাদের দ্বারা পরিচালিত এক কুকুর ফিজি ওয়াটারের পক্ষে, যখন তারা তাদের ক্ষমতার দ্বারা দেশটির সুনাম ধ্বংস করতে উদ্যত এবং আমাদের ন্যায্য পানির অংশ থেকে বঞ্চিত করছে, যখন তা একেবারেই আমাদের সম্পত্তি। এ রকম মানুষ সকল, তোমাদের সমস্যা কোথায়? জেগে উঠ। রা-এর এক বাজে সমাজের উন্নয়নের জন্য বাজে এক প্রকল্পের জন্য মন খারাপ করো না। কেউ কি তাদের জিজ্ঞেস করেছে দেশের বাইরে আন্তর্জাতিক বাজারে বিক্রয়ের জন্য তারা কত টাকা কর দেয়? তাদের লাভের টাকা কোথায় যাচ্ছে? লুক্সেমবার্গ? কেইম্যান আইল্যান্ড? আপনি আপনার সর্বশেষ ডলারটি বাজী রাখতে পারেন যে [ফিজি ওয়াটারের মালিক স্টুয়ার্ট এবং লিন্ডা] রেজনসকি যুক্তরাষ্ট্রের কর কর্মকর্তাদের কাছে আয়কর কমানোর পরিকল্পনা করেছে বিশ্বজুড়ে পানি বিক্রির আয় থেকে। এই সমস্ত ব্যক্তিরা ফ্রাঙ্ককে মিথ্যাবাদী বলার চেষ্টা করছে কিন্তু তারা এক কঠিন ধাক্কা খেয়েছে। তিনি গুহায় লুকিয়ে যাবেন না, সেই সমস্ত নিন্দাকারীদের জন্য যারা তার দেশকে অপমান করেছে এবং তার দেশের অর্থনীতির ক্ষতি করেছে। মনে হচ্ছে রেজনিকসরা মনে করেছ যে ফিজি ওয়াটার নামে তারা নিউজিল্যান্ড থেকে পানি বিক্রি করবে। যাও, এই কাজটি করগে। ঘটনাক্রমে তারা কেবল ফিজিবাসীদের নির্বোধ ভাবে না, বিশ্বের অন্য সব বেজন্মাদের বোকা বানাচ্ছে, এক বোতল পানির বোতলকে পূজিত করার মধ্যে দিয়ে। এখন সময় এসেছে এই সব ঠগদের বেরিয়ে যাবার দরজা দেখিয়ে দেবার

ডিসকমবোবুলেটেড বুবু ব্লগ থেকে:

এমন এক শাসন যা কোন না কোন ভাবে জনপ্রিয় এবং মানবিক বিনিয়োগকারীদের পীড়ন করে, যে সমস্ত বিনিয়োগকারীরা ফিজির জনতার জন্য চাকুরী ও সম্প্রদায়কে সাহায্য করে. এছাড়া ও আমরা ফিজির অবিশ্বাস্য চেহারাকে বিদায় বলতে পারি, সেটা সেই ব্রান্ড যা ফিজি ওয়াটার বাকী বিশ্বের কাছে তুলে ধরেছিল। করের কথা উল্লেখ করলাম না যা এই কোম্পানিটি আমাদের অর্থনীতিকে সাহায্য করার জন্য প্রদান করত।

ব্লগ ক্যু ৪.৫-এ এক নামহীন ব্লগার মন্তব্য করেছে:

সামরিক শাসনের ক্ষেত্রে ঠিক এ ধরনের প্রতিক্রিয়া আসে বাজে চিন্তা করা, অর্থ পকেট ভর্তি করার নীতি নিয়ে চলা বোকা সামরিক শাসকদের মাথা থেকে। ঠিক এ রকমটা ঘটে যখন আপনারা দেশের অর্থনীতি দেউলিয়া করে দেন এবং অন্যায্য কর ধার্য করার মধ্যে দিয়ে বেসরকারী ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চুরি করার চেষ্টা করেন। ফিজিতে যারা সম্ভাব্য বিনিয়োগ করতে যাচ্ছে তাদের জন্য কি না এক সুন্দর বার্তা… ফিজিতে আসুন এবং বিনিয়োগ করুন যাতে আমরা আপনাদের লাভের উপর কর ধার্য করতে পারি। দেরিতে হলে একটা অবস্থান গ্রহণ জন কোচারনকে ধন্যবাদ… আমি ধারণা করি আপনি তখনই কর্মসূচি গ্রহণ করেন, যখন তারা আপনাকে ধরতে জন্য আসে।

এই ব্লগ-এর এক মন্তব্যে ফিজি ওয়াটারের ভবিষ্যতের জন্য এক পরিকল্পনা রয়েছে।

রা এর জনতার জন্য অর্থ বিনিয়োগ করুন. পানির উৎস, ব্যবসা এবং সকল অর্থকে নিজের করে নিন।

ছবি সেথ এন্ডারসনের ফ্লিকার পাতা থেকে নেওয়া, সিসি লাইসেন্সের অধীনে ব্যবহার করা হয়েছে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .