রাশিয়া: দুই কোরিয়ার সংঘর্ষে অনলাইনে প্রতিক্রিয়া

কোরিয়ায় উত্তেজনা, ছবি ফ্লিকারের গাওয়াইডিওন-এর

রাশিয়ার উপকূলীয় অঞ্চল প্রিমরস্কিই কারাই সীমান্ত জুড়ে রয়েছে চীন ও উত্তর কোরিয়া এবং সেখানকার লোকজন সম্ভাব্য এক যুদ্ধের আশঙ্কায় রয়েছে। ২৩শে নভেম্বর ইয়োনপিয়ং অঞ্চলে উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মাঝে গোলাগুলি বিনিময়ের সংবাদ গভীর আগ্রহের সাথে লক্ষ্য করেছে।

এ অঞ্চলের সকল সংবাদ উৎস এই ঘটনার উপর নজর রাখে। দক্ষিণ কোরিয়ার প্রতি এ অঞ্চলের সামান্যই সমর্থন রয়েছে [রুশ ভাষায়] এবং এই সংঘর্ষের সময় যুক্তরাষ্ট্র যে ভূমিকা পালন করেছিল, তারা এর বিশেষ ভাবে সমালোচনা করেছে। এমনকি স্থানীয় অনেক রাজনীতিবিদ বলছে, তারা বিশ্বাস করে, দক্ষিণ কোরিয়া এই লড়াইয়ের উত্তেজনা তৈরি করেছিল [রুশ ভাষায়]:

প্রিমরস্কিই কারাই এর জনতা এই ঘটনায় যতটা ভয় পাওয়া উচিত ছিল, ততটা ভয় প্রদর্শন করেনি। অন্য কথায়, লোকজন দক্ষিণ কোরিয়ায় নববর্ষের ছুটি কাটাতে যাবার [রুশ ভাষায়] জন্য টিকেট কাটার পরিমাণ কমিয়ে দেয়নি এবং ভ্লাদিভস্তক বিমান বন্দর থেকে সিউল ও পিয়ংইয়ং-এ যাবার কোন সরাসরি বিমান বাতিল হয়নি [রুশ ভাষায়]:

তবে স্থানীয় সংবাদপত্র ভ্লাদনিউজ সংবাদ প্রকাশ করেছে যে, এই সংঘর্ষের ঘটনার পর উত্তর কোরিয়ার নাগরিকরা দ্রুত প্রিমরস্কিই কারাই ত্যাগ করে [রুশ ভাষায়]। ভ্লাদনিউজ অনুসারে এর ফলে এখানে এক অর্থনৈতিক বিপর্যয় ঘটার মত পরিস্থিতির সৃষ্টি হয় কারণ এই অঞ্চলে উত্তর কোরিয়ার কর্মীরা সবচেয়ে সস্তায় কাজ করে।

দক্ষিণ কোরিয়া এই ঘটনার পর উত্তর কোরিয়া খাদ্যশস্য পাঠানো স্থগিত রেখেছে, স্থানীয় সংবাদ ওয়েবসাইট ভিল.রু-এর এমন এক প্রবন্ধের উপর করা এক মন্তব্যে সামিদিনাহ (самидинах) নামের একজন পাঠক এক ষড়যন্ত্র তত্ত্বকে সমর্থন করেছেন:

[…] Южная провоцирует кимченировцев с подачи США.
[…] Россия уже никуда не лезет. Медвепут с […] (Обамой) уже обо всём договорились.
И скоро через нас будет осуществляться транзит пендырской армии.

…..যুক্তরাষ্ট্রের ইশারায় দক্ষিণ কোরিয়া কিম জং ইলকে উত্তেজিত করেছে।
…. রাশিয়া আর এই ঘটনায় হস্তক্ষেপ করছে না. মেদভেপুট…ইতোমধ্যে সকল বিষয়ে একমত হয়েছে [ওবামার সাথে] এবং শীঘ্রই পেনডেয়ার সেনাদলের উত্তরণ আমাদের দ্বারা পরিচালিত হবে।

( তথ্য: “মেদভেপুট” হচ্ছে রাশিয়ার বর্তমান রাষ্ট্রপতি মেদভেদ এবং প্রাক্তণ রাষ্ট্রপতি পুটিনের প্রথম অংশের যোগফলের মাধ্যমে তৈরি ব্যাঙ্গাত্মক নাম এবং পেনডেয়ার আমেরিকার ব্যাঙ্গাত্মক নাম।”)

আরেকজন মন্তব্যকারী মজঘ চেলোভেকা (মানবের মস্তিস্ক) এই দ্বন্দ্ব নিয়ে ভিএল.রু-এর আরেকটি প্রবন্ধের প্রতিউত্তর করছে, সেখানে তিনি নতুন এক যুদ্ধের সম্ভাবনার ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন [রুশ ভাষায়]:

Если начнется Ирак-2 (с вторжением америкосов в КНДР), то это будет пипец. Война в 200 километрах от Владивостока.

যদি দ্বিতীয় ইরাক যুদ্ধ শুরু হয়-(যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়া আক্রমণ করে) তাহলে আমরা সকলেই ঝামেলা পড়ে যাব। ভ্লাদিভস্তক থেকে এই যুদ্ধের দুরত্ব হবে ২০০ কিলোমিটার মাত্র।

আরেকজন ব্যঙ্গাত্মক ভাবে মন্তব্য করেছে, কি ভাবে সম্ভাব্য যুদ্ধ আগামীতে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলন-এর উপর প্রভাব ফেলবে, যা ২০১২ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এপেক সম্মেলনের জন্য যে বাজেট রয়েছে তা পুরো প্রিমরস্কিই কারাই এলাকার বাৎসরিক বাজেটের চারগুণ বড় এবং ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত অলিম্পিক প্রতিযোগিতার যে বাজেটের চেয়ে পাঁচগুণ বেশি। জাহবা (ব্যাঙ) বলছে [রুশ ভাষায়]:

Эй, там, на распиле бабок саммита АТЭС! Пилите быстрее, похоже ваш саммит накрывается корейским медным тазом!

ওহে তোমরা, যারা অ্যাপেক সম্মেলনের টাকা চুরি করছ, তাড়াতাড়ি কর। মনে হচ্ছে তোমাদের এই সম্মেলন শীঘ্রই বাতিল হয়ে যাবে!

জীবন চলতে থাকে এবং প্রিমরস্কিই কারাই-এর ইন্টারনেটের নাগরিকরা মনে হচ্ছে বিষয় পালটে সম্প্রতি যে তুষার ঝড় হয়ে গেছে তার প্রভাব, অ্যাপেক সম্মেলনের প্রস্তুতি এবং অন্য সব বিষয় নিয়ে আলোচনা করা শুরু করে দিয়েছে।

মনে হচ্ছে খুব অল্প লোকই সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে বিশ্বাস করে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .