আজারবাইজান: ভিডিও ব্লগার আদনান হাজিজাদের মুক্তি

আজারবাইজানের রাজধানী বাকুর একটি আপিল আদালতের এক হঠাৎ ঘোষিত রায়ে ভিডিও ব্লগিং কর্মী আদনান হাজিজাদেকে শর্তহীনভাবে মুক্ত করে দেয়া হয়েছে। আদনান গত বছর জুলাইতে আরেক কর্মী এমিন মিলির সাথে গ্রেফতার হন। তার চার মাস পরে এই দুজনকে দুবছরের জন্যে কারাবরণের আদেশ দেয়া হয় যাকে সবাই ভেবেছেন একটি রাজনৈতিক পক্ষপাতমূলক বিচার হিসেবে। আন্তর্জাতিক সমাজের অনেক প্রতিবাদ সত্বেও তাদের এই পরিণতি হওয়ায় অনেক সমর্থক মুষড়ে পরে।

হাজিজাদের গ্রেফতার ও কারাগারের শাস্তি হয়েছে বিশেষ করে তেলসম্পদ সমৃদ্ধ এই ভূতপূর্ব সোভিয়েত রিপাবলিকে কর্মরত বিদেশী প্রচারমাধ্যমগুলোর উপর বিধিনিষেধ আরোপ হবার পরে। তখনই তরুণ কর্মীরা, বিশেষ করে আদনান কর্তৃক গঠিত ওএল আজারবাইজান ইয়থ মুভমেন্ট সক্রিয় হয়ে ওঠে। তিনি তার সহকর্মী এমিন মিলির সাথে গ্রেফতার হবার একদিন পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের বিবেকের বন্দি হিসেবে ঘোষণা দেয়

আজারবাইজানী ওএল ইয়থ মুভমেন্টের এই সহ-প্রতিষ্ঠাতা অবধারিতভাবেই তার ছাড়া পাবার খবর ছড়িয়ে যাবার পরে তার সমর্থকরা স্বস্তির নিশ্বাস ফেলে। ফেসবুকে ছবি এবং সংবাদের রিপোর্ট ছড়িয়ে পরে আর টুইটারের মাধ্যমে লিঙ্ক আদান প্রদান হয়।

আদনান মুক্ত!! #এমিনআদনান #আজারবাইজান

আদনানের শীঘ্র মুক্তি নিশ্চিত!!! #এমিনআদনান #আজারবাইজান

[…] আদনান হাজিদাদে এবং এমিন মিলির সমর্থনে কমিটি আদনান হাজিদাদের মুক্তিতে খুবই আনন্দিত!!!

Yesss… Adnan Hacizade azadliqdadir!!! Bu gunun sevinci dehsetdir :)))))

হ্যা… আদনান মুক্ত। আজকে সত্যিই আমাদের আনন্দ।

এরকম একটি বার্তা টুইটারে বহুল জনপ্রিয় হয় যখন @লায়লানাজাফলি ইনস্টিটিউট ফর রিপোর্টার্স ফ্রিডম এন্ড সেফটি কর্তৃক হাজিজাদের বাড়ি আসার ছবি আপলোড করে এর লিঙ্ক টুইটারে বিতরণ করা হয়। লেইলার মন্তব্যটি খুবই উল্লেখযোগ্য ছিল।

স্বাধীনতার মুখ! আদনান হাজিজাদে জেল থেকে ছাড়া পেয়েছেন। #এমিনআদনান #আজারবাইজান […]

হ্যা, হাজিজাদের গ্রেফতারের সময়কার পরিস্থিতির আলোকে এবং তার ছাড়া পাবার শর্তের পরিপ্রেক্ষিতে যখন আরএফইর আজারবাইজানি শাখা তাকে জিজ্ঞেস করল যে সে ব্লগ করে যাবে কি না, তার উত্তর সহজ ছিল। “হ্যা, হ্যা,” সে বলল এবং তার কোর্টরুম ত্যাগ করল। “ভিডিও ব্লগিং।”

হাজিজাদের অন্যান্য সাক্ষাৎকারের ভিত্তিতে এবং ফেসবুকটুইটারে তার সমর্থকদের মন্তব্যের পরিপ্রেক্ষিতে এখন সবার মনোযোগ থাকবে মিলির দিকে যিনি এখনও কারাগারে আছেন। তার সাথে বন্দী আছেন ২০০৯ প্রেস ফ্রিডম এওয়ার্ড প্রাপ্ত আইনুলা ফাতুলায়েভ

আদনান হাজিদাদে এবং এমিন মিলির গ্রেফতার এবং তাদের মুক্তির আন্দোলন নিয়ে বিস্তারিত তথ্য আপনারা পাবেন গ্লোবাল ভয়েসেস ককেশাস: ২০০৯ ব্লগ রিভিউ তে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .