চীন: বাড়তে থাকা দাম এবং ছাদের উপর বাগান

শেনঝেন এবং চীনে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে ক্রেতারা সীমান্ত পাড়ি দিয়ে সস্তায় পণ্য কেনার জন্য হংকং-এ পাড়ি জমাচ্ছে। শেনজেন ভিত্তিক নেটএজ-এর ফটোগ্রাফার সিএস ইলাও-এর সূত্রমতে সেখানকার সাম্প্রতিক এক ধারা হচ্ছে, লোকজন ছাদে নিজেদের জন্য সব্জি উৎপাদন করে পয়সা বাঁচাচ্ছে।

在深圳,因为近期物价飞涨,港元对人民币连续贬值,部分深圳市民赴港购生活必需品。我们可以比较一下深圳和香港地区的生活日用品价格差距:在深圳卖2块钱一包的食盐,香港超市卖1.1港元,折合人民币才9毛多;红富士苹果深圳已卖到6块钱一斤,平均一个都要4块钱,而同样大小的苹果在香港10港元能买四个;深圳的鸡蛋已经涨到9毛钱一个,差不多大小的鸡蛋在香港惠康超市23港元就能买30个,折成人民币一个还不到7毛钱;10卷装的维达卫生纸,深圳的超市卖32.5元,香港超市才卖28港元;750毫升装的飘柔洗发水深圳超市卖39块钱,香港61港元就能买两瓶……

সম্প্রতি শেনঝেন-এ দাম বেড়ে যাওয়ায় এবং ইউয়ানের বিপরীতে ক্রমাগত হংকং ডলারের অবমূল্যায়ন হওয়ায়, কিছু শেনঝেনবাসী তাদের নিত্যপণ্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য হংকং এ যাত্রা করছে। আসুন হংকং এবং শেনঝেনে এ সমস্ত প্রতিদিনের খাদ্য সামগ্রীর দামের পার্থক্য কতখানি তা তুলনা করে দেখি: শেনঝেনে এক ব্যাগ রান্নার লবণের দাম ২ আরএমবি (চীনা মুদ্রা), কিন্তু হংকং-এর সুপারমার্কেটে তার দাম ১.১ হংকং ডলার, যা মাত্র ০.৯০ আরএমবির সমান; শেনঝেনে এক কেজি ফুজি আপেলের দাম ইতোমধ্যে ১২ আরএমবি-তে এসে ঠেকেছে অথবা সেখানে প্রতিটি আপেলের দাম ৪ আরএমবি, কিন্তু হংকং-এ সমান আকারের চারটি আপেল আপনি ১০ হংকং ডলারে কিনতে পারবেন। শেনঝেনে ইতোমধ্যে একটি ডিমের দাম বেড়ে ০.৯০ আরএমবি-তে এসে দাড়িয়েছে। কিন্তু হংকং-এর ওয়েলকাম সুপারমার্কেটে সমান বা সামান্য ছোট আকারের ৩০টি ডিমের দাম ২৩ হংকং ডলার, অথবা প্রতিটি ডিমের দাম ০.৭ আরএমবির চেয়ে কম। দশটি ভিন্ডা নামক টয়লেট পেপারের দাম শেনঝেনের সুপার মার্কেটে ৩২.৫০ আরএমবি, কিন্তু হংকং-এর সুপার মার্কেটে তার মূল্য ২৮ হংকং ডলার; শেনঝেনের সুপারমার্কেটে ৭৫০ মিলিলিটার রিজয়েস শ্যাম্পুর দাম ৩৯ আরএমবি, কিন্তু হংকং-এর সুপার মার্কেটে ৬১ হংকং ডলারে আপনি এ রকম দুটি শ্যাম্পুর বোতল কিনতে পারবেন….

近期,因为深圳菜价飞涨,最低菜价也在4.5元以上.大多数在深圳工作的外来工又不像深圳户籍人口那样拥有多次香港往返证.到香港去买菜,蛇有蛇路,龟有龟途.天无绝人之路.虽然过不了海关,但上房顶是可以的.本清爽宽敞的屋顶,闲置着可惜.咱们把这闲置空地利用起来.花点力气,挑上几担土,建成一个又一个小菜园.自已动手,丰衣足食.只要不来折房子,偶们就一直将菜种下去.

সম্প্রতি শেনঝেন-এ উৎপাদন খরচ বেড়ে যাওয়া সকল স্থানে সব্জির দাম কিলো প্রতি ৯ আরএমবি বা তার চেয়ে বেশী হয়ে গেছে।অন্য প্রদেশ থেকে শেনঝেনে কাজ করতে আসা আমাদের অনেকে এখানকার স্থানীয় বাসিন্দা হিসেবে নিবন্ধনকৃত ব্যক্তিদের মত সহজেই হংকং-এ ভ্রমণের অনুমতি পায় না। নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমরা সীমানা পাড়ি দিয়ে হংকং-এ যেতে পারি না, কিন্তু তবে এ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় রয়েছে; সেটি হচ্ছে আমাদের ছাদ, বায়ু চলাচল পূর্ণ এবং বিশাল জায়গা সম্বলিত এই সমস্ত ছাদ যদি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে, তাহলে তা কতই না এক বাজে ব্যাপার হবে। সামান্য হাতের কাজ এবং কিছু মাটি থাকলে আমরা আমাদের জন্য এক বাগান তৈরি করে ফেলতে পারি। যতক্ষণ না তারা আমাদের ভবনগুলো ভেঙ্গে ফেলতে পারছে, ততক্ষণ আমরা আমাদের জন্য এই প্রথা বেছে নিতে পারব এবং নিজেদের খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সব্জি উৎপাদন করতে সক্ষম হব। এ ভাবে আমরা চাষের মাধ্যমে কিছু জিনিস পেতে পারি।

একদিন আমি বেশ সকালে উঠলাম এবং বারান্দায় গেলাম। সেখান থেকে আমরা চারপাশে যে সমস্ত ছাদ রয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে একটি বিষয় লক্ষ্য করলাম। আমি আমার দুরবীন নিয়ে এলাম এবং খুব সতর্কতার সাথে চারপাশে তাকালাম, এতে খেয়াল করলাম যে আমি ছাদের উপর যে সমস্ত বাগান রয়েছে সেদিকে তাকাচ্ছি।

প্রতিটি কোণায় বাগান; এখানে বাড়ির মালিক তার চারা গাছগুলোতে পানি দিচ্ছে।

এই দুই প্রতিবেশীকে দেখে মনে হচ্ছে তারা একে অপরকে বাগান করার বিষয়ে পরামর্শ প্রদান করছে।

সকলের নিজস্ব ছোট বাগান রয়েছে এবং তারা একে অপরকে প্রয়োজনে সাহায্য করছে এবং পরস্পরের সাথে সবকিছু আদান প্রদান করছে।

এখানে চারা রোপন করার পাত্রগুলোকে একপাশে রাখা হয়েছে এবং সেখানে পুনরায় চারা বপন করা হবে।

এমনকি তারা গ্রীনহাউজ নামক প্রযুক্তি ব্যবহার করছে।.

এই সমস্ত লোকেরা ভালো ভাবে প্রস্তুতি নিয়েছে, নির্মাণ সামগ্রীর সকল উপাদান এখানে আনা হয়েছে, মনে হচ্ছে তারা সকলে সবকিছুর জন্য তৈরি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .