মরোক্কো: বই নিয়ে গ্রীষ্মের ছুটি কাটানো

ডিজিটাল প্রযুক্তিতে মোড়া পৃথিবীতে যখন ট্যাবলেট পিসি বই আর ইবুক রিডার এর মূল্য কমে যাচ্ছে আর প্রতিদিন বেশি করে তা জনগণের হাতের মুঠোয় আসতে পারছে, প্রশ্ন জাগে চিরায়ত ছাপার বইয়ের যায়গা কি আদৌ থাকবে কি না। কিছু মরোক্কোন ব্লগারের কাছে এই প্রশ্নের উত্তর হচ্ছে “হ্যা থাকবে” এবং সেই প্রযুক্তি আছে তাদের কথাটি সত্যি প্রমাণের জন্যে।

মাই সামার উইথ আ বুক (বই নিয়ে গ্রীষ্মের ছুটি কাটানো) একটি অনলাইন উদ্যোগ যা কয়েক সপ্তাহ আগে মরোক্কোর ব্লগাররা শুরু করে। একটি ব্লগিং প্লাটফর্ম এবং একটি উন্মুক্ত ফেসবুক পেজ হিসেবে এটি পাঠকদের তাদের বই পড়ার অভিজ্ঞতা সবাইকে জানাতে উদ্বুদ্ধ করে।

العادة جرت أن يكون الصيف مع الأصدقاء والأهل أكثر فأكثر .. ونادرا ما يكون مع كتاب نطالعه، رغم أننا يمكن أن نكون معهما معا ..
طيب، ما رأيكم أن يكون صيفنا المقــبل مع الكتاب، حتى نشجع بعضنا البعض على القراءة ولاداعي لأن أذكر إيجابياتها. ولهذا الغرض قمنا بإنشاء هذه المدونة لكي ننشر فيها ملخصك حول ما استـفدته أو ما تعلمته من الكتاب الذي قرأته
আমরা গ্রীষ্মের ছুটির সময়ে বেশি করে বন্ধুবান্ধব আর পরিবারের সাথে কাটাতে চেষ্টা করি এবং একটি ভাল বইয়ের সাথে সময় কাটাতে চাই না, যদিও আমরা হয়ত দুটোই একসাথে করতে পারি।

খুব ভাল, তাহলে কেন এই গ্রীষ্মটি বইয়ের সাথে কাটাই না, যাতে আমরা একে অপরকে বেশী করে বই পড়তে উৎসাহিত করতে পারি। বলাই বাহুল্য বই পড়ার অনেক উপকারিতা আছে। এই কারণে আমরা এই ব্লগটি তৈরি করেছি আপনাদের পঠিত বই সম্পর্কে আপনাদের জ্ঞান ও চিন্তাভাবনা ছড়িয়ে দিতে সহায়তা করার জন্যে।

বইয়ের সাথে গ্রীষ্ম কাটানো

বইয়ের সাথে গ্রীষ্ম কাটানো

এই উদ্যোগের সহ প্রতিষ্ঠাতা ও ব্লগার মারোকিয়া এই সপ্তাহে নতুন এক খেলা শুরু করেছেন। তিনি তার সহব্লগারদের তাদের পছন্দের বই সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলো জানাতে উৎসাহিত করেছেন..

ما هي كتب الطفولة التي بقيت عالقة في ذاكرتك؟
مَنْ هم أهم الكتاب الذين قرأتَ لهم ؟
من هم الكتاب الذين قررت ألا تقرأ لهم مجددا؟
في صحراء قاحلة ، أي الكتب تحمل معك؟
من هو الكاتب الذي لم تقرأ له أبدا ، وتتمنى قراءة كتبه ؟
ما هي قائمة كتبك المفضلة ؟
ما هي الكتب التي تقرؤها الآن ؟
.أرسل الدعوة لأربعة مدونين من أجل مشاركتنا بذكرياتهم مع القراءة
আপনারা আপনাদের ছেলেবেলার কোন বইয়ের কথা বিশেষ করে মনে রেখেছেন?
আপনাদের প্রিয় লেখক কে?
কোন লেখকের বই আপনি আর পড়বেন না ঠিক করেছেন?
আপনি যদি একটি মরুভূমিতে আটকে পরেন তাহলে কোন বই সাথে রাখতে পছন্দ করবেন?
কোন লেখকের লেখা আপনি এখনও পড়েন নি এবং মনে করেন পড়া উচিৎ?
আপনাদের প্রিয় বই কোনগুলো?
আপনি কোন বই পড়ছেন এখন?
আপনি চারজন ব্লগারদের আমন্ত্রণ জানাবেন এবং তাদের বই পড়ার অভিজ্ঞতা সবাইকে জানাতে উদ্বুদ্ধ করবেন।

এই উদ্যোগের প্রতি সমর্থন আসা শুরু করেছে ধীরে ধীরে। নীচে ব্লগ জগৎ থেকে দৈবচয়ন করে কিছু প্রতিক্রিয়া তুলে ধরা হল।

ছেলেবেলার কোন বই স্মরণ করা:

নাজাত লিখেছেন:

آليس في بلاد العجائب، رحلة إلى باطن الأرض…

ইয়ং থটস লিখেছে:

نبيل فاروق حيث قرأت تقريبا أغلب قصص سلسلة رجل المستحيل وسلسلة زهور ايضا اذكر قصص تاريخية للكاتب جرجي زيدان

নাবিল ফারুক, যেই লেখকের দা ম্যান অফ দা ইমপসিবল সিরিজের অনেকগুলো আমি পড়েছি, আর ফ্লাওয়ার্স বইটি। এছাড়াও আমি জর্জি জিদানের ঐতিহাসিক ঘটনাগুলো পড়েছি।

মারোকিয়া লিখেছেন:

قصص محمد عطية الأبراشي ، قصص جحا ، ولن أنسى أبدا كتاب كليلة ودمنة

মোহামেদ আত্তিয়া আবরাশির গল্পের বই, জুহাকে নিয়ে ছোট গল্প আর অবশ্যই কাইলা আর ডিমনার গল্প

প্রিয় লেখক:

ইয়ং থটস লিখেছেন:

نجيب محفوظ احسان عبد القدوس توفيق الحكيم عائض القرني

ফুয়াদ লিখেছেন:

نجيب محفوظ، توفيق الحكيم و محمود السعدني بالإضافة إلى زكرياء تامر، يحيى حقي، مبارك ربيع، نبيل فاروق، عفيف عبد الفتاح طباره …. و لا أنسى أحد المساهمين في تغيير حياتي عائض القرني ♥
নাগিব মাহফুজ, তৌফিক এল হাকিম, মাহমুদ আল সাদানি। এছাড়াও আছে জাকারিয়া তামের, ইয়াহিয়া হাক্কি, মুবারাক রাবি, নাবিল ফারুক, আফিফ আব্দেল ফাত্তাহ তাবারাহ এবং সবশেষে একজন লেখক যিনি আমার জীবন বদলেছেন – আইদ আল কার্নি।

মারোকিয়া লিখেছেন:

عبد الكريم غلاب
نجيب محفوظ
الجاحظ
عبد المجيد بن جلون

কোন লেখকের বই আপনি আর পড়বেন না:

আবীর লিখেছেন:

نجيب محفوظ

খালেদ লিখেছেন:

عمرو خالد

ফুয়াদ লিখেছেন:

محمد شكري ( توفي سنة 2003 ) قرأت له الخبز الحافي و الخيمة بصراحة لا أعرف سبب كرهي لهما

মোহামেদ চুকরি, যিনি ২০০৩ সালে মারা গেছেন। আমি তার ‘ফর ব্রেড এলোন’ আর ‘দা টেন্ট’ পড়েছি এবং কেন জানি না সেগুলো অপছন্দ করেছি।

মরুভূমিতে আটকে পরলে কোন বই সাথে রাখতে পছন্দ করবেন:

মোহামেদ লিখেছেন:

لم أزر الصحراء يوما ^_^
إن زرتها سآخذ معي iPad أو Kindle، وأريّح نفسي من حمل الأثقال الورقية

আমি মরুভূমিতে কখনও যাই নি। কিন্তু আমার যদি যেতে হত তাহলে একটি আইপ্যাড বা কিন্ডল সাথে নিতাম কারণ সাথে বেশী কাগজপত্র রাখা খুব ঝামেলা।

মারোকিয়া লিখেছেন:

القرآن الكريم
نور اليقين في سيرة سيد المرسلين
কোরান।
নুর আল ইয়াকিন (মুহাম্মাদ নবী (সা:) এর জীবন এবং রুপান্তর নিয়ে বই)

কোন লেখকের লেখা পড়েন নি এবং পড়া উচিৎ মনে করেন:

আব্দেলহামিদ লিখেছেন:

يوسف إدريس
يوسف السباعي …

ইউসুফ ইদ্রিস এবং ইওসেফ এল সেবাই।

মারোকিয়া লিখেছেন:

أحلام مستغانمي
يوسف زيدان
باولو كويلهو
جابرييل جارسيا ماركيز

আপনাদের প্রিয় বইগুলো:

সাইদ লিখেছেন:

جميع مؤلفات عبد الله العروي التي قرأت.
حوار التواصل للمهدي المنجرة.
رواية “صبوة في خريف العمر” لحسن أوريد.
رواية “دفنا الماضي” لعبد الكريم غلاب.
رواية “ثرثرة فوق النيل” لنجيب محفو

আবদাল্লাহ লা্রুই এর সকল বই।
মাহদি এলমান্দ্রিয়া এবং তার কমিউনিকেশন ডায়লগ
হাসান আউরিদ এর আ রোমান্স ইন আ লাইফ'স ডন
আব্দেলকরিম ঘেলাবের ডাফনা আল মাদি (অতীতের সমাধি)।
নাগিব মাহফুজের আড্রিফ্ট অন দা নাইল

সাদ এদিন লিখেছেন:

شجرة البؤس (رواية – طه حسين)
أحدب نوتردام (فيكتور هيغو)
الدار الكبيرة (محمد ديب)
حدائق النور (امين معلوف)
তাহা হুসাইন এর দা ট্রি অফ মিজারি
ভিক্টর হুগোর হাঞ্চব্যাক অফ নটরডাম
মোহামেদ ডিবের দা বিগ হাউজ
আমিন মালুফের দা গার্ডেন্স অফ লাইট

আপনি যেই বই এখন পড়ছেন:

হিবো লিখেছেন:

الإنسان وقواه الخفية – كولن ويلسن
الشخصية الساحرة – كريم الشاذلي
نسيان – أحلام مستغانمي
কলিন উইলসনের দা ম্যান এন্ড হিজ মাইন্ড
কারিম আলশাজলির দা এনশান্টিং পার্সনালিটি
আহলাম মোস্তেঘানেমির মেমরি ইন দা ফ্লেশ।

ফুয়াদ লিখেছেন:

الرمز المفقود “دان براون”

ড্যান ব্রাউনের দা লস্ট সিম্বল।

মারোকিয়া লিখেছেন:

أوراق لعبد الله العروي
Les voix de Marrakech, d'Elias Canetti

আবদাল্লাহ লারাউইর পেপার্স
এলিয়াস কানেত্তির দা ভয়েস অফ মারাক্কেশ।

ছবি ফ্লিকার থেকে হিশাম আলমিরাতের সৌজন্যে, ক্রিয়েটিভ কমন্স বাই-এনসি-এসএ লাইসেন্স এর আওতায় ব্যবহৃত।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .