হন্ডুরাস: স্থানীয় পর্যটন শিল্পকে সহায়তা করা

হন্ডুরাসের গায়ক-গীতিকার এবং ব্লগার, গুইলেয়ারমো এন্ডারসন দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, স্থানীয় পর্যটন ব্যবস্থার বিকাশ দেশটিকে সাহায্য করতে পারে। তিনি সম্প্রতি তার ব্লগে একটি লেখা পোস্ট করেছেন, যার শিরোনাম “ এইখানে এই ছোট্ট হোটেল”। এই লেখাটি তার অনুমতিক্রমে ছাপানো হয়েছে, এই কারণে যে “এটি আমাদের দেশের সুগন্ধ ও সৌন্দর্যের প্রেক্ষাপটে দেশটির পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে। এই ঘটনায় বিশ্বাস করা হয়, এর ফলে দেশের সকল সম্প্রদায় সুবিধা লাভ করবে। এটি আমাদের জন্য এই বিশ্বাস এবং আত্মবিশ্বাস তৈরি করে যে ভবিষ্যৎ-এ, বিদেশের জন্য স্বদেশ ত্যাগ না করে, এদেশে আমরা সাফল্য লাভ করতে পারি”।

ছবি জোসে লুইস ডুরানের তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।

ছবি জোসে লুইস ডুরানের তোলা এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে তা ব্যবহার করা হয়েছে।

এন্ডারসনের বন্ধুরা দেশটির পর্যটন শিল্পের সাথে জড়িত। তবে তারা বড় আকারের কোন প্রতিষ্ঠানের হয়ে এই শিল্পের সাথে জড়িত নন, তার বদলে তারা ছোট ছোট ব্যবসা গড়ার জন্য কাজ করে যাচ্ছেন। এখানে এন্ডারসন তাদের কাজের ধরণ বর্ণনা করেছেন:

Contestan el teléfono llevan los libros y después de una llamada, manejan el Van y dejan al cuidado de la oficinita a su compañera. Salen a atender sus turistas y hablan tres idiomas, conocen de historia, cultura y a veces el nombre y propiedad de cada planta en el camino. Cargan en sus espaldas cayacs, grandes balsas inflables, equipos de Canopy, de escalar, hieleras con frutas para sus clientes y aún así logran mantener una sonrisa y amabilidad para los turistas fascinados con nuestra flora y fauna y la belleza natural que nos rodea.

তারা নিজেরাই তাদের গ্রাহকদের ফোনের উত্তর দেয়, পর্যটনের জন্য বই তৈরি করে। যখনই তারা কোন খদ্দেরের ডাক পায়, তখনই তারা নিজেদের ভ্যান গাড়ী নিজেরই চালিয়ে সেখানে হাজির হয়, যাবার সময় ব্যবসাটাকে দেখাশোনার জন্য তার অংশীদারকে রেখে যায়। তারা ব্যাক্তিগত পর্যায়ে এবং বন্ধুত্বপূর্ণ ভাবে পর্যটকদের সেবা প্রদান করে। তারা তিনটি ভাষায় কথা বলতে পারে এবং স্থানীয় ইতিহাস ও সংস্কৃতি বুঝতে পারে। এমনকি চলার পথে মাঝে মাঝে তারা পৃথিবীর বিভিন্ন স্থানের নাম বলতে পারে। তারা ক্যানো নামের এক ধরনের নৌকা তাদের পিছে বহন করে আনে, বড় চওড়া বা ফোলানো নৌযান, তারা অনেক সময় সাথে কোন উঁচু স্থান এবং পাহাড়ে চড়ার যন্ত্রপাতি বয়ে আনে। তারা তাদের গ্রাহকদের জন্য ঠান্ডা বাক্সে (আইস কুলার) ফল নিয়ে আসে। এমনকি তারা এসবের সাথে মুখে এক টুকরো হাসি নিয়ে আসে এবং এসব ব্যক্তিরা পর্যটকদের সাথে সব সময় ভালো ব্যবহার করে, যে সমস্ত পর্যটক আমাদের উদ্ভিদ ও প্রাণীকুল ও চারপাশে যে সৌন্দর্যে ছড়িয়ে রয়েছে তাতে মুগ্ধ।

হন্ডুরাসের পর্যটন শিল্প গড়ার বিষয়ে তিনি আরো কিছু বর্ণনা যোগ করেন:

Tengo amigas que con grandes esfuerzos han logrado convertir una casita en un colorido rincón o pueblo de mi país en los hotelitos y pensiones más acogedores del mundo. Amigos que que como magos, crean con piedras, bejucos, troncos y flores y con gran gusto y amor las decoraciones más creativas. La rueda de una carreta olvidada se convierte en una hermosa mesa para degustar el aromático café que una Sra. del pueblo sabe tostar, un viejo caracol se convierte en un tesoro y un cayuco que el mar dejó olvidado en la arena, en el macetero de flores tropicales más hermoso que ojos jamás han visto.

আমার কিছু বন্ধু রয়েছে যারা দেশের এক প্রান্তে বা কোন গ্রামে বাস করছে, তারা তাদের ঘরকে বিশ্বের সবচেয়ে সুন্দর রঙ্গিন এক হোটেল বা হোস্টেলে পরিণত করার জন্য কঠোর পরিশ্রম করছে, যাতে তা বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এক গৃহে পরিণত হয়। যেন তারা জাদুকর, ঝুলে পড়া আঙ্গুরলতার চারপাশে পাথর সাজায় এবং গাছের কোন ডাল এবং ফুল, এর যেন জাদুর মত করে সুন্দর করে ঘর সাজিয়ে তৈরি করে। পুরোনো এক গাড়ির কাঠের চাকা যা প্রায় ক্ষয়ে যাবার জন্য পড়ে ছিল, তাকে সুন্দর এক টেবিলে পরিণত করা হয়েছে যার উপর এক সুগন্ধী কফি, যা মফঃস্বলের এক মহিলা কফি বীজকে কফির উপযুক্ত করেছে, সেই টেবিলে বসে কফিতে চুমুক দেওয়া। কোন এক শামুকের পুরোনো খোলস…. মাটি খুঁড়ে বের করা পুরোন ক্যানো নামক নৌকা, যা সমুদ্রের তটে বালির নীচে চাপা পড়েছিল, ভুলে যাবার জন্য…. এবং পুরোনো এক মাটির পাত্র যার মধ্যে ক্রান্তীয় অঞ্চলের সুগন্ধ উপচে পড়ছে…এ সকল কিছু এক অবিশ্বাস্য সম্পদে পরিণত হয়, যা খুব কমই চোখে দেখা যায়।

তবে এন্ডারসন জানাচ্ছে যে অর্থনৈতিক মন্দা পর্যটন শিল্পে জড়িত থাকা বন্ধুদের উপর তীব্রভাবে প্রভাব ফেলেছে। পর্যটকদের অভাবে এ সমস্ত হোটেলের অনেকগুলো বন্ধ হয়ে গেছে। তারপরেও এর অনেকগুলো খোলা ছিল, কিন্তু তার জন্য তার মালিককে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তিনি হন্ডুরাসের পাঠকদের সাথে সরাসরি কথা বলেছেন:

Si este verano hay hondureños que a pesar de la crisis están pensando hacer turismo aunque de manera modesta, quiero que piensen en las pequeñas operaciones y en estos lugares y que además de acogedores son lugares que creen en nuestro potencial , que creen en nuestra gente , en nuestra cultura y son pequeños nidos de esperanza.

যদি এমন কোন হন্ডুরাসবাসী থেকে থাকে যে, এই অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এই গ্রীষ্মে কোন সাধারণ এক পর্যটনে বের হতে চান, আমি তাদের সেই সমস্ত এলাকায় যাবার কথা বিবেচনা করার জন্য অনুরোধ করব, যা আমি উল্লেখ করেছি। কারণ সৌন্দর্য ছাড়াও বিশ্বাস করা হয় এসব এমন এলাকা যা অনেক সম্ভাবনাময়, যা আমাদের জনতা এবং সংস্কৃতিতে বিশ্বাস রাখে এবং যা আশার সামান্য এক বসতি।

এন্ডারসন হন্ডুরাসবাসীদের ভূমিকার কথা সারসংক্ষেপ বলছেন, যাতে তারা নিশ্চিত করতে পারে, দেশটির যে সমস্ত এলাকা উপরে বর্ণনা করা হয়েছে, সেখানকার পর্যটন চালু থাকে এবং নাগরিকরা পুরো দেশটির সৌন্দর্য তুলে ধরতে পারে:

Nosotros debemos ser los promotores más entusiastas de nuestro país. Sirva este medio para sugerir lugares y promover ese “hotelito “que conocemos en un hermoso rinconcito de Honduras donde nos atendieron bien y comimos un plato nacional que no habíamos probado antes. Esa pequeña agencia donde un tipo amable nos llevó a conocer una hermosa caída de agua y aprendimos sobre plantas y animales o donde vimos una celebración tradicional que nos hizo apreciar mas nuestra cultura ; Visitar y apoyarlos será un gesto de amor a un país que hoy tanto lo necesita.

আমরা আমাদের দেশের সবচেয়ে উৎসাহী প্রচারক, আমি চাইব যে সকলেই “লিটিল হোটেল বা ছোট্ট হোটেলের”-এর কথা সব জায়গায় কি ভাবে ছড়িয়ে দেওয়া যায় তার সম্বন্ধে চিন্তা করবে, যা হন্ডুরাসের এক কোণায় অবস্থিত, যেখানে আমাদের খুব ভালো ভাবে যত্ন নেওয়া হয় এবং যেখানে আমরা হন্ডুরাসের এমন খাবার খাই, যার স্বাদ এর আগে আমরা পাইনি। ছোট্ট আকারের যে সমস্ত পর্যটন ব্যবস্থা রয়েছে, তার কথা ছড়িয়ে দেওয়া যাক। সেখানে এক চমৎকার ব্যক্তি আমাদের বিস্ময়কর ঝর্ণা দেখাতে নিয়ে যাবে এবং আমাদের জানাবে সেখানকার নিজস্ব উদ্ভিদ ও প্রাণীজগত সম্বন্ধে। সেখানে আমরা এক ঐতিহ্যবাহী উৎসব দেখতে পাব, যা আমাদের সংস্কৃতিকে প্রশংসা করতে উৎসাহিত করবে। চলনু আমরা এই সমস্ত এলাকা ভ্রমণ করি এবং তাদের সমর্থন করি। এটা হবে এমন একটা দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন, যা বর্তমানে দেশটির খুব প্রয়োজন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .