নিকারাগুয়া: কৃষকরা গ্রামীণ উন্নয়নের ব্যাপারে তাদের চিন্তা ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছেন

বিচি - ছবি থিওগিওর সৌজন্যে

বিচি – ছবি থিওগিওর সৌজন্যে

নিকারাগুয়ার আলজার লাস ভোসেস (কণ্ঠ জাগানো) প্রকল্প গ্রামীণ এলাকার কৃষকদের একত্র করেছে ভিডিওর মাধ্যমে কথা বলার জন্য যাতে তারা তাদের উৎকণ্ঠা, তাদের কার্যক্রম, ইচ্ছা আর পরিকল্পনার কথা বলতে পারেন।

নিকারাগুয়ার মাতাগাল্পায় ছয়টি প্রতিষ্ঠান আছে যারা এই প্রকল্পে কাজ করছেন। এদের মধ্যে আছে মহিলাদের সমবায়, দৃষ্টিহীনদের জন্য মাতাগাল্পা সংস্থা, কৃষকদের বিভিন্ন সংস্থা আর সিমাসের সহযোগিতায় দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য একটি তথ্য কেন্দ্র। এই ওয়েবসাইট একটি প্রকল্পের অংশ বিশেষ যেখানে এইসব সংস্থা যে সমস্ত কাজ করছে তা দেখান হবে স্থানীয় লোকদের। গ্রামীণ এলাকায় চলা প্রকল্পের সদস্যরা এতে তাদের জীবন, চিন্তা আর ইচ্ছা নিয়ে কথা বলবেন।

পরের ভিডিওতে কৃষকের সাথে কৃষকের উন্নয়ন প্রোগ্রামের প্রবক্তা মার্শিয়াল গঞ্জালেজ ব্যাখ্যা করেছেন এই প্রোগ্রাম কিভাবে তাদেরকে সাহায্য করেছে: প্রথমত তারা শিখেছেন যে জমি পোড়ানো উচিত না সেটা পরিষ্কার করার জন্য, খাদ বা বেষ্টনী কিভাবে তৈরি করা যায় ভাঙ্গন রোধের জন্য। আর একটা জিনিষ তারা শিখেছেন তা হল জাতীয় গাছের বিভিন্ন ধরনের বীজ সংরক্ষণ করে রাখা, যেহেতু এটা তাদের পরিবেশে বাড়ার জন্য যথাযথ আর গাছ কেন না কাটা উচিত, যেহেতু এর থেকে অক্সিজেন, ছায়া আসে আর পানির উৎস সংরক্ষিত হয়।

আর একটি ভিডিওতে জুয়ানা উরুটিয়া ব্যাখ্যা করেছেন এলাকার উদ্বুদ্ধকারী বলতে কি বোঝায়। একজন উদ্বুদ্ধকারী একটা দল বা গোত্রের নেতৃত্বে থাকেন, তাদের স্বার্থ সংরক্ষণ করেন, তা মাঠ পর্যায়ে, উৎপাদনে বা সামাজিকভাবে হোক। তারা জ্ঞান বিতরণ করেন যা তারা ওয়ার্কশপ বা কাজ থেকে শিখেছেন, যেহেতু এটা তাদের দায়িত্ব কাজে পরিণত করা যা তারা অন্যান্য গোত্র থেকে শিখেছেন।

মার্থা এলেনা মন্টিনিগ্রো এইসব ঋণ এবং প্রকল্প থেকে লাভবান হয়েছেন যা মহিলাদের তাদের নিজেদের ব্যবসা খুলতে সাহায্য করে। তার চাষ করা পণ্য থেকে কিছু জিনিষ তৈরি করেন তিনি। কিন্তু, সব চেষ্টা সত্ত্বেও তাকে তার দেনা শোধ করতে হবে, আর তিনি ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করেছেন কিভাবে তার আয়ের সঠিক ব্যবহার তিনি করতে পারেন যাতে দেনা শোধ করা যায়।

2 টি মন্তব্য

আলোচনায় যোগ দিন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .