ইন্দোনেশিয়া: শীর্ষ উগ্রবাদীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে

বৃহস্পতিবার সকালবেলা ইন্দোনেশিয়ার সন্ত্রাস প্রতিরোধ বিশেষ দল ডেনসুস ৮৮ জানায়, কিছুদিন আগে যে ঘটনায় মধ্য জাভার সোলের এক প্রান্তে ইসলামী চরমপন্থী দলের সাথে পুলিশের গুলি বিনিময় হয়েছে, সেই ঘটনায় যাদের সাথে গুলি বিনিময় হয়েছিল তাদের মধ্যে মৃত একজনকে তারা নুরদিন এম. হিসেবে চিহ্নিত করেছে। ইন্দোনেশিয়ার পুলিশ যে সমস্ত উগ্রপন্থী ব্যক্তিদের ধরার জন্য বিশেষ তালিকা তৈরি করেছে, নুরদিন সে সেই তালিকার এক নম্বরে ছিল।

সে নিজে এবং তার অন্যতম চার সহযোগী পুলিশের সাথে নয় ঘন্টার এই বন্দুক যুদ্ধে নিহত হয়।

পুলিশ বাহিনীর প্রধান পুলিশ জেনারেল বামবাং হেনডারসো ডানুরি বলেছেন (ইন্দোনেশিয় ভাষায়), এই চরমপন্থীর আঙ্গুলে ১৪টি চিহ্ন রয়েছে যা পুলিশের খাতায় রাখা পরিচয় চিহ্নের সাথে মিলে যায়। ডানুরি আরো বলেছেন যে এই অভিযানে যে সাফল্য এসেছে তা পবিত্র রমজান মাসের আশীর্বাদ হিসেবে এসেছে।

টু্‌ইটার এই অর্জনে উল্লাস প্রকাশ করছে:
noordin-is-dead

সেরা চরমপন্থী নুরদিনের মৃত্যু আজ ঘোষণা করা হয়েছে। এটি পুলিশ বিভাগের একটি ভালো কাজ, এরপর যেন আমাদের দেশে শান্তি ফিরে আসে- @রকরোডেন্ট

মোহাম্মদ নুরদিন, সেরা চরমপন্থী যিনি নিহত হয়েছেন, যাক নিষ্কৃতি লাভ ঘটেছে- @রয়বেনজামিন

সেরা উগ্রবাদী নুরদিন এম নরকে যাক -@নুরফিটরিয়ানি

অবিশ্বাস্য! আমরা শহরে বাস করেছি, সবচেয়ে নামী অপরাধী নুরদিন এম. এর সাথে, সে ডেনসুস ৮৮ এর হাতে নিহত হয়েছে-@আরনল্ডসিগিক

রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের সাথে ইফতার করার সময় রাষ্ট্রপতি ইয়োধোইয়ানো বলেন, তিনি পুলিশ এবং তার বিশেষ দল ৮৮ কে সন্ত্রাসবাদীদের সাথে লড়াইয়ের মতো কঠিন কাজের জন্য সর্বোচ্চ প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আরো জানান, নুরদিনের মৃত্যুর পরও এ ধরনের অভিযান আরো চলবে কারণ, সে যে সন্ত্রাসী দল তৈরি করেছে, তাদের সবাই এখনো ধরা পড়ে নি [ইন্দোনেশিয়ান ভাষায়], এর ফলে বিশ্বকে এখন হাতে হাত মিলিয়ে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে হবে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .