তাইওয়ান: প্রাক্তন রাষ্ট্রপতির আজীবন কারাবাসের প্রতিক্রিয়ায়

সেপ্টেম্বরের ১১ তারিখে, তাইওয়ানের প্রাক্তন রাষ্ট্রপতি চেন সুই-বিয়ানকে শাস্তি হিসেবে আজীবন কারাদণ্ড প্রদান ও ২০০ মিলিয়ন এনটিডি বা তাইওয়ানী মুদ্রা ( প্রায় ৬.১৩ মিলিয়ান আমেরিকান ডলার) জরিমানা করা হয়। রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও মুদ্রা পাচারের দায়ে তার এই শাস্তি । চেনের স্ত্রী উ শু-জেনেরও শাস্তি হিসেবে আজীবন কারাবাস প্রদান করা হয়েছে, তার পুত্র চেন চিচ-চুং এবং পুত্রবধূ হুয়ান জুই-চিং-এর মুদ্রা পাচারের দায়ে ২০-৩০ মাসের কারাদণ্ড হয়েছে। তাদের অন্য আত্মীয়দের সাসপেন্ডেড সেনটেন্স বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একই ধরনের ঘটনা ঘটলে জেলে যেতে হবে, এই শাস্তি প্রদান করা হয়েছে। চেনের দুই প্রাক্তন উপদেষ্টাকে যথাক্রমে ১৬ বছর ও ২০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। চেন পরিবারের উপর আনা দুর্নীতির অভিযোগ ও শাস্তির ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য তাইওয়ান নিউজ দেখুন।

জিভি চাইনীজ লিঙ্গুয়া টিম (গ্লোবাল ভয়েসেসের চীনা দলটি) টু্ইটার ব্যবহারকারীদের আহ্বান জানিয়েছিল এই বিষয়ের উপর তাদের মন্তব্য প্রদান করতে এবং হ্যাশটাগ “#এবিয়ান৯১১” ব্যবহার করে, যাতে তাদের টুইটকে চিহ্নিত করে জিভির একটা প্রবন্ধে এই বিষয়ে নিজস্ব সুপারিশ প্রদান করতে পারা যায়। এখানে অনেক ভিন্ন ভিন্ন মতামত এসেছে।

তাইওয়ানের টুইটার প্রদানকারীরা সন্দেহ পোষণ করেছেন যে, এই বিচার ন্যায়সঙ্গত হয়েছে কি না। তাইওয়ান থেকে হাউ:

[murmur] 阿扁判無期徒刑…但為什麼性犯罪者可以假釋。我恨透他貪汙,但司法也不能這樣搞啊,比例原則在哪裡啊!(認為我政治狂上身可以盡量remove我沒關 係)

এবিয়ানের আজীবনের জেল হয়েছে…কিন্তু যৌন অপরাধীরা কেন শর্ত সাপেক্ষে ছাড়া পায়, (কিন্তু তিনি সেই সুযোগ পান না কেন?) আমি তার দুর্নীতিকে ঘৃণা করি, কিন্তু বিচারবিভাগ এইভাবে তাকে নিয়ে খেলা করতে পারে না। বিচার সবার জন্য সমান, এই নীতি কোথায়!

তাইওয়ান থেকে পিপ্রেল:

扁案這簡直是抄家,以後所有被告也要比照辦理嗎?#abian911

চেন এর ঘটনার বিষয় খুব সাধারণভাবে বলতে গেলে বলা যায় তার পরিবারকে সংশোধন করা। এটা কি অন্য রাজনীতিবিদদের জন্য এক আদর্শ হবে।

তাইওয়ান থেকে জুডি৩৫:

扁案一審的判決充滿政治報復意味,讓人無法接受。此種做法不是伸張正義,而是逼台灣社會對立分裂繼續深化。扁非無辜,但過重的懲罰反而會使法院失去正當性,讓人同情他、甚至尊他為殉道英雄。 #abian911

চেনের প্রাথমিক বিচার কার্যের মধ্যে পুরোপুরি এক রাজনৈতিক প্রতিশোধের গন্ধ ছিল এবং এটি গ্রহণযোগ্য নয়। এটা ন্যায়বিচার নয়, এটি তাইওয়ানের সমাজে শক্তি প্রয়োগের মাধ্যমে শত্রুতা ও বিচ্ছিন্নতা সৃষ্টির ক্রমাগত এক প্রয়াস। চেন নিষ্পাপ নয়, কিন্তু তাকে তার অপরাধের চেয়ে বেশি সাজা দেওয়ার মধ্যে দিয়ে আদালত তার বৈধতা হারিয়েছে, এর ফলে চেনের প্রতি জনতার এক ধরনের সহানুভূতি তেরি হবে, এমনকি এর ফলে সে এক বীর নায়কে পরিণত হতে পারে, যে তার দেশের জন্য মারা যাচ্ছে। #এবিআন৯১

তাইওয়ানআরটি@দিক্যারোল থেকে ট্রাওয়ার্ল্ড: আরটি@লিডিয়া৬১৮: আরটি:@৪এফ:

你們不要傻傻的,以為謀財貪污已經走了。謀財貪污一直都在,謀最多貪最大的一直都在打人喊救人。#(真的,這才是笑點所在) #abian911

দুর্নীতি দুর হয়েছে এই বিশ্বাস করে বোকা হবার কোন মানে নেই। এখানে সব সময় দুর্নীতি ছিল এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্তরা অন্যদের নামে অভিযোগ করন যে তারাই সবচেয়ে দুর্নীতিপরায়ন, #(হ্যাঁ, এটাই যুক্তি) #এবিয়ান৯১১

চীনের তাইওয়ান আর টি @লিয়ানইয়ু থেকে ট্রাওয়ার্ল্ড:

终生监禁的两种表述方法:陈水扁无期;共产党万岁。 #abian911

দু'টি অভিব্যাক্তি “আজীবনের জন্য জেল”: চেন সুই বিয়ানের আজীবনের কারাবাস এবং সিসিপি বা চীনা কমিউনিস্ট পার্টি জিন্দাবাদ।

ওসিটিডাব্লিউ একজন ব্যতিক্রমী তাইওয়ানি যার দৃষ্টিতে ন্যায়বিচার সাধিত হয়েছে।

正義。所有犯罪的人都應該追繳犯罪所得。希望這是一個永恆的判例。 #abian911

ন্যায়বিচার হয়েছে, অপরাধীরা যে সমস্ত অবৈধ টাকা অর্জন করেছে তার সকল উদ্ধার করা ও ফেরত নেওয়া দরকার। আমি আশা করি এটা কেবল প্রাথমিক এক আভ্যন্তরীণ বিচার।#এবিয়ান৯১১

এদিকে চীনের টুইটার থেকে বলা হচ্ছে যে প্রাক্তন রাষ্ট্রপতির আজীবন কারাবাস অনেকটাই অবিশ্বাস্য। চীন থেকে গুইডিডি:

陈水扁的人生还真是跌宕起伏。。像部精心炮制的精彩大戏哪。。#abian911

চেনের জীবন যেন পরিপূর্ণ এক জোয়ার ভাটা.. এক অতি আবেগময় নাটকের মতো।#এবিয়ান৯১১

চায়না সিটির লিয়ানইয়ুর টুইটার থেকে টং:

#abian911 民主的台湾,阿扁无期;专制的大陆,人民无期。

গণতান্ত্রিক তাইওয়ান এবিয়ানকে আজীবন কারাবাসের দিকে ঠেলে দিয়েছে, চীনের অভিজাত মূল ভূখণ্ড তার সকল নাগরিককে আজীবনের কারাবাস প্রদান করেছে।

ইসমায়েলান একজন চীনা মুসলমান।

重判一个具有族群象征意义的台湾人,更让人加深了对国民党治国无能、内斗有方的恶劣历史印象. #abian91

বড় আকারে শাস্তি দেওয়া তাইওয়ানী জনগোষ্ঠীর ক্ষেত্রে আরো শয়তানী এক ধারণা তৈরি করে, প্রমাণ করে কেএমটি দেশ চালাতে ব্যর্থ এবং তারা নিজের মাটিতে যে শত্রু রয়েছে, তার সাথে যুদ্ধ করতে সক্ষম।#এবিয়ান৯১১

তাইওয়ানী-যারা ইংরেজীতে কথা বলে তাদের এই সমস্ত টুইটারের মধ্যে যে সমস্ত মন্তব্য এসেছে তাতে দেখা যাচ্ছে যে, শাসক দল কেএমটিকে কেউ বিশ্বাস করে না এবং অনেকে এই ঘটনার পিছনে কলকাঠি নাড়ার জন্য বেইজিং সরকারকে অভিযুক্ত করেছে। নিচের টুইটার গুলো নির্বাচিত করেছেন গ্লোবাল ভয়েসেসের লেখক ডেভিড রিড:

টরটিউ: বলা যেতে পারে আমি এসসিবি (চেন সুই-বিয়ান) এবং ডিপিপিকে মন থেকে পছন্দ করি না, কিন্তু আজীবন কারাবাস সত্যি অগ্রহণযোগ্য…।

টিমম্যাডডগ:তাইওয়ানের প্রাক্তন রাষ্ট্রপতি চেন সুই বিয়ান এবং তার স্ত্রী উ শু জেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গোল্লায় যাক মা ইং জোউর সরকার!

ভিএসএইচচেন: আমি আশা করি তাইওয়ানের নাগরিকরা এতটা বুদ্ধিমান যে, তারা কেএমটি তাইওয়ানের ন্যায়বিচারকে যে পদদলিত করল তা দেখতে পারছে।

আমি বিস্মিত হব না যদি কেএমটির আদালত চেন শুই বিয়ানকে প্রাণদণ্ড দেয়। এটা এখন নিশ্চিত হয়ে গেছে যে কেএমটি চেনের মৃত্যু চায়।

জগডয়েশচ: চেন সুই বিয়ানের যাবজ্জীবন কারাদণ্ড? এটা অনেক বাড়াবাড়ি মনে হচ্ছে, এমনকি এমন এক শাসনতন্ত্রে, যারা চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে এক মধুর সম্পর্ক রেখেছে। এইচটিটিপি://ওয়.লেই/ওহ১[ বিবিসি সংবাদের সাথে যুক্ত করা হয়েছে]।

জুলেসুগা@ভিএসএইচচেন, এখন আশা করা যায়, অনেকেই জেগে উঠবে এবং কেএমটির সত্যিকারে চেহারা দেখতে পাবে। একদিন চেন জেল থেকে বের হয়ে আসবে এবং আবার আমাদের এই দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে।

ডেভিড এ ছাড়াও ফার-ইস্টার্ন সুইট পটাটোর একটি প্রবন্ধের কথা বলছে, যে প্রবন্ধে এই বিশ্বাস ষ্পষ্ট যে চেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা, বেইজিং সরকারকে খুশি করবে:

চেন কোন একজন নিখুঁত নেতা ছিল না। কিন্তু সে এমন এক শাসকদের হাতে কোরবানি হয়েছে, যারা বেইজিংকে খুশি করা ছাড়া, এর মধ্যে দিয়ে আর কিছুই অর্জন করতে পারবে না। যখন সে এবং তার স্ত্রী আজীবন জেলের গারদের পেছনে কাটাচ্ছে, তখন বেইজিং সাফল্যের সাথে তাইওয়ানের আধিবাসীদের বিভক্ত করতে সক্ষম হয়েছে। তাইওয়ানের একমাত্র বিরোধী দলের মৃত্যু পরোয়ানা জারী করা হল, এমন দেশে, যে দেশ নিজেকে গণতান্ত্রিক বলে দাবি করে….।

আমি আশা করি না তাইওয়ানেও এক ৯/১১ মতো ঘটনা ঘটুক অথবা কিউবার বিপ্লবের মতো কোন এক ঘটনা, কিন্তু জনগণের কণ্ঠ যদি এভাবে উপেক্ষিত হতে থাকে এবং যদি বেইজিং একসময় তাইওয়ানে একটি মাত্র কণ্ঠস্বর প্রকাশ করার পরিকল্পনায় সাফল্য লাভ করে, আমি শংকিত যে কোন কিছুর আর প্রয়োজন হবে না।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .