ইকুয়েডর: নতুন করে কর আরোপের মাধ্যমে দেশটির অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা

বিগত কয়েক বছরে ইকুয়েডর নামক দেশটির সরকারের মূল লক্ষ্য ছিল জাতির অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো। তেলের দাম বেড়ে যাওয়া, তার চেয়ে বেশি চাপ ছিল চাকুরির বাজার সৃষ্টি করা এবং যারা এর দ্বারা আক্রান্ত হয়েছে, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা। রাষ্ট্রপতি রাফায়েল কোররেয়া এক পরিকল্পনা উপস্থাপন করেছেন, যার নাম পণ্যের অর্থনৈতিক পরিমাপ ও পেশা [স্প্যানিশ ভাষায়] (পিডিএফ আকারে)। এই নতুন পরিকল্পনার উদ্দেশ্য ভারসাম্য পূর্ণ ভাবে কর সংস্কার এবং পাঁচটি প্রয়োজনীয় পরিবর্তন সাধিত করা [স্প্যানিশ ভাষায়]:

কর নীতি পরিবর্তনের ক্ষেত্রে বিদেশী মুদ্রা বিনিময়ে মুদ্রা বহির্গমনের ক্ষেত্রে কর বেড়েছে ১ থেকে ২ শতাংশ, শেয়ার বাজারে বিনিয়োগ কারীদের লাভের উপর কর বসানো হয়েছে, যে সমস্ত কোম্পানী সরকারি কাঠামো ব্যবহার করে, তাদের উপর সামান্য কর ধার্য করা হয়েছে। যে ভাবে সিগারেটের উপর কর ধার্য কর হয়, তাতে পরিবর্তন আনা হয়েছে, নতুন করে তৈরি করা করের হিসাবের মধ্যে মদ জাতীয় পানীয় ও কোমল পানীয় এসেছে এবং আমদানি করা কাগজের উপর ১২ শতাংশ মুল্য সংযোজন কর বসানো হয়েছে।

রাষ্ট্রপতি শাসিত ইকুয়েডরের সরকার, সংবাদ সম্মিলনে কর পরিমাপের বিষয়টি ঘোষণা করছে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এই ছবি ব্যবহার করা হয়েছে

রাষ্ট্রপতি শাসিত ইকুয়েডরের সরকার, সংবাদ সম্মিলনে কর পরিমাপের বিষয়টি ঘোষণা করছে, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে এই ছবি ব্যবহার করা হয়েছে

ফরো পলিটেকনিকো [স্প্যানিশ ভাষায়] ব্লগের কার্লোস গুজমান এল, রাষ্ট্রপতির কর নীতি পরিবর্তন করার সিদ্ধান্তের পক্ষে এবং এই বিষয় সমর্থন করে, রাষ্ট্রপতির সেই সমস্ত পরিবর্তনকে, যা রাষ্ট্রপতি কোররেয়া বছরের শুরুতে বিবৃতি হিসেবে দিয়েছিলেন [স্প্যানিশ ভাষায়], সে সময় তিনি বলেছিলেন, “আগের হিসেব ভুলে যান, এই সরকারের ক্ষেত্রে ব্যাংকাররা আদেশ দেবে না। তারা ২০০৭ সালের জানুয়ারি মাসের ১৫ তারিখ পর্যন্ত আদেশ দিত”। ২০০৭ সালের ১৫ জানুয়ারি তারিখেই কোররেয়া সরকার দেশটির ক্ষমতায় আসে। গুজমান লিখেছেন:

Como un ejemplo más de las falacias con que nos hicieron vivir durante la larga, triste y miserable noche neoliberal, los áulicos del sistema glorificaron a Elsa de Mena y su supuesta “reforma tributaria” que organizó al SRI, automatizó procesos, mejoró recaudaciones y expandió la base tributaria. Lo que nunca dijeron, fue que esta dama de triste recordación se convirtió en la gran protectora de los grandes empresarios y oligarcas del país, privilegiando la recaudación de los impuestos indirectos –como el IVA o el ICE- y “olvidando” la recaudación de los impuestos directos como el Impuesto a la Renta.

ভণ্ডামির অনেক উদাহরণ রয়েছে, নিওলিবারেলিজম বা নব্য উদারনৈতিকতাবাদের সময়ে আমরা দীর্ঘ, বেদনাদায়ক এবং বিপর্যস্ত ভাবে এই সবের সাথে বসবাস করেছি। গৌরবান্বিত এলসা ডে মেনার (ইকুয়েডরের প্রাক্তন অভ্যন্তরীণ কর বিভাগের প্রধান) গৌরবান্বিত পদ্ধতি যা শব্দকোষে/ জ্ঞানকোষে ঠাঁই করে নিয়েছে, এবং ভদ্রমহিলার প্রস্তাবিত “কর সংস্কার” যা আইআরএস দ্বারা সংগঠিত করা হয়েছিল। এরা করকে এক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসে, কর সংগ্রহের মান উন্নয়ন করে এবং কর আদায়ের পরিধি বাড়ায়। তবে তারা অনেক কিছুই অপ্রকাশিত রাখে। এই মহিলা যাকে এক বেদনার মধ্যে দিয়ে স্মরণ করা হয়, তিনি বড় বড় ব্যবসা এবং দেশটির ক্ষুদ্র শাসকদের বেলায় করের ক্ষেত্রে এক ধরনের নিরাপত্তা প্রদান করেন। তিনি সরাসরি প্রদান করা হয় না, এমন সব কর আদায়ে গুরুত্ব দেন, যেমন ভ্যাট ও এসসিটি (স্পেশাল কনজামশন ট্যাক্স বা বিশেষ ভোক্তা কর) এবং সরাসরি আদায় করা যায়, যেমন আয়করের কথা ভুলে যান।

যখন অনেক ব্যক্তি কাগজ আমদানির উপর শুল্ক/কর বাড়ানোর ব্যাপারটি এড়িয়ে গেছেন, তখন ইকুয়েডরের এসোসিয়েশন অফ লাইব্রেরি বা গ্রন্থাগার সমিতির প্রধান এনরিকো এবাড মনে করেন, সরকার এ ক্ষেত্রে একটা ভুল নীতি গ্রহণ করেছে। তিনি এর সাথে যোগ করেন, এই কর বৃদ্ধি দেশটির বিজ্ঞান ও প্রযুক্তির উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি মন্তব্য করেন, সরকারি সংবাদপত্রের একটা ঘটনার উপর [স্প্যানিশ ভাষায়]:

Para invertir en Ciencia y Tecnología se necesita investigación, y como su insumo, información. Las fuentes de información científicas en su mayoría las adquirimos en el extranjero, el incremento del impuesto a la expatriación de capitales encarece el acceso a estas fuentes. ¿Se podrá hacer una distinción en ésto?

Los resultados de investigación generalmente se difunden en revistas científicas, en formato papel y electrónico. Lamentablemente el incremento del papel para la impresión de revistas afectará a las primeras. Me parece que esta es una medida “política” desatinada ¿Qué tal si mañana “las revistas” en vez de imprimirse en papel couche se imprimen en papel bond?¿Se elevará el precio del papel bond y con ello también la de los libros? !vaya si nos gusta meternos en camisas de once varas!

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিনিয়োগ করার ক্ষেত্রে, গবেষণা প্রয়োজন, যেহেতু তা কিছু প্রদান করে, যেমন ‘তথ্য’। বৈজ্ঞানিক তথ্যের জন্য যা প্রয়োজন, তার বেশীরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়, এখন, কাগজের উপর কর বাড়ানোর ফলে প্রধান গবেষকদের এই সমস্ত তথ্য পাওয়া আরো ব্যয়বহুল হয়ে যাবে। এ ধরনের করের ক্ষেত্রে কোন পার্থক্য তৈরি করা কি সম্ভব?

গবেষণার ফলাফল সাধারণত বৈজ্ঞানিক সাময়িকীতেই প্রকাশ করা হয়, তা পাওয়া যায় কাগজ এবং ইলেকট্রনিক মাধ্যমে। দুর্ভাগ্যজনক ভাবে ছাপার কাগজের দাম বেড়ে যাওয়ায় তা গবেষণা প্রকাশের উপর প্রভাব ফেলবে। আমি মনে করি এখানে বোধহীন এক রাজনৈতিক পরিমাপ করা হয়েছে, কি ঘটবে যদি আগামীতে পত্রিকা গুলো কোচে (মোড়ানো, সাধারণ) কাগজের বদলে দামি বণ্ড বা মোটা কাগজে ছাপানো শুরু হয়? তা হলে কি বণ্ড কাগজের দাম বাড়িয়ে দেওয়া হবে? সেক্ষেত্রে বইয়ের দাম কেমন হবে? গরম পানিতে পড়ার পর আমাদের চেহারার অবস্থা কেমন হবে!]

এদিকে পিপল অন আর্থ [স্প্যানিশ ভাষায়] ব্লগের ক্লারা লুসিয়া প্লাসেনসিয়া মনে করেন না এই নতুন পদ্ধতি, কর আদায়ের রেখাকে ঊর্ধ্বমুখী করবে। এর বিপরীতে ভদ্রমহিলা বিশ্বাস করেন, যারা শেয়ারের অধিকারি, তাদের উপর কর ধার্য করা মানে তারা উপর দুইবার কর দিতে বাধ্য থাকবে [স্প্যানিশ ভাষায়]। আন্দ্রেস ফ্রেইরে এক অর্থনীতিবিদ ব্লগার। গুয়াইয়াকিলের তিনি এক বিজনেস প্রমোশন অফিস বা ব্যবসা বৃদ্ধি বিভাগের প্রধান। তিনি লিখেছেন, নতুন করে করা করারোপ, নতুন চাকুরি সৃষ্টিতে সাহায্য করবে না, কারণ নতুন ব্যবসা চালু করার জন্য কোন বিশেষ পরিকল্পনা নেওয়া হয় নি বা তার জন্য কোন অর্থ বরাদ্দ করা হয় নি, বরঞ্চ উৎপাদনশীল অর্থনৈতিক খাতে কিছু সামান্য অর্থ বিনিয়োগে মনোনিবেশ করা হয়েছে। তবে ফ্রেইরে, কাগজের উপর ১২ শতাংশ কর ধার্যের ব্যাপারে একমত, কারণ তার মতে, এখন সময় এসেছে কাগজ আমদানিকারকদের ভ্যাট দেবার। তিনি জানান, কেবল ওষুধ এবং নিত্য প্রয়োজনীয় খাবারকে করের আওতামুক্ত রাখা হয়েছে।

কর সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার জন্য রাজনৈতিক ব্যক্তিরাও অনলাইন প্রচার মাধ্যমকে বেছে নিয়েছেন। লুইস ভিলাসিস মালদান্দো জাতীয় সংসদ এবং পপুলার ডেমোক্রেটিক মুভমেন্ট পলিটিকাল পার্টির জাতীয় প্রধান। তিনি লিখেছেন রাষ্ট্রপতির কেবল অর্থনৈতিক ব্যবস্থা নয়, অন্য সব পরিমাপগুলোকেও বিবেচনা আনা উচিত ছিল [স্প্যানিশ ভাষায়]। এই কারণে তা করা উচিত ছিল, যাতে সমস্যার সহজেই সমাধান করা যায। তিনি সেই দলের সাথে একমত পোষণ করেন, যারা মনে করে কাগজের উপর ১২ শতাংশ কর বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উপর প্রভাব ফেলবে এবং বই ও সাময়িকীর দাম বাড়িয়ে দেবে। তিনি অর্থনীতিকে সাহায্যের জন্য কিছ উপায়ের কথা বর্ণনা করেন।

[recuperar] los Recursos Naturales no renovables como el petróleo todavía en manos transnacionales lo cual significaría 2000 millones de dólares al año, un cobro efectivo a los grandes evasores hasta ahora no tocados que perjudican al estado anualmente con 2000 millones de dólares. Además del fortalecimiento de la banca pública para la inversión pública y comunitaria, cumpliendo el artículo 299 de la Constitución de la República que manda que los recursos públicos se manejen en la banca pública y no privada donde se retienen 1100 millones de dólares.

(পুনরুদ্ধার করা) পুন:ব্যবহার করা যায় না, এমন প্রাকৃতিক সম্পদ, যেমন তেল, যেগুলো এখনো বহুজাতিক কোম্পানীর হাতে, এগুলো রাষ্ট্রের হাতে আসা মানে, বছরে দুই বিলিয়ান ডলার আয় হওয়া। এরা কৌশলে কর ফাঁকি দেয়, এদেরকে ধরা হয় না এবং তারা রাষ্ট্রকে বছরে দুই বিলিয়ান ডলার থেকে বঞ্চিত করে। এর সাথে তিনি যোগ করে সরকারি ব্যাংকগুলোর শক্তি বৃদ্ধি করা, জনতা ও সম্প্রদায়ের বিনিয়োগের জন্য, যাতে জনতার সম্পদ জনতা নিজেই নিয়ন্ত্রণ করতে পার। কোন বেসরকারি ব্যাংক নয়, এখানে সঞ্চিত রয়েছে ১.১ বিলিয়ান ডলার।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .