সিরিয়া: কম রেটের দাবীতে টেলিকম কোম্পানিকে বয়কট করার প্রচারণা শুরু

ছবি ডনক্নুথ এর সৌজন্যে

ছবি ডনক্নুথ এর সৌজন্যে

বর্তমানে নব নব যোগাযোগ প্রযুক্তি দ্বারা সংযুক্ত একটা পৃথিবীতে সিরিয়া এখনো পিছনে পড়ে আছে। ২০০০ সালের দিকে জনগণের সাথে ইন্টারনেটের পরিচয় হয় আর বর্তমানে এর ব্যবহারের হার মোট জনসংখ্যার ১৭% এর মতো। তারপরেও, ব্যবহারকারীদের অধিকাংশ এখনো ডায়েল-আপ মোডেম এর চিৎকার সহ্য করে দেশের দূর্বল ব্রডব্যান্ড কাঠামোর কারনে। ২০০১ সাল থেকে সেলুলার নেটওয়ার্কগুলো লাইসেন্স পেয়েছিল সিরিয়াতে কাজ করার জন্য আর প্রথম দিন থেকেই সার্ভিসের রেট নিয়ে জনগনের অখুশির কথা তুলে ধরেছে মিডিয়া। সিরিয়ার টেলিকম সেক্টরের এই বাজে অবস্থার জন্যে দায়ী মূলত: আমেরিকার নিষেধাজ্ঞা আর আপাতদৃষ্টিতে সিরিয়ান টেলিকমের মধ্যে দূনীতিও অন্যতম কারন।

সিরিয়ার ব্লগাররা ঠিক করেছেন যে সিরিয়ার মোবাইল ক্যারিয়ার- সিরিয়াটেল আর এমটিএন সিরিয়ার বর্তমান উচ্চমূল্য আর বাজে সার্ভিস তারা অনেক সহ্য করেছেন। তারা প্রতিক্রিয়া দেখাচ্ছেন একটা প্রচারণার মাধ্যমে – ১লা জুন থেকে মোবাইল ক্যারিয়ারদের বয়কট করে। স্থানীয় মিডিয়া তাদের এই প্রতিবাদ তুলে ধরেছে (আরবী ভাষায়)।

প্রচারকারীরা নিচের বার্তাগুলো দিয়েছেন:

قاطعوا الموبايل في واحد حزيران 2009
ساهموا معنا في الحملة الوطنية للضغط على شركات الاتصالات لتخفيض الفواتير أسوةً بالبلدان المجاورة […] ساهم معنا وانشر الخبر ليصل إلى أكبر عدد ممكن
১লা জুন ২০০৯ থেকে মোবাইল ফোন বয়কট করুন

আমাদের সাথে অবদান রাখেন জাতীয় প্রচারণায় টেলিকম কোম্পানিদের বিরুদ্ধে তদবির করতে যাতে তারা পাশ্বর্বতী দেশের সমান তাদের বিল কমিয়ে আনে। আমাদের সাথে অবদান রাখেন আর এই খবর যতজনের মধ্যে সম্ভব ছড়িয়ে দিন।

এনারকিস্ট কুইয়ার এটার মুল্যায়ন করেছেন (আরবী ভাষায়):

بالنسبة لي فأنا أقاطع الشركات ليس فقط لأجورها العالية وإنّما أيضاً
لأساليب النصب والاحتيال التي يتبعونها مع زبائنهم, وكنت شاهدة على ذلك
خلال فترة تدريبي في شركة إم تي إن قبل أن أقدم استقالتي.
আমার জন্য, আমি এই কোম্পানিগুলোকে বয়কট করি কেবলমাত্র তাদের উচ্চমুল্যের জন্যই না, বরং তারা তাদের গ্রাহকদের সাথে ধোঁকাবাজির যে পন্থা অবলম্বন করে সেই জন্যেও। আমি এর সাক্ষী আছি এমটিএন কোম্পানিতে আমার প্রশিক্ষণের সময়ে আর পদত্যাগের আগেকার অভিজ্ঞতা নিয়ে।

আর টুইটার ব্যবহারকারী সালাম বলেছেন:

twitter

“আমি এই মোবাইল বয়কট প্রচারণা পছন্দ করেছি, আর আমি এটা ছড়িয়ে দিয়েছি (অফলাইন) এটা ভালো হতো যদি এটা একদিনের বেশী হতো।”

পরিশেষে সিরিয়া টক এর সোমার একটি মন্তব্যের উত্তরে বলেছেন:

الموضوع الأهم أنو يحس الشباب أنو نحنا كلنا ايد وحدة..بغض النظر عن الدين والطوائف…لازم نجتمع لنغيير الوضع نحو الأفضل…طالما الأفضل هوي لنا جميعاً
সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে তরুণরা যাতে অনুভব করেন যে তারা সবাই এক হাত, ধর্ম আর গোত্র নির্বিশেষে। আমাদেরকে একত্র হতে হবে আমাদের স্বার্থ তুলে ধরতে… যেহেতু উন্নতি আমাদের সকলের জন্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .