মিশর: পুরুষদের মুসলমানী বিরোধী প্রচারণা

২০০৮ এ মিশর একটা আইন পাশ করে যা নারীদের এফজিএম (মুসলমানী/লিঙ্গের ত্বকচ্ছেদ) নিষিদ্ধ করে। আজকে একদল ব্লগার পুরুষদের মুসলমানীর বিরুদ্ধে প্রচারণা শুরু করেছেন।

আল হারাম্লেক ব্লগের লেখক জোবায়দা একটা পুত্র সন্তানের জন্ম দেন আর মানা করেন তাকে হাসপাতালে মুসলমানী করার ব্যাপারে; তিনি হাসপাতালে চিকিৎসকের সাথে তার বচসার ব্যাপারে লিখেছেন:

“يا مدام… دي نضافة عشانه”
آه… ده انت جاي لرزقك بقى، باعتبارنا في القرن الرابع للهجرة وما عندناش مية ولا صابون ولا “وِت وايبس” جونسون وجونسون

فكرت أن أشرح للطبيب الأنيق إنه في أغلب الظن حمار لا يقرأ ولا يعرف سوى ما قرأه في “كتيب الاستخدام”. فكرت أن أشرح له أيضا إنني لن أسمح لليهود أن يقرروا التقطيع من جسم رضيع أنا مسئولة عنه. إنما عدت وتذكرت: بالنظر لإنه حمار ولم يقرأ سوى كتيب الاستخدام ولا يعرف عن اليهود سوى إنهم أحفاد القردة والخنازير … إيه احتمالات إنه يفهم؟

ডাক্তার বলেছিলেন, ”এটা তার নিজের স্বাস্থ্যের জন্য একটা প্রক্রিয়া”

তিনি উত্তর দেন, ”হ্যা, মনে হয় আমরা হিজরি সাল ৪র্থতে আছি আর আমরা কখনো সাবান, শ্যাম্পু আর জন্সন আর জন্সন ভেজা ওয়াইপসের কথা শুনি নি?”

আমি ভেবেছিলাম ডাক্তারকে একবার বোঝাই যিনি সম্ভবত মানুষের গঠন সম্পর্কে কিছুই জানেন না এটা ছাড়া যেটা তিনি ‘ব্যবহারকারীদের ম্যানুয়ালে’ পড়েছেন। আমি ভেবেছিলাম যে তাকে আরো বলব যে আমি রাজি না ইহুদিদের (রীতি অনুযায়ী) আমার বাচ্চার শরীরের একটা অংশ কেটে ফেলতে জোর করাতে কিন্তু সিদ্ধান্ত নেই নিজের মুখ বন্ধ রাখার- যেহেতু সে হয়তো ইহুদি সম্পর্কেও কিছুই জানেনা এটা ছাড়া যা তিনি শুনতে পান যে তারা বাঁদর আর শুকরের নাতি… আসলে তার সম্ভাবনা কতোটুকু আমি যা বলছি তা বোঝার?

এর পরে তিনি তার ছেলের দিকে তাকিয়ে বলেছেন:

لا أعرف النقطة التي خرج عندها الطبيب الأنيق تحديدا، كان الولد ملفوفا بعمر يوم واحد يكاد لا يلاحظ لو طويت عليه معطفي وهم يريدون أخذه ليوخزوه بالإبر ويقصوا من جسده المنهك بالمقص، ويعذبون أيامه الأولى بالبول الحمضي السائل على جرحه المفتوح. آه يا جزارين يا مجرمين يا جهلة. ما تخافش يا واد، ولا حد يقدر يلمسك وأنا موجودة، أمال إنت فاكر إيه؟ لما تكبر ابقى قطع في روحك زي ما أنت عايز، إنما لحد ما تكبر لك عندي أسلمك لنفسك صاغ سليم.

আমি ঠিক জানি না কোন সময়ে ডাক্তার আমাদেরকে ছড়ে গিয়েছিল কিন্তু তারা আসলে কি ভাবছিল যখন তারা আমার একদিনের বাচ্চাকে নিয়ে তার ছোট্ট শরিরে সুঁই ফুটিয়ে ঠান্ডা কাঁচি দিয়ে তার শরিরের একটা অংশ কেটে নিতে চাচ্ছিল? এই কসাইরা দুনিয়াতে আপনার প্রথম দিনে আপনার উপরে অত্যাচার করতে চায় আর অকল্পনীয় ব্যাথা দিতে চায় যখন প্রশ্রাব লাগবে এই খোলা ঘাঁয়ে…এই সব অশিক্ষিত কসাই! তাদেরকে ভয় পেয়ো না আমার প্রিয় পুত্র, তোমার উপরে কেউ একটা আঙ্গুল রাখতে পারবে না যতোদিন আমি বেঁচে আছি। বড় হওয়ার পরে তুমি তোমার দেহের যে কোন অংশ তোমার পছন্দ মতো কেটে ফেলতে পারো… তার আগে পর্যন্ত কেউ তোমাকে ছোঁবে না।

নবজাতকের কথা চিন্তা করে, তিনি আশা করেছেন:

كنت أود أن أعده إن تلك هي المرة الأخيرة التي سيتهدده الجهل والقسوة فيها، ولكنني كنت أعلم إنها ليس كذلك، وإن هذه ليست سوى الموقعة الأولى … فحسب.

আমি কি আশা করছি যে তোমাকে এই কথা দিতে পারতাম যে এটাই শেষবার হবে যখন তুমি অজ্ঞতা আর নিষ্ঠুরতা দিয়ে আক্রান্ত হবে কিন্তু আমি জানি যে আসলে এমন হবে না…এটা কেবলমাত্র প্রথম রাউন্ড!

সামথিং ফর দ্যা সোল এর এমাদ লিখেছেন:

ধন্যবাদ ইশ্বরকে, আমাদের ফেসবুকে পুরুষদের মুসলমানী নিষিদ্ধ করার প্রচারণা অনেকের দৃষ্টি আকর্ষন করেছে আর সদস্য পেয়েছে। ড: সেহাম আব্দেল সালেম- একজন গবেষক ও লেখক- আমাদের কারনকে সমর্থন করেছেন যে পুরুষদের মুসলমানী খাঁটি কসাই এর কাজ আর সরাসরি এর সম্পর্ক পুরুষ – শাসিত সমাজের সাথে; এই ধরনের অভ্যাসের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। আরো নসিরিক নামে একটা আমেরিকান সংস্থা যারা পুরুষদের মুসলমসানী প্রতিকারের চেষ্টা করছে- আমাদের সাথে যোগাযোগ করেছে।

তাদের ফেসবুক গ্রুপে, তারা বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছে যা তাদের প্রচারণার বিরোধীতার সাথে সরাসরি যুক্ত; ধর্ম, বিজ্ঞান, এইডস আর স্বাস্থ্য

ব্লগার আহমেদ আল সাব্বাগ এই ধরনের প্রচারণার মুখোমুখি হয়েছেন এটা বলে:

ثم فجاءة وعلى حين غرة وفى غفلة من الزمن وقد توقفت الساعة عن الدوران وجدت من يعبث بذكورتى .. أسف لا أعنى هذا المعنى الأبيح الذى برز إلى مخيلتك .. لكننى وأثناء جولة فيسبوكية إعتدت أن اقوم بها كل عدة أيام .. فوجئت بأن هناك حملة كبرى تم تدشينها للدعوة إلى وقف ختان الذكور وفوراً !!
ليس هذا فقط بل إن الجروب مدعم بالصور والرسومات التوضيحية التى تبين فظاعة جريمة ختان الذكور !!
طبعاً .. لن أخوض فى تفاصيل أخرى لإننى لست بعالم دين .. لكن يكفى بأن أقول أنك إذا حدثت أول شيخ أو عالم دين تقابله فى طريقك عن وقف ختان الذكور فى مصر فانه بالتأكيد سوف يتخلى عن وقارة ولربما ينصحك بإعادة الختان ..
أرحمونا يرحمكم الله
ختان إيه اللى نوقفه للذكور ..
على أى نص دينى تستندون ؟
على أى قاعدة علمية تستندون ؟؟
أم أنكم تعاطفتم مع الرجل فأردتم مساواته بالمرأة التى مُنع ختانُها ؟
هل إنتهت قضايا حقوق الإنسان فى مصر ، وأصبح للعضو الذكرى الحق الوحيد فى المطالبة بوقف ختانه ؟
السادة والسيدات أعضاء المجلس القومى للمرأة والرجل والطفل وكل المجالس القومية لكافة الكائنات الحية ..
عشان خاطر النبى،
أرحمونا يرحمكم الله ..

হঠাৎ করে আর যখন মনে হচ্ছিল সময় থেমে যাবে, আমি একটা ফেসবুক গ্রুপের সম্মুখীন হই যারা পুরুষের মুসলমানীর বিরোধী! এই দল প্রক্রিয়ার ব্যাখ্যা পোস্ট করেছে এই ধারনার নিষ্ঠুরতার সমর্থনে। আমি অবশ্য আরো ব্যাখ্যায় যাবো না কারন আমি ধর্মীয় কোন ব্যক্তি না কিন্তু আমি আপনাকে বলতে পারি যে আপনি যদি ধর্মীয় কোন লোককে রাস্তায় থামিয়ে জিজ্ঞাসা করেন পুরুষদের মুসলমানী নিষিদ্ধ করা সম্পর্কে তাদের মতামত সম্পর্কে, আমি আপনাকে আস্বস্ত করতে পারি যে সে একেবারেই সন্তুষ্ট হবে না আর তার নীতিবোধ তাকে বর্জন করবে যখন সে আপনাকে ঠিক হতে বলবে!

আমাদের উপরে দয়া করেন! আমাদেরকে শান্তিতে ছাড়েন…আমাদের ঝুঁড়ি ভরা!

কিসের উপরে ভিত্তি করে আপনি আপনার দাবি রাখছেন? ধর্মিয় আর বৈজ্ঞানিকভাবে? নাকি মহিলাদের সম্পর্কে আপনি ইর্শান্বিত হয়ে পুরুষ আর মহিলাদের মধ্যে সমতা দাবী করেন যখন মুসলমানীর ব্যাপারটা আসে? মিশরে কি মানবাধিকারের ব্যাপার কম আছে আর আমাদের সামনে কেবলমাত্র সামনের চামড়ার ব্যাপারটাই আছে?

আমাদের উপরে দয়া করেন… অনুরোধ করি!

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .