সিঙাপুর: প্রথম এলজিবিটি শোভাযাত্রা

ম্যাকবিফ -এর ফ্লিকার পাতা থেকে নেওয়া

ম্যাকবিফ -এর ফ্লিকার পাতা থেকে নেওয়া

২৫০০ জনের বেশী লোক সিঙাপুরের হং লিম পার্কে মানবীয় পিংক ডট তৈরীর জন্য জড়ো হয়েছিল। পিংক ডট ভালোবাসা এবং কাছে থাকার একটি প্রতীকি উপাদান। লেসবিয়ান বা মহিলা সমকামী, গে বা পুরুষ সমকামী, বাইসেক্সুয়াল বা উভয়লিঙ্গ এবং ট্রান্সসেক্সুয়াল বা লিঙ্গ পরিবর্তনকারী (এলজিবিটি) সম্প্রদায়ের সমর্থনে সিঙ্গাপুরে এটাই প্রথম শোভাযাত্রা।

এই ঐতিহাসিক শোভাযাত্রার আয়োজন করেছে পিংকডট

পিংকডটের ক্ষেত্রে আমরা বিশ্বাস করি প্রথম স্তর হচ্ছে সেই সমস্ত বাধাগুলো ভাঙ্গা, সমাজের মুক্ত অংশের একসাথে হওয়া। এ জন্য আমরা এই ধরনের প্লটফর্ম বা স্থাপনা, সংগঠন এবং ব্যবসায়ী ব্যাক্তির জন্য তৈরী করছি যাতে তারা এর কন্ঠস্বর হয়ে ওঠে, সবাই আরো কাছে থাকতে পারি এবং সিঙাপুরকে ভালোবাসতে পারি।

এমন সমাজে আমাদের বাস যেখানে রক্ষণশীল আইন বলবৎ রয়েছে, তা সত্বেও সিঙাপুরের অনেকেই এই কর্মকান্ডে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে।

ফাবুলিস্টা: ইয়ে! বেশ মজা হয়েছিল! বিষয়টি সংগঠিত করার জন্য ধন্যবাদ! এই ঐতিহাসিক, অর্থপুর্ণ এবং মজার অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি খুবই গর্বিত। পররর্তী শোভাযাত্রার জন্য আর তর সইছে না।

এজ লী: আমার প্রথম অধিকারের জন্য আমার প্রথম দাড়ানো। এমন এক সুন্দর অনুষ্ঠান যা ভালোবাসায় পুর্ণ তার অংশীদার হতে পেরে আমি খুবই গর্বিত!!

এফএনএইচএইচ:এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য এর সংগঠকদের ধন্যবাদ। এটি ছিল সুসংগঠিত ভাবে করা ও হৃদয় ছুঁয়ে যাওয়া একটা অনুষ্ঠান। আমি সত্যিই সত্যিই এই সুন্দর অর্থপুর্ণ এবং স্মরণীয় ঘটনার অংশীদার হতে পেরে গর্বিত। পরবর্তী পিংকডটের জন্য অপেক্ষা করে আছি!

সিঙাপুরে পিংকডটের অনুষ্ঠান

সিঙপুরে পিংকডটের অনুষ্ঠান

১৬ই মেতে অনু্ষ্ঠিত পিংকডটের জন্য একত্রিত হওয়ার বিষয়টি এই ইউটিউব ভিডিওতে দেখুন।

সিঙ্গাপুরে এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত ছিল, গে বা সমকামী অথবা সরাসরি চলা মানুষ, তরুণ অথবা বৃদ্ধ সবার জন্য।

রিকু: এই অনুষ্ঠানকে যারা সমর্থন করেছে তাদের সবার জন্য আমি গর্বিত। এটি ছিল আসলে শনিবার সকাল আনন্দদায়কভাবে কাটানোর এক সুন্দর উপায়। দোকানে, ব্যায়ামাগারে যাওয়া অথবা সুইমিং পুলে কাটানোর চেয়ে তা ভালো ছিল।

এখানে সবাই মনের দিক থেকে এত উঁচুতে ছিল, যে এখানে কোন বাঁধা নেই….অনেক বয়স্ক ব্যক্তিকে দেখে আমি অনেক বেশী খুশী- তার মানে অনেক দাদা-নানা ও দাদী-নানী এর সমর্থক।

সজুরনের: এটা অনেক বিস্ময়কর যে অনেক লোককে দেখছি যারা পিংকডটের প্রতি ইতিবাচক,যা অনেক মানবের মুল চাওয়া। আমরা আমাদের জীবন সাথী বা স্বামী বা স্ত্রীর জন্য যে ভালোবাসা ধরে রাখি, তারা তা জানবে এবং তার জন্য আনন্দ উদযাপন করবে।

আমরা আমাদের জীবন সঙ্গী বেছে নেই অপ্রয়োজনীয়ভাবে (কখন বাধ্য হয়ে) জাতি, যৌনতা এবং শ্রেণীর ভিত্তিতে। কারন আমরা সমগ্র ব্যাক্তিকে সে ভাবে বেছে নিতে দেখি। একজন ব্যক্তি যে একই সঙ্গে এই সমস্ত ভাগগুলো দ্বারা চিহ্নিত, এসবের সীমা ছাড়িয়ে, জাতি, যৌনতা এবং শ্রেণীর বাইরে – কেবল তাদের মানুষ হিসেবে সবকিছুর জন্য বিবেচনা করা উচিত।

পিংকডট: সিঙাপুরের প্রথম এলজিবিটি শোভাযাত্রা

পিংকডট: সিঙাপুরের প্রথম এলজিবিটি শোভাযাত্রা

অনলাইনের নাগরিকরা এই ঘটনা সমন্ধে একটি ভিডিও রিপোর্ট তৈরী করেছে। ইউটিউবে পিংকডট সমন্ধে আরেকটি প্রচারনামুলক ও শিক্ষামুলক ভিডিও দেখুন।

ডিকে হতাশ যে কয়েকজন অংশগ্রহণকারী বাতাসে বেলুন ছেড়ে দিয়েছে:

আসলে জনগণ আর কবে শিখবে যে বাতাসে গণহারে বেলুন ছাড়া পরিবেশের জন্য ক্ষতিকর? একে আবর্জনা হিসেবে বিবেচনা করা উচিত। ব্যতিক্রম যখন এই সমস্ত আর্বজনা আকাশে যায় তারপর মাটিতে নামার সময় কয়েক কিলোমিটার দুরে পড়ে। যদি এই বেলুন সমুদ্রে পড়ে (যা সবসময় বিবেচনা করা উচিত, ঘটনা হচ্ছে সিঙাপুর সমুদ্র পরিবেষ্টিত এলাকা), এটা সামুদ্রিক জীবদের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সিঙাপুরের শোভাযাত্রা: ভালোবাসার স্বাধীনতা

সিঙাপুরের শোভাযাত্রা: ভালোবাসার স্বাধীনতা

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .