রাশিয়া: “জনপ্রিয় একজন ব্লগার”

লাইভজার্নালের স্লাভিক (সিরিলিক) ভাষাভাষী সংস্করণগুলোতে মধ্যে, কোন ব্লগের জনপ্রিয়তা (বা ‘কতৃত্ব’) নির্ভর করে তার পাঠকের সংখ্যা বা -‘বন্ধু’- তার ব্লগের জন্য যারা গ্রাহক হন তাদের সংখ্যার উপরে। যেসব ব্লগারের অন্তত এক হাজার ‘বন্ধু’ আছে তাদের তিসিয়াচিনকি (রাশিয়ান শব্দ তিসিয়াচা থেকে “এক হাজার”) বলা হয় এবং, ব্লগের বিষয়বস্তুর মানের উপরে নির্ভর করে, এটা একটা সত্যিকারের মর্যাদা না সন্দেহজনক কিছু, যেহেতু অনেক উপায় আছে নকলভাবে ‘বন্ধুর’ সংখ্যা বাড়ানোর।

ব্লগ এর র‌্যাঙ্কিং করার সার্ভিস প্রদান করে লাইভজার্নাল.কম আর ব্লগস.ইয়ান্ডেক্স.রু। তারা মূল্যায়ন করে অন্যান্য বিষয়ের মধ্যে, একটা নির্দিষ্ট ব্লগের সাথে কয়টা লিন্কস জড়িত তার সংখ্যা, ব্লগে কটা মন্তব্য হচ্ছে আর অবশ্যই ‘বন্ধুর’ সংখ্যা।

ফলাফল প্রায় আলাদা হয়ে থাকে: উদাহরনস্বরুপ এলজে ড্রুগোই উপরের দুই র‌্যাঙ্কিং অনুসারে সব থেকে উচ্চ র‌্যাঙ্কিং ব্লগার। লাইভজার্নাল তার ব্লগের পাঠক সংখ্যা জানায় ৩২,৬৮২, আর ইয়ান্ডেক্স এই সংখ্যা বর্তমানে জানাচ্ছে ৩১,৮৩৪ হিসাবে। এলজে ব্যবহারকারী ই_গ্রিশকোভেটেস (রাশিয়ান লেখক এভগেনি গ্রিশকোভেটেস) লাইভজার্নালের র‌্যাঙ্কিং এ তৃতীয়, কিন্তু ইয়ান্ডেক্স অনুসারে #১২, যদি আপনি পাঠকদের সংখ্যা দেখেন। কিন্তু, যদি আপনি যদি এই র‌্যাঙ্কিং ব্লগ ‘অথরিটি’ দিয়ে খোঁজেন, এলজে ব্যবহারকারী ই_ গ্রিশকোভেটেস আসেন ১০৬ নং এ।

জটিল পরিমানবাচক ব্যাখ্যা একধারে রেখে, জনপ্রিয়তা বিভিন্ন জনের কাছে বিভিন্ন মানে রাখে। এলজে ব্যবহারকারী বুরতিনের ৮১৫টি বন্ধু আছে, কিন্তু কোন কারনে, উপরের কোন র‌্যাঙ্কিংএ তাকে দেখানো হয়না। ‘জনপ্রিয়’ ব্লগার হওয়ার মানে কি তা নিয়ে তিনি সরস মন্তব্য করেছেন- :

– আপনি একজন জনপ্রিয় ব্লগার তাই না?- আমার বন্ধু [এলজে ব্যবহারকারী] ডক্কা_রোসি জিজ্ঞাসা করে।
– হ্যা, – আমি খুশি হয়ে উত্তর দেই।
– তাহলে আপনার বন্ধু (পাঠক) দেরকে জিজ্ঞাসা করেন : তারা কি কেউ বেসকিড স্কি [মুকাচেভেতে তৈরি বিশেষ স্কি] বিক্রি করছেন?

তাই আমি এখানে এটা জিজ্ঞাসা করছি।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .