কাজাখস্তান: সব কিছু ঠিক করে ক্যাডাররা

”ক্যাডাররা সব কিছু সিদ্ধান্ত নেয়” – জোসেফ স্ট্যালিনের এই উক্তি কাজাখস্তানবাসী বিশেষভাবে ব্যবহার করে যখন তারা সরকারে নতুন কোন নিয়োগ নিয়ে আলোচনা করে। এসমস্ত নিয়োগে সাধারণত নতুন মুখ আসে না, পুরানো মুখগুলো আবার পূনর্বিন্যাসে এসে যায়। মেগাখুইমিয়াক লক্ষ্য করেছেন:

[রাশিয়ার প্রেসিডেন্ট] মেদভেদেভ গভর্নর পাল্টাতে তার নিজের অনুগত ১০০০ লোকের ক্যাডার সৃষ্টি করেছেন। ওদিকে কাজাখস্তানে গভর্নরশীপের জন্য ‘রিজার্ভের বেঞ্চ’ রয়েছে এক ডজন লোক। উচ্চ পদের জন্য ৫০জন বা তার বেশী লোক লাইনে রয়েছে। যদি মাঝে মধ্যে পদে আসীনদের পরির্বতন করা জরুরী হয়ে পরে সেটা তাই দ্রুত করা সম্ভব…

নেরুয়াদ মন্তব্য করেছেন নিম্নমানের একটা নিয়োগ সিদ্ধান্তের ব্যাপারে:

আমি ভাবছি সুইজারল্যান্ড, লিশটেনস্টাইন, ভ্যাটিকান আর জাতিসংঘের রাজনীতিবিদদের প্রতিক্রিয়া কি হবে যখন [কাজাখ প্রেসিডেন্ট] নজরবায়েভ এইসব দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেবেন গোয়েন্দা সংস্থার পরিচালকদের।

আলিম –আতেনবেক একটা মানবাধিকার সমস্যার কথা লিখেছেন যেমন এইবছর শীতে কাজাখস্তানের উত্তরে শিল্প শহর স্টেপ্নোগর্স্ক – প্রায় এক সপ্তাহ ধরে দেখা গেছে। সেখানে মানুষ হিটিং, পানি থেকে বিচ্ছিন্ন ছিল আর বারবার বিদ্যুত চলে যেত:

এককালের এই সমৃদ্ধ শহর সম্পর্কে এরকম খবর দু:খজনক। অদৃশ্য হয়ে যাওয়া অবকাঠামো পূন:নির্মাণ না করে, আমরা উজ্জ্বল বাড়ি নির্মাণ করছি আস্তানায় [কাজাখস্তানের নতুন রাজধানী] যেটা এখন খালি হয়ে আছে। মনে হচ্ছে অর্থনৈতিক মন্দার পরে, অবকাঠামোগত সমস্যা বাড়ছে- আর তার সাথে রাজনৈতিক সমস্যাও।

স্লাভাসে বিরক্ত কাজাখস্তান কর্তৃপক্ষ দ্বারা অলিম্পিকের নিয়মের একতরফা ব্যাখ্যায়। ২০১১ সালের এশিয়ান গেমস হওয়ার কথা ছিল আলামটিতে [ভূতপূর্ব রাজধানী] – তা এখন আংশিকভাবে আস্তানাতে সরানো হচ্ছে। খেলার প্রোগ্রামকে সংক্ষিপ্ত করার সম্ভাবনা রয়েছে – আর খেলাটা পুরোপুরি আস্তানাতে সরিয়ে নেওয়ার সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে:

খুব সম্ভবত সিদ্ধান্ত এরই মধ্যে নেয়া হয়েছে। আর সিদ্ধান্ত হচ্ছে, খোলাখুলিভাবে বললে, বোকার মতো। আলমাতি জিতেছিল খেলা অনুষ্ঠান করা অধিকার- আর কাজাখ কর্তৃপক্ষের সিদ্ধান্ত বিশ্ব ক্রীড়া সমাজের চোখে কেবলমাত্র সরকারের সক্ষমতার প্রশ্নই তোলে না, বরং আলমাতির বাসিন্দাদেরও আঘাত করে। ব্যক্তিগতভাবে আমি খুবই বিচলিত আর অবশ্যই আস্তানাতে প্রতিযোগিতা দেখতে যাব না।

একইসাথে নিউইউরেশিয়াতে প্রকাশিত

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .