ইরান: আহমাদিনেজাদকে প্রশংসা করে ইসলামী ব্লগারের কবিতা

যখন বেশ কয়েকজন ইরানী ব্লগার জেনেভায় জাতিসংঘের জাতিগোষ্ঠিগত কনফারেন্সে দেয়া প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের বক্তৃতার সমালোচনা করেছেন, তখন কিছু ইসলামি ব্লগার তার কৃতিত্বের প্রশংসা করেছেন।

হামেদ তালেবি তার ব্লগ খাবারনেগার মোসালমান (“মুসলিম রিপোর্টার) এ বলেছেন

“আমাদের শিল্পী বন্ধুরা সুন্দর কবিতা লিখছেন আহমাদিনেজাদের সমর্থনে। ডারবান কনফারেন্সে আহমাদিনেজাদের বিপ্লবী আর বিচার পক্ষীয় বক্তৃতার আগে বেশ কয়েকটা ভালো কবিতা লেখা হয়েছে আর বন্ধুদের উচিত এসএমএসের মাধ্যমে তা প্রচার করা…”

এদের মধ্যে থেকে দুটো পঙ্কতি হচ্ছে:

داني كه چيست معني آن ترك كنفرانس؟ *** يعني گريخت دشمن از آن منطق كلام
ايران به دليرمرد خود مي‌نازد *** با احمدي‌اش به دشمنان مي‌تازد
কনফারেন্স ছাড়ার মানে বোঝেন কি আপনি? শত্রুর যুক্তির কথা ফুরিয়ে গেছে এবং ইরান তার সাহসী লোককে নিয়ে গর্বিত। এ দেশ শত্রুকে তার আহমাদি [আহমাদিনেজাদের] (অস্ত্র) দিয়ে আক্রমণ করে।

মাদ্রেশে মা (আমাদের স্কুল) বলেছে যে ডারবানের কনফারেন্সে আহমাদিনেজাদের কনফারেন্সে পরিণত হয়। “আহমাদিনেজাদ যা করেছেন তা ইতিহাসের স্মৃতি থেকে মুছে ফেলা যাবে না। এখন পশ্চিমা দেশগুলো ভয় পাচ্ছে ইরানের কোন জাতিগোষ্ঠিগত কনফারেন্সে অংশগ্রহনের ব্যাপারে।”

পাবেরনেগান (খালি পায়ের মানুষ) লিখেছে যে জেনেভাতে আহমাদিনেজাদের কর্তৃত্ব ইরানের মানুষের জন্য আনন্দের কারন হয়েছে। “তার নির্বাচনী প্রচারণার কোন দরকার নেই। তিনি যা করেন তাই সব থেকে ভালো প্রচারণা।”

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .