ব্রাজিল: ব্যাক্তিগত উদ্যোগে প্রকৃতি সংরক্ষণ- সম্ভব কি?

পরিবেশের জন্য প্রতিটি নাগরিক দায়বদ্ধ। এই কথাটি ছড়িয়ে দিতে ব্রাজিলের সরকার সমাজের সর্বস্তরে জোর খাটাচ্ছে সবুজায়নের লক্ষ্যে, দুষণের জন্য দায়ী উপাদানগুলোর প্রতিরোধে এবং সবুজ ব্যবসায় বিনিয়োগে। এই উদ্যোগের মধ্য দিয়ে গড়ে উঠবে নতুন সংরক্ষক দল, যেখানে ব্যক্তিগত ভূমির মালিকগণ এবং কোম্পানীগুলো ন্যাশনাল কনজারভেশন ইউনিট সিস্টেম ( এসএনইউসি) ( জাতীয় সংরক্ষণ দল ব্যবস্থা) এ যোগদানে সক্ষম। তার উপরে সংরক্ষণ দলের ধরনের মধ্যে আছে প্রাইভেট ন্যাচারাল হেরিটেজ রিজার্ভ -আরপিপিএন (ব্যক্তিমালিকানাধীন প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ), একটি প্রাকৃতিক সংরক্ষিত এলাকা অনির্দিষ্টকালের জন্য ভাড়া নেয়া: একবার একটি এলাকাকে রিয়েল এস্টেট রেজিষ্টার দপ্তরে আরপিপিএন এর আওতায় আনলে তাকে আর পরির্বতন করা যাবেনা। কোন এলাকাকে এই নামকরণ করার জন্য যাইহোক সেটাকে নিম্নের যেকোন একটি ধরনের আওতায় রাখতে হবে:

  • জৈব রূপান্তরের গুরুত্ব থাকতে হবে।
  • প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব থাকতে হবে।
  • কিছু এমন বৈশিষ্ট্য থাকতে হবে যা পন্থাটিকে যৌক্তিক করবে (যেমন বিপন্ন শ্রেনীর প্রাণী অথবা বেশ ক্ষতিগ্রস্ত প্রাকৃতিক জীবদল)

আধা মিলিয়ন হেক্টর এর কাছাকাছি ব্যক্তিমালিকানাধীন ভূমি ব্রাজিলের ফেডারেল এবং রাষ্ট্রীয় আইনে সংরক্ষিত। এক দিকে, এই উদ্যোগ ভূমির ব্যবহারকে প্রতিহত করে। একচেটিয়া ব্যবহার আর কোনভাবেই অনুমতিপ্রাপ্ত নয় এবং এলাকাগুলো অবশ্যই পুনরুদ্ধার এবং ব্যক্তিগত বিনিয়োগে এগুলো রক্ষনাবেক্ষণ করা হবে। অন্যদিকে, সরকার আরপিপিএন কার্যক্রমে বিনিয়োগ করে সম্পক্তির মালিকদের নিকট পৌঁছানোর মত একটি সুনির্দিষ্ট আর্থিক সাহায্য পৌঁছানোর ব্যবস্থা তৈরী করে। যদিও একচেটিয়া চর্চা নিষিদ্ধ তবুও নতুন কার্যক্রমকে উৎসাহিত করা হয় তাদের নিয়ে অবসর ভ্রমণে, বিজ্ঞানভিত্তিক প্রকল্পে, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রমে এবং প্রকৃতি পর্যটনে। এরপরও আছে পরিমিত কর হ্রাস এবং ভূমি মালিকদের পল্লী ক্রেডিটে প্রবেশের অগ্রাধিকার আছে এবং তারা এনজিওদেও থেকে এবং প্রকৃতিগত অর্থ সঞ্চয় থেকে অর্থনৈতিক সহযোগিতা পাবার জন্য আবেদন করতে পারে।

আরপিপিএন এর ব্যাপক প্রভাব আছে সমাজে। প্রাকৃতিকভাবে সংরক্ষিত ভূমি সবুজ বিষয়টি ঝুঝতে সাহায্য করে, একটি সুষম পরিবেশের গুরুত্বের মত। অনেক ব্লগার এই ধরনের সংরক্ষণ দেখে তাদের অভিজ্ঞতা তুলে ধরছে, যেমন পিটাকুইনহোস ডা ফার্নান্দো ব্লগ থেকে ফার্নান্দো ডি সোজা পিমেনটাল যে কিনা তার পরিবেশবীদ পিতা কর্তৃক তার বিদ্যালয়ে শেষ নভেম্বর মাসে ভ্রমণের বর্ননা দিয়েছে:

“Hoje na escola onde eu estudo, a Escola de Educação Básica Nossa Senhora (Angelina, SC), aconteceu a 1ª amostra pedagógica do colégio.
Meu pai foi convidado para palestrar sobre a RPPN Rio das Lontras e o seu trabalho pela causa ambiental. Alunos e professores foram convidados a assistir essa aula na sala temática do mundo animal, ensinando aos alunos o quanto o meio ambiente necessita de cuidados.”

“আমি যে বিদ্যালয়ে পড়ি সেখানের প্রথম শিক্ষামূলক পুরষ্কার যার নাম এসকোলা ডি এডুকাকাও বেসিকা নোসা সেনহোরা (অ্যাঞ্জেলিনাতে, সান্তা ক্যাটারিনা) এবং আজ সংঘটিত হয়েছে। আমার বাবা আরপিপিএন রিও ডাস লনট্রাস সম্বন্ধে একটা আলোচনার প্রধান হিসাবে নিমন্ত্রিত হন এবং একজন পরিবেশ কর্মী হিসাবে তার কর্মকান্ড বিবৃত করেন। ছাত্রছাত্রীরা এবং শিক্ষকরা জীব বিশ্ব বিষয়ে সেই তথ্যবহুল আলোচনা দেখতে আমন্ত্রিত হন, সকল কে দেখানো হয় যে পরিবেশের কতটুকু খেয়াল রাখা প্রয়োজন।”

পরিবেশবিদ শিক্ষক এবং ছাত্রছাত্রীদের ভারসাম্যময় পরিবেশের গুরুত্ব বিষয়ে বক্তৃতা দিচ্ছে।

২০০২ সালে, তার পরিবার সান্তা ক্যাটরিনা তে একটি জমির মালিক হয় যা ২০০৫সালে আপপিপিএন রিও লন্ট্রাস এ পরিণত হবে। এই সংরক্ষণটির নিজস্ব ব্লগ আছে এবং আছে একটি ফনা (জীবজন্তু) ছবির অ্যালবাম, তাদের কর্মকান্ডের স্মৃতি ধরে রাখার জন্য তা সংগ্রহে রেখেছে ফার্নান্দোর পিতা মাতা ক্রিস এবং ফার্নান্দো। তাদের সর্বশেষ পোষ্টে, তাদের এলাকায় যেসব পাখী পাওয়া যায় তাদের প্রজাতির বর্ননা করা হয়েছে, যেগুলোর মধ্যে অনেকগুলোই বিপন্ন প্রায় পাখী। ইউ ক্যান হিয়ার দেম (তুমি তাদের শুনতে পারো) কাজের জন্য তাদের ধন্যবাদ। ব্লগে তারা কিভাবে কাজ এগিয়ে যাচ্ছে তার বর্ণনা দিয়েছে:

রিও ডাস লন্ট্রেস এর একটি সাদামাটা বাড়ি

“A singela casinha que alugamos como base para abrigar outra equipe de pesquisadores tem ao fundo uma vista parcial da RPPN Rio das Lontras. … Aqui um aparelho de GPS e um medidor de temperatura e umidade aguardam na janela a hora de ir a campo;… O levantamento visual e auditivo foi o método utilizado em campo para a elaboração da lista de espécies da RPPN Rio das Lontras. Foram registradas 127 espécies na RPPN e em seu entorno imediato.

“অন্য গবেষক দলের জন্য ভাড়া করা নির্মল ছোট বাড়ীটির পেছনে আরপিপিএন রিও ডাস লন্ট্রেস এর আংশিক দৃশ্যমান…একটি জিপিএস যন্ত্র এবং আদ্রতা ও তাপমাত্রা পরিমাপক জানালায় মাঠ কাজের জন্য পড়ে আছে;…দেখার ও শোনার মাধ্যমে করা একটি তালিকাই মাঠে ব্যবহৃত কর্ম পদ্ধতি, এবং ফলাফলই হলো আরপিপিএন রিও ডাস লন্ট্রেস এ পাখীর প্রজাতির তালিকা। আরপিপিএন এবং আশেপাশে ১২৭ প্রজাতি লিপিবদ্ধ করা হয়েছে।”

স-বিলড হার্মিট (র‌্যামফোডোন নাভিয়াস) এর চিত্র, যা আরপিপিএন রিও ডাস লন্ট্রেস এর বসবাসরত প্রজাতি হিসাবে উল্লেখ করা হয়েছে। আলোকচিত্রী নিক অ্যানাস, অনুমতি ক্রমে ব্যবহার করা হয়েছে।

টাই ডো মাটো (হাবিয়া রুবিকা) এটাও পাওয়া যায় আরপিপিএন রিও ডাস লন্ট্রেস এ। আলোকচিত্রী গেইসার ট্রাইভেলাটো। অনুমতিক্রমে ব্যবহার করা হয়েছে।

শিক্ষক থাইজা মনটিন তার স্কুলের সাথে একটি প্রতিযোগীতার পুরষ্কার সরূপ বানানা মেনিনার একটি ভ্রমনে গিয়েছিল, যা শিক্ষা এবং গবেষনার জন্য একটি সংরক্ষিত এলাকা। নিচে উল্লেখিত পোষ্টটিতে সে প্রকাশ করেছে বিভিন্ন ছবি এবং বর্ননা করেছে তার উত্তেজনাকর অভিজ্ঞতা।

“Um passeio maravilhoooooso e extremamente produtivo, uma vez que, além da visita ao lugar também fomos agraciados com o Programa “Povos do Cerrado”, e tivemos várias palestras e aulas ministradas no meio da mata, envolvendo Meio Ambiente, Arqueologia, História de Goiás, Biologia e Gastronomia. Uma maravilha, realmente, de premiação!”

বনে আলোচনা কক্ষ

“এটা ছিল চমকপ্রদ এবং বেশ ফলপ্রশু, এই ধারনা থেকে যে এই ভ্রমণের মাধ্যমে আমরা “পোভোস ডো ক্যারাডো” [ট্রপিক্যাল সাভানা হতে আগত লোকজন] অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। বনের মধ্যেই আমাদের অনেক বত্তৃতা ও আলোচনা হয়, পরিবেশ বিষয়ে, নৃবিজ্ঞান বিষয়ে, গোয়াস [প্রদেশের] ইতিহাস বিষয়ে, জীব বিজ্ঞান ও খাদ্যবিজ্ঞান বিষয়ে। এটা অবশ্যই একটা চমকপ্রদ পুরষ্কার ছিল।”

আরপিপিএন এর সংরক্ষণ এলাকার আশেপাশে বসবাসরত মানুষের জন্য বেশ উপকারী শিক্ষাকার্যক্রম শুরু করছে। ব্যক্তিগত উদ্যোগ ছাত্রছাত্রীদের পরিবেশের গুরুত্ব ভালভাবে বোঝার এবং দেখার জন্য সহায়ক হয়ে খুলে দিচ্ছে পরিবেশ বিষয়ে নতুন জানালা। ব্রাজিলের আরপিপিএন-ধরা হয় আন্তর্জাতিক ব্যবস্থাগুলোর মধ্যে অদ্বিতীয়-প্রমাণ করেছে যে পরিবেশ এবং মানবজাতি বসবাস করতে পারে যথার্থ তালমিলে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .