ইউক্রেইন: ‘রুশোফোন ইউক্রেইনের জাতীয়তাবাদী’

লাইভজার্নাল (এলজে) ব্যবহারকারী আলেক-ইয়ার এই পোস্টটিতে একশরও বেশী মন্তব্য পরেছে আর এখন তালিকাভুক্ত হয়েছে ইয়ান্ডেক্স ব্লগের সেরা ৪টা জনপ্রিয় বিষয়ের মধ্যে। তিনি ব্যাখ্যা করেছেন “রুশোফোন ইউক্রেইনের জাতীয়তাবাদী” মানে কি:

এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু এমন মানুষের অস্তিত্ব আছে। আমি বলতে পারি, আমি তাদের একজন।

  • এরা তারা যারা তাদের পুরো জীবন রাশিয়ান ভাষায় কথা বলে কাটিয়ে দিয়েছে, কিন্তু তারা নিজেদের ইউক্রেইনিয়ান মনে করেন আর ইউক্রেইনকে তাদের মাতৃভূমি।
  • আমরা কথা বলার সময়ে বিনা কষ্টে এক ভাষা থেকে আর এক ভাষায় চলে যেতে পারি: দেশের সব অংশে আমাদের বন্ধু আছে।
  • আমরা বিদেশে আছি আর কেউ জিজ্ঞাসা করছে, ”আপনি কি রাশিয়া থেকে?” আমরা বলি, “না! আমি ইউক্রেইন থেকে।”
  • আর একটা প্রশ্নে: “আপনার স্থানীয় ভাষা কি?” আমরা উত্তর দেই: “আমি দ্বিভাষী: ইউক্রেইনিয়ান আর রাশিয়ান।”
  • কোন চলচ্চিত্র দেখার পরে আমরা মনে করার চেষ্টা করি সেটা কোন ভাষায় ছিল, রাশিয়ান না ইউক্রে‌ইনিয়ান।
  • আমাদের কি বোর্ডে তিনটা ক্যারেক্টার সেট অপশান থাকে: Ї [ইউক্রেইনিয়ান], Ы [রুশ], S [ইংরেজী].
  • আমরা খুশি আমাদের বাচ্চারা যদি ইউক্রেইনিয়ান [ভাষার] কিন্ডারগার্টেন আর স্কুলে যায়।
  • আমাদের কিছু কর্মকর্তার জোরালো প্রচেষ্টা লোকের উপরে ইউক্রেইনিয়ান ভাষা চাপিয়ে দেয়ার ব্যাপারটা আমাদেরকে প্রথমে ভীত করে কারন এর ফলে মানুষ ইউক্রেনিয়ান থেকে ভয়ে পালাতে পারে।
  • আমাদের জন্য, [তারাস শেভচেঙ্কো], [ইভান ফ্রাঙ্কো], [লেস কুরবাস] (তালিকা সীমাহীন) এরা হচ্ছেন (একই রকম গুরুত্বপূর্ণ) [মিখাইল লেরমন্তোভ], [আলেকজান্ডার পুশকিন], [মিখাইল বুল্গাকোব] এর মতো।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .