ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জ, আমেরিকা: অ্যালেন স্টানফোর্ড কোথায়?

সর্বশেষ খবর: বার্বাডিয়ান প্রবাসী ব্লগার কেলট্রুথ কর্প, মূলধারার প্রচার মাধ্যমের রিপোর্ট থেকে নিশ্চিত হয়েছেন যে জনাব স্ট্যানফোর্ডকে ভার্জিনিয়ায় দেখা গেছে। এই পোস্টের লেখার সময় পর্যন্ত তাকে কোন অপরাধ্মূলক কাজের জন্য দোষী করা হয়নি।

টেক্সাসের কোটিপতি আর ক্যারিবিয়ান ক্রিকেট ম্যাগনেট অ্যালেন স্ট্যানফোর্ড এর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ করা আমেরিকার সিকিউরিটিজ আর এক্সচেঞ্জ কমিশনের ব্যাপার – কিন্তু প্রথমে, কর্তপক্ষকে তাকে খুঁজে পেতে হবে। আতঙ্কিত বিনিয়োগকারীরা যখন স্টানফোর্ড- মালিকানাধীন ব্যাঙ্কে ভীড় করছে অ্যান্টিগুয়া থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত তাদের বিনিয়োগ তুলে নেয়ার জন্য, তখন গুজব চলছে যে জনাব স্ট্যানফোর্ড কোথায় থাকতে পারেন

লাইভ ইন গায়ানা এই খবর শুনেছেন যে ‘কোটিপতি বিনিয়োগকারী আর ক্রিকেটে অর্থায়নকারী অ্যালেন স্টানফোর্ড ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন’ এবং মন্তব্য করেছেন যে উনি ‘ডাটারাম এর মত করেছেন'। তার পালানোর পদ্ধতি ‘গায়ানিজ মাদক অভিযুক্ত আর আমেরিকার পলাতক ব্যারি ডাটারাম‘ এর সাথে তুলনা করেছেন। এই ধরনের কথা এটাই একটা না অন্যান্য ব্লগেরও একই মত। বার্বাডোস ফ্রি প্রেস বলেছেন:

বর্তমান আর আগের দোষারোপের মধ্যে আছে স্টানফোর্ডের কোম্পানিগুলো দ্বারা মাদকের টাকা পাচার।

…আর তিনি আর একটা পোস্ট দিয়েছেন যেটা ইঙ্গিত করছে:

আমেরিকার ফেডারেল কর্তৃপক্ষ জানাচ্ছে যে পোঞ্জি- স্কিমের জালিয়াতির চার্জের সাথে স্যার অ্যালেন ফেঁসে যেতে পারেন একটি মেক্সিকান মাদক দলের অর্থ পাচার আর সরকারী কর্মকর্তাদের ঘুষ দেয়ার জন্যেও।

লিভিং ইন বার্বাডোস এই সকল সংবাদকে বলেছেন ‘খুব ভালো একটা জিনিষ’ এবং মন্তব্য করেছেন যে এর ফলে রাজনীতিদিদের জোর করা যায় তাদের সম্পত্তির ঘোষণার জন্য… যাতে স্বার্থের সংঘাত যতদূর সম্ভব কম করার সম্ভাবনা সৃষ্টি করা যায়'।

তিনি আরো বলেছেন:

সাম্প্রতিক অর্থনৈতিক সংকট যা সিএল ফাইন্যান্সিয়াল গ্রুপের ত্রিনিদাদ কাজে আর এখন এলেন স্টানফোর্ড এর আর তার এন্টিগুয়া- রেজিস্ট্রি করা স্টানফোর্ড ফাইন্যান্সিয়াল গ্রুপের বিরুদ্ধে যে জালিয়াতির অভিযোগ উঠেছে সব কিছু তাদের নিজেদের বাড়ীর পিছনেই একটা সম্ভাব্য দুর্যোগের দিকে ইঙ্গিত করছে। কতোদুর পর্যন্ত একজন রাজনীতিবিদ একটা রোগাক্রান্ত প্রতিষ্ঠান বা তার সাথে যুক্ত মানুষের সাথে সম্পৃক্ত? এই ধরনের বন্ধন অতদূর পর্যন্ত আছে, সেটা কিভাবে প্রভাব ফেলেছে বা ফেলবে রাজনৈতিক আর নীতিগত সিদ্ধান্ত? জনাব স্ট্যানফোর্ডের সাথে অ্যান্টিগুয়ান সরকারের বেশ গভীর সর্ম্পক ছিল, আর সামনের মাসে নির্বাচন ঠিক হওয়ায় এটা শাসক দলের উপর খুব খারাপ প্রভাব ফেলতে পারে। বোর্ডে বার্বাডোসের কেন্দ্রীয় ব্যাঙ্কের ভূতপূর্ব গভর্নর আছেন। জনাব স্ট্যানফোর্ড পালানোয় (শোনা গেছে সেন্ট ক্রয়েক্স, আমেরিকার ভার্জিন দ্বীপ), তাকে আর তার সম্পদকে খোঁজার পথ কিছু অপ্রত্যাশিত দরজার দিকে নিয়ে যেতে পারে।

বার্বাডোসের অর্থ পাচারের পরামর্শক ইতোমধ্যে ‘লর্ড কনরাড ব্লাক‘ এর গল্পের সাথে এর মিল খুঁজে পান। কিন্তু কিছু ব্লগারের মূল চিন্তা এখনো হচ্ছে জালিয়াতির অভিযোগের সম্ভাব্য প্রভাব ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের উপরে। বি.সি. পায়ার্স বার্বাডোস থেকে লিখেছেন:

ওয়েস্ট ইন্ডিজের সারা রাত লাগলো তাদের ইংরেজ নাইটওয়াচম্যানকে সরাতে। ব্লগিং এর সময়ে, দুপুরের খাবারের সময় মাথার উপরে, ইংল্যান্ড প্রায় ৪০০তে এগিয়ে ছিল ৭ উইকেট হাতে। অধিনায়ক স্ট্রাউস কি ইনিংস ঘোষণা মধ্যাহ্নভোজের পরে পর্যন্ত ধরে রাখবে? যতক্ষণ না কুক সেঞ্চুরি করে? অ্যালেন স্ট্যানফোর্ডের বিনা বিচারে ফাঁসি না হওয়া পর্যন্ত?

ওয়েস্ট ইন্ডিজের ভক্তরা- যারা এখনো একদা খুব ভালো একটা দলকে এখনও সমর্থন করার ভার বহন করছে তাদের জন্য কেমন একটা পথভ্রষ্ট করার মতো কথা – এখন আসল বির্তক হলো কখন ইনিংস শেষ হবে? চা এর আগে? আজকের খেলা শেষের আগে? কালকের মধ্যাহ্নভোজে? এই বাক্য শেষ হওয়ার আগে?

আবারো, এটা অল্প বিশ্বাসের ব্যাপার না যেমন তা আমাদের অনেক দুর্যোগের অভিজ্ঞতা আছে।

ক্যারিবিয়ানদের সম্প্রতি অনেক অভিজ্ঞতা হয়েছে অর্থনৈতিক সাম্রাজ্যের পতনের ফলের প্রভাব নিয়ে – স্ট্যানফোর্ড নিয়ে গল্প এখন কেমন হবে তা দেখার বিষয়।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .