বলিভিয়া: ডেঙ্গু রোগকে মোকাবেলা করা

ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা বলিভিয়ার পুর্বাঞ্চলে শস্য ও বাসগৃহের ক্ষতি করে। এই বন্যা আবার মশককুলের জন্য তাদের ভাবী উত্তরাধিকরাদের জন্ম দেবার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। এখানে জন্মলাভকারী মশারা আবার ডেঙ্গু রোগের জীবানু ছাড়াতে সক্ষম। ডেঙ্গুর লক্ষণ এর মধ্যে রয়েছে তীব্র মাথাব্যাথা, পেশী এবং হাড়ের গিটে বা জোড়ায় ব্যাথা হওয়া। এ ছাড়া আরো ভয়াবহভাবে ডেঙ্গু হেমোরজিক জ্বর তৈরী করে। এই রোগে ইতিমধ্যে দেশটিতে তিনজন মারা গেছে

আলকোলিকোর এরিকা পিন্টো (স্প্যানিশ ভাষায়) লিখছেন যে ডেঙ্গু জ্বর ইতিমধ্যে সান্তা ক্রুজ শহরে ছড়িয়ে পড়েছে। তিনি আশা করছেন এটি তার নিজের শহর ত্রিনিদাদে হানা দেবে না।

সান্তা ক্রুজের ব্লগার উইলি এন্ড্রেজ সরাসরি ডেঙ্গু জ্বর মোকাবেলার অভিজ্ঞতা অর্জন করেছিলেন(স্প্যানিশ ভাষায়):

Esta muy complicado esto del dengue por estos rumbos; no es de tenerlo en poco, especialmente viendo testimonios de personas que han quedado marcadas de por vida por no tratar a tiempo y como debe ser esa enfermedad. Y pensar que todo esto es por culpa de un insecto tan peqeño, al final de todo… ¡qué débiles somos!.

He tenido el tiempo en que pasé por esa enfermedad, no es nada agradable sinceramente, los dolores en las articulaciones, en los músculos… es como si te hubieran pegado.

এখানে ডেঙ্গু বেশ জটিল এক সমস্যা। এটাকে কেউ ছোট করে দেখে না। বিশেষ করে যখন কেউ দেখে আক্রান্ত ব্যাক্তি জীবনের জন্য ছটফট করছে, কারন সঠিক সময়ে এই রোগের চিকিৎসা হয়নি। এই রোগের ক্ষেত্রে সঠিক সময়ে চিকিৎসা পাওয়াটা খুবই জরুরী। আর এ সকল কিছু ত্রুটির কারন ছোট্ট একটা প্রাণী, সবশেষে বলা যায় আমরা আসলে খুবই দুর্বল!

এক সময় আমি নিজেই এই রোগে আক্রান্ত হই এবং যদি সত্যি বলি সেটা মোটেও ভালো কোন অভিজ্ঞতা ছিল না। আমার প্রতিটি গোড়ায় ব্যাথা ছিল। এটি এমন ব্যাথা যেন কেউ তোমাকে পিটাচ্ছে।

এখন সে তার স্ত্রীকে সাহায্য করছে কারন সেও খুব সম্প্রতি ডেঙ্গু রোগ থেকে সেরে উঠেছে। এছাড়া তার স্ত্রী তিন মাসের অন্ত:স্বত্তা যা কিনা আরেক ধরনের চিন্তার কারন হতে পারে। তারা সান্তা ক্রুজের অনেক ক্লিনিকে গেছে, যতক্ষণ না পর্যন্ত সঠিক ক্লিনিক পাওয়া যায়নি ততক্ষন তারা যথাযথ চিকিৎসা পায়নি। এখন সবকিছু আগের চেয়ে অনেক ভালো এবং শিশুটি এই রোগে আক্রান্ত হয়নি। তিনি সবাইকে জানান:

gracias a Dios, Sara esta mucho mejor y con los medicamentos indicados. A cuidarse del dengue.

ঈশ্বরকে ধন্যবাদ, সারা এখন আগের চেয়ে ভালো এবং সঠিক ওষুধ নিচ্ছে। নিজেকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করুন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .