তাইওয়ান: এইচআইভি পজিটিভ ব্লগারের জীবনের জন্য ভালোবাসা

Taiwan তাইওয়ানের আর দুনিয়ার বেশীরভাগ ব্লগারের জন্য, ডিসেম্বরের ১ তারিখ হচ্ছে বিশ্ব এইডস দিবস, কিন্তু বিশ্বের সব জায়গার এইচআইভি+ ব্লগারদের জন্য প্রত্যেকদিনই এইডস দিবস।

দুই বছর আগে আমি আমার ব্যক্তিগত টুইটারে জানতে চেয়েছিলাম: ”কেউ কি এইচআইভি আক্রান্ত কোন ব্লগারকে চেনেন?” তারপরে আমি ল্যানহেনরি৮৮ এর কাছ থেকে উত্তর পেয়েছিলাম। আমাকে তিনি যেসব লিঙ্ক দিয়েছিলেন তা অনুসরন করে আমি অনেক ব্লগার পেয়েছিলাম যারা এইচআইভিসহ তাদের জীবন সম্পর্কে ব্লগ করেন। প্রাথমিকভাবে আমি ধাক্কা খেয়েছিলাম যে তাইওয়ানে এত কটা ব্লগ এইচআইভি+ ব্লগার দ্বারা লেখা হয়, কিন্তু পরে যখন আমি এগুলো একটার পর একটা ব্লগের পর ব্লগ, পোস্টের পরে পোস্ট হিসাবে পড়লাম। তারা কেমন করে বেঁচে থাকে আর ব্লগ করে তা জেনে আমি গভীরভাবে নাড়া খেয়েছিলাম। নীচে তাদের মধ্য থেকে কয়েকজনকে পরিচিত করিয়ে দিচ্ছি।

নাম: 傑(জে)

ব্লগ: 傑的祕密花園 (জে এর গোপন বাগান)

অবস্থান: তাইওয়ান

বর্ণনা: জানুয়ারী ১০, ২০০৮ এ জানতে পারেন যে তিনি এইচআইভিতে আক্রান্ত। ৩ মাস পরে যে তার প্রথম ব্লগপোস্ট ‘টুয়াইলাইট ২০০৮‘ লেখেন। আর এক পোস্ট ‘ফিয়ারলেস‘ এ তিনি হাসপাতালে এইচআইভি+ চিহ্নিত করার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তিনি তার মাকে জানান যে তিনি গে আর এইচআইভি আক্রান্ত এবং তিনি তার আর তার পরিবারের জন্য খুবই দু:খিত। তবে তার মা এটা গ্রহণ করেছেন। তিনি বলেছেন: “আমার মার ভালোবাসার কথা চিন্তা করে, আমি মৃত্যুর সম্মুখীন হতে আর ভয় পাইনা, কারন আমি সব কিছু পেয়েছি।”

নাম: 原之人生 (ইউয়ানের জীবন)

ব্লগ: 原之人生 এইচআইভি+

অবস্থান: তাইপেই, তাইওয়ান

বর্ণনা: এইচআইভি আক্রান্ত যে এটি জানতে পারেন ১৬ ফেব্রুয়ারি ২০০৭। তিনি তার মতো লোককে উৎসাহ দেন একটি পোস্টে এই বলে: “মাথা উঁচু করে দাড়ান, অশ্রু ঝরতে দেবেন না।”

নাম: এডি

ব্লগ: 這是給感染hiv,還不須服藥者的新聞台 (এটা এমন এইচআইভি+ লোকের জন্য একটা ব্লগ, যাদের ঔষধ খাওয়ার প্রযোজন নেই)

অবস্থান: তাইওয়ান

বর্ণনা: ২০০৬ সালের এপ্রিল মাসে জানতে পারেন যে তিনি এইচআইভি আক্রান্ত। এডি উদ্যমী আর বলিষ্ট। তিনি তার ব্লগ শুরু করেন মানুষকে এই ভাইরাসের সাথে যুদ্ধ করতে সাহায্য করার জন্য। তিনি সংবাদ, পদ্ধতি, আর ব্যক্তিগত অভিজ্ঞতা প্রকাশ করেন অন্যন্য এইচআইভি+ ব্যক্তিদের উৎসাহিত করার জন্য। তার ব্লগ অনুসারে, তার স্বাস্থ্যের অবস্থা আগের থেকে ভালো হচ্ছে। তিনি মানুষকে পরামর্শ দেন (তারা আক্রান্ত হোক বা না হোক) স্বাভাবিক জীবনযাপনের জন্য আর ‘কিগোং‘ ব্যায়ামের চেষ্টা করতে। আর একটা জিনিষ: তিনি তাইওয়ানের স্বাস্থ্য সেবাকে ধন্যবাদ দিয়েছেন কারন এইচআইভি এর ঔষধ প্রায় বিনামূল্যে পাওয়া যায়।

নাম: উইলসন

ব্লগ: HIV你好 (হ্যালো, এইচআইভি)

অবস্থান: তাইওয়ান

বর্ণনা: উইলসন ২০০৭ সালের জুলাই মাসের ১০ তারিখে জানতে পারেন যে তিনি আক্রান্ত, আর তার ২ মাস পরে ব্লগ শুরু করেন। তিনি বেশী ভীত আর তার ব্লগ অনুসারে, তিনি মাঝে মাঝে মিথ্যা বলেছেন নিজেকে বাঁচানোর জন্য আর ভাব ধরেছেন যে সব কিছু ঠিক আছে, তার বন্ধুদের কাছেও যারা আক্রান্ত। কিন্তু, এখন তিনি তার চিন্তাধারা পাল্টিয়েছেন আর যে লোক তাকে আক্রান্ত করেছে তাকে আর ঘৃণা করেননা। তিনি বলেছেন: “যদি এইটা (এইচআইভি) আমার না হতো, আমি কখনো এতো জন স্বেচ্ছাসেবী, বন্ধু বা নেতাদের জানতে পারতাম না যারা সুন্দর, দয়ালু আর জীবনের আসলে মানে খুঁজতে চান স্বপ্রনোদিত হয়ে।”

নাম: 冠德 গুয়ান দে

ব্লগ: 有了愛滋~還能擁有愛嗎? (এইডস থাকার পরেও কি আমি ভালোবাসা পাব?)

অবস্থান: তাইচুং, তাইওয়ান

বর্ণনা: ৩ বছর ধরে গুয়ান দে পোস্ট করেছেন আর তার এইচআইভি+ এর জীবন ভালোবাসার কাহিনীসহ ব্লগে তুলে ধরেন। তার পরিস্থিতির প্রতি তিনি খুব সাহসী আর আশাবাদী। তিন এখনো ভালোবাসতে চান আর ভালোবাসা চান।

নাম: 崇慕思 চুং মু সি

ব্লগ: 等待HIV的奇蹟 (এইচআইভি এর অলৌকিককতা দেখার অপেক্ষায়)

অবস্থান: তাইওয়ান

বর্ণনা: যদিও তিনি এই ব্লগ শুরু করেন তার এইচআইভি এর সাথে জীবনের একটা রেকর্ড রাখার জন্য ২ বছরের বেশী সময় ধরে, চুং তার ব্লগ মজার, তথ্যপূর্ণ আর স্বাগতিক রাখেন। তার ব্লগে বিভিন্ন বিষয় থাকে, ভালোবাসা থেকে, রাজনীতি, গে সংবাদের সমালোচনা আর হাসপাতালের অভিজ্ঞতা।

নাম: 祈寬 কি কুয়ান

ব্লগ: ♥我與HIV生活的日子♥ (প্রতিদিন এইচআইভি এর সাথে বসবাস)

অবস্থান: তাইওয়ান

বর্ণনা: তার ব্লগে তিনি বলেছেন: আমি এইচআইভি জানতাম, আর তার সাথে ‘ডেট’ শুরু হয় ২০০২ থেকে। এইচআইভি আমার ছেলেবন্ধু আর আমার রক্তে বাস করে, যদিও আমি চাইনা সে আমার ছেলেবন্ধু হোক, তারপরো সে আমাকে লাগাতার ভালোবাসে আর আমি শুধু তার সাথে ডেট করে যেতেই পারি আমার সর্বশক্তি দিয়ে।”

নাম: 小底底 লিটল কিড

ব্লগ: 底底18歲的生日禮物 H I V (আমার ১৮তম জন্মদিনের পুরষ্কার: এইচআইভি)

অবস্থান: তাইওয়ান

বর্ণনা:এইচআইভি এর এক তরুণ শিকার। তার স্বাস্থ্যের অবস্থা ভালো না। কিন্তু তিনি অন্যান্য অভিজ্ঞ এইচআইভি+ ব্লগারদের মাধ্যমে উৎসাহ পান।

আরো তথ্যের জন্য, দয়া করে গ্লোবাল ভয়েসেস এর বিশেষ কাভারেজ পাতা বিশ্ব এইডস দিবস ২০০৮ দেখুন।

উপরের ছবি তাইওয়ানের ১০১ টাওয়ারের; ফ্লিকার ব্যবহারকারী “মিউজিক চেন্জেস এভেরিথিং” এর সৌজন্যে

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .