ক্রোয়েশিয়া: গাড়ী বোমায় সাংবাদিক ইভো পুকানিক আর নিকো ফ্রাঞ্জিক নিহত

ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেব স্তম্ভিত হয়েছে সাম্প্রতিক এক গাড়ী বোমা হামলার খবর শুনে যার লক্ষ্য ছিল ক্রয়েশিয়ার এক জাতীয় রাজনেতিক সাপ্তাহিক ‘নাসিওনাল’ এর প্রধান সম্পাদক ইভো পুকানিক। এর ফলে গত বৃহষ্পতিবার (২৩শে অক্টোবর) সে আর তার সহযাত্রী সাংবাদিক নিকো ফ্রাঞ্জিক নিহত হয়েছে ।

আরহ্যান্গেল এই ঘটনার সারমর্ম জানিয়েছে:

… আজ রাত ১৮.২০ এর দিকে পাল্মোটিক সড়ক জাগরেবে ‘নাশিওনাল’ এর উঠোনে একটা বিষ্ফোরণ ইভো পুকানিক (যিনি এনসিএলের প্রধান নির্বাহী) আর তার সহকর্মী নিকো ফ্রাঞ্জিককে হত্যা করেছে। আমি প্রথমে সংবাদটা জানতে পারি যে পুকানিকের লেক্সাস গাড়ীর তলায় রিমোট কন্ট্রোল নিয়ন্ত্রিত বোমাটি বিষ্ফোরিত করা হয়। ক্রোয়েশিয়া প্রচন্ড আঘাতের মধ্যে আছে।

প্রাইস ইজ বেকে সুমে সাম্প্রতিক মনোভাব সংক্ষেপে প্রকাশ করেছেন:

আমি বিশ্বাস করতে পারছি না আবার আর একজন মাফিয়া আক্রমণ আমাদের শহরের মধ্যিখানে হল, যেখানে দিনের আলোয় একটি হত্যাকান্ড সংঘটিত হয়েছে। ইভো পুকানিক নিহত আর নাশিওনালের একজন সাংবাদিক সহকর্মীও। কি বিভীষীকা!

আর ফাঙ্কি বিজনেস , ১০ লাখ লোকের শহর জাগরেবের কেন্দ্রের অবস্থা নিয়ে লিখেছে:

… মধ্য জাগরেব অবরুদ্ধ ছিল। সরকারের রাজধানীর সড়কে ভীতি, অবিশ্বাস আর আতঙ্ক ছিল নাগরিকদের মধ্যে। পরামর্শ দেয়া হচ্ছে যে শহরের কেন্দ্রে নাগরিকরা যাতে না যায় কারন ওখানে পুলিশ শহরের চারপাশে একটি বড় সার্কেল করে অবরুদ্ধ করার চেষ্টা করছে একটা অপরাধ রোধের জন্য যাতে সাক্ষ্য নষ্ট না হয়।

ক্রোয়েশিয়ার সংবাদপত্র নাশিওনালের প্রকাশক আর সম্পাদক হিসাবে অনেকেই পুকানিককে চিহ্নিত ব্যক্তি হিসাবে দেখতো। ইভো নিজে বিশ্বাস করতো যে তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে, কিন্তু অন্যরা এতে সন্দেহ করতো। দু:খজনক, যে তারা ভুল ছিল, যেমন বলেছেন ডেনিস আভদাগিচ তার ব্লগে:

… পরিষ্কারভাবে, আর যারা পুকানিকের উপর পূর্বের হত্যা চেষ্টার খবরে সন্দেহ প্রকাশ করেছিল- তারা সবাই সম্পূর্ণ ভুল ছিল!

Zagreb
জাগরেব শহরের একাংশ। ছবি হুদিনের সৌজন্যে।

সাম্প্রতিক বৎসরে জাগরেব নিজেকে যে ক্রমশ: গড়ে তুলছে একটা সঠিক ইউরোপীয়ান রাজধানী হিসাবে, হঠাৎ করে অনুভব করেছে তার নাগরিকদের আস্থা টলে যেতে এই হামলা আর আরো সাম্প্রতিক নৃশংস আক্রমণের ঘটনায়।

ভিন আরো লিখেছে:

এখন কি সময় হয়নি জনসমষ্টির মৃদু প্রতিবাদের? পুলিশ কি এই সব থামাতে পারবে? আমি কি স্বরাষ্ট্র আর বিচার মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটা পরিবর্তনে সাহায্য করতে পারি? আমার সন্দেহ আছে। মানুষ কি এটা পরিবর্তন করতে পারে? কারন আমি বিশ্বাস করি আজ জাগরেবের বাসিন্দা হওয়া সহজ না। তারা এতো সহজে থামবে না।

বলা বাহুল্য, এই ঘটনা আগামী দিনে আরো বিস্তৃত হবে যতো আরো তথ্য পাওয়া যাবে। শুধুমাত্র তখন কারো উপর দোষ দেয়া সম্ভব হবে আর বোঝা যাবে ক্রোয়েশিয়ার নিরাপত্তা আর স্বাধীন মিডিয়ার উপর সাম্প্রতিক এই হামলার আসল ফলাফল কি যখন এরা তৈরি হচ্ছে সামনের বছর ইউ তে প্রবেশের কথা শুরু করার জন্য।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .