চীনঃ “মেড ইন চায়না” নিয়ে সংকট

বিষাক্ত গুড়োদুধের ঘটনার প্রেক্ষিতে সৃষ্ট ক্রোধ প্রতিদন বিক্ষুব্ধ হচ্ছে। সালনু (三鹿)ছাড়াও জেনারেল এডমিনিস্ট্রেশন অব কোয়ালিটি সুপারভিশন, ইনসেপশন এন্ড কোয়ারেন্টাইন অব দ্যা পিপলস রিপাবলিক অব চায়না (國家質檢總局)গত রাতে প্রকাশিত (সেপ্টেম্বর ১৬) প্রতিবেদনে জানায় যে দেশের পাঁচ ভাগের এক ভাগ গুড়োদুধ উৎপাদক মেলামাইন স্ক্যান্ডেলের সাথে জড়িত। ২২ টি দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান, যার মধ্যে জাতীয় ব্রান্ড ইলি (伊利)ও মেং নিউ (蒙牛)রয়েছে, এই বিষাক্ত গুড়োদুধ উৎপাদনের সাথে সংশ্লিষ্ট। এ পর্যন্ত ৬২৪৪ সংখ্যক শিশু কিডনী স্টোন ডিজিজে আক্রান্ত হয়েছে।

আই-ফ্যান এবং বব চেন এর পোস্ট ঘেটে এখানে চীনের জনগণের সাম্প্রতিক অনুভূতি উপস্থাপন করা হলোঃ

“মেড ইন চায়না” লেখা কিছু কিনবেন না

উইলিয়াম লঙ এই সঙ্কটকালে ইন্টারনেটের উপরে বিধিনিষেধ আরোপে ক্ষোভ প্রকাশ করেছেন এবং আহবান জানিয়েছেন: যদি আপনি সত্যিই এই দেশকে ভালবাসেন, “মেড ইন চায়না” লেখা কোন পন্য দয়া করে কিনবেন না।

今天我博客上讨论的关于某某奶粉事件的文章被上面的人要求删除了,我感觉这个企业的公关能力真的很不错,在中国,最佳的企业公关不就是这样吗?把企业的利益和政府的利益捆绑在一起,以政府的行政力量来为企业公关,将网络和舆论上所有不利于自己的信息都删除,这是何等的舆论优势啊。这样,所有不明真相的人们可以继续喝你们制造的奶粉,在不知不觉中走进坟墓了。

আজকে আমাকে অনুরোধ করা হয়েছে সানলুর গুরোদুধ ঘটনার উপরে লিখিত একটা ব্লগ পোস্ট মুছে ফেলতে। এই কোম্পানীর গণসংযোগ দক্ষতা আসলেই পরাক্রমশালী, এটা কি চীনের একটা শ্রেষ্ঠ ব্যবসায়িক-প্রতিষ্ঠান হবার মডেল নয়? সরকারের আগ্রহের সাথে প্রতিষ্ঠানটির আগ্রহ জুড়ে সরকারী প্রশাসনিক শক্তি ব্যবহার করা হচ্ছে প্রতিষ্ঠানটির জনসংযোগ কার্যক্রম সম্পাদনে এবং তাদের স্বার্থ-পরিপন্থী সকল তথ্য এবং মতামত মুছে ফেলা হচ্ছে। এরপর যে সমস্ত মানুষ এখনও আসল সত্য জানে না তারা আপনাদের গুড়োদুধ কিনবে এবং কবরের দিকে অগ্রসর হবে।

উক্ত ব্লগার এরপর ব্যাঙ্গাত্মকভাবে মন্তব্য করেছেন:

中国最大的问题就是人太多,特别是有知识、有思想的人太多,如果这些人都死掉的话,中国就没有任何问题了。

চীনে সবচেয়ে বৃহৎ সমস্যা হচ্ছে যে আমাদের এত বেশী মানুষ এবং এদের প্রত্যেকেরই রয়েছে জ্ঞান ও স্বাধীন মতামত; যদি এই সব মানুষ মরে যায়, আমরা এই সমস্যা থেকে রেহাই পেতে পারি।

听说这个企业还曾经要花300万去公关百度等门户网站,看来真是小看了它,其实只要花一半的钱去政府进行公关就足够了。

জোর গুজব আছে যে উক্ত ব্যবসা-প্রতিষ্ঠানটি সার্চ ইঞ্জিনের পেছনে ৩০ লাখ উয়ান খরচ করেচে, শুনে মনে হতে পারে আমরা তাদের শক্তিকে অবমূল্যায়ন করেছি। এর মাত্র অর্ধেক খরচেই সরকারের গণসংযোগ ইঞ্জিনটি থামাতে পারে।

如果你真的爱国,请一定记住,不要购买中国制造的任何产品。

আপনি যদি সত্যিকার অর্থেই দেশপ্রেমিক হন, অনুগ্রহ করে “মেড ইন চায়না” লেখা কোন পন্য কেনা থেকে বিরত থাকুন!

ভবিষ্যত প্রজন্মের স্বার্থে শেন ইয়াজি একমত পোষণ করেছেন, জাতীয় পন্যে বিষয়ে আমাদের সমালোচনামুখর হতে হবেঃ

再这么下去,海洛因、冰毒的制贩都快失业了,而国家的中长期禁毒斗争将转移到食品加工业。看着新西兰总理用一副不可思议的表情讲述着河北省地方政府试图掩盖毒奶粉事件,并拖延召回三鹿产品后,这时候日本人一定会想起毒饺子,这个到现在都没有结论的无头公案,和毒奶粉同样出自河北。此时,是不是该换日本人抵制中国货了?用韩寒的话说,抵制日货是因为日本人伤害了我们的感情,而支持国货的下场是我们的下一代付出了健康和生命的代价。孰重孰轻,一看便知。

অবস্থা যখন এমন, আসল ড্রাগ ডিলাররা সম্ভবত চাকুরী হারাবে এবং দেশের এন্টি ড্রাগ অভিযান খাদ্য শিল্পে সরে আসবে। হেবাই প্রদেশ সরকার কর্তৃক বিষাক্ত গুড়োদুধের ঘটনাকে ধামাচাপা দেবার ষড়যন্ত্র এবং সানলুর পন্য প্রদর্শন প্রলম্বিত করা বিষয়ে যখন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন তখন তার চেহারার ভঙ্গি আমাদেরকে বলে দেয় যে তিনি সমস্ত বিষয়টাকে অবিশ্বাস ও উপহাস করেছেন। জাপানীদের অবশ্যই আমরা পুনরায় মনে করিয়ে দিয়েছি বিষাক্ত ডাম্পলিং এর ঘটনা, যার সত্যতা এখনও প্রকাশিত হয়নি। ডাম্পলিং ও গুড়োদুধ উভয়ই হেবাই প্রদেশ থেকে আগত। মনে হচ্ছে জাপানীদের সময় হয়েছে এখন চীনের পন্য বয়কট করার। টুএকোলডের মত বলা যায়, “জাপানী পন্য বয়কট করা আবেগের অবস্থান বটে কিন্তু জাতীয় পন্য সমর্থন করার মূল্য হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যহীনতা ও জীবননাশ”। সেক্ষেত্রে কোনটা বেশী আবশ্যক?

বয়কটের জন্য প্রচারণার পরিবর্তে, ওয়াং জিয়াংফেং চায়নার ভোক্তাদের শিক্ষিত করে তুলতে কিছু সহজ গাণিতিক হিসাব কষতে পরামর্শ দিয়েছেনঃ

其实大家可以好好算算这道算术题,当某一种食品在自然界中的产量很少,但是市场上数量又很多,你可就要小心了,如果不掺假,那是不可能的。尤其是打着“绿色食品”“无公害食品”“有机食品”幌子的,您尽量别碰。牛奶里面无牛奶,果汁里面无果汁……有一天我在超市里看到Tang果珍,配方里的东西跟水果居然无关。你算算吧,橙子的产量是有限的,哪有那么多果肉工人挥霍。我去超市买东西,很多时候耽误在研究包装纸上的配料表上了,很多东西我看着就难受,能不买基本上不买。

এই গণিতটা সতর্কতার সাথে করুন। যেখানে প্রাকৃতিক পৃথিবীতে খাদ্য খুবই অপ্রতুল, সেখানে বাজারে এর প্রচুর আনাগোনা। সুতরাং সতর্ক হতে হবে। বাড়তি কিছু এই অপ্রতুল খাদ্যের সাথে মেশায় না, তা হতেই পারে না। “সবুজ” অথবা “অর্গানিক” বলে যা চিহ্নিত করা হয় সেগুলো স্পর্শ করা উচিত নয়। দুধের ভেতরে আসলে কোন দুধ নেই, ফলের রসের ভিতরে নেই কোন ফল… একসময় আমি ট্যাং ফ্রুট প্রোডাক্ট নিয়ে গবেষণা করেছিলাম এবং এর ভেতরে কোন ফল আবিষ্কার করতে পারিনি। এই হিসাবটুকু করুন। আমাদের দেশে খুবই কম পরিমাণ কমলা আছে, কিন্তু এই বৃহৎ ফল শিল্পের জন্য এত কমলা কোথ্থেকে আসে? বাজারের সময় বেশীরভাগ সময় আমার কাটে উপাদান টেবিলে। এখন ভীষণ খারাপ লাগছে। চেষ্টা করছি এই সমস্ত পন্য বাদ দিতে।

ধামাচাপা দেওয়া

ইনার মংগোলিয়ার ইলি দুগ্ধ কেন্দ্র থেকে কামস ভায়োলেট (紫罗兰奔你来)কিছু আভ্যন্তরীণ তথ্য সংগ্রহ করেছেন। সেখানে শ্রমিকদের সমস্ত ধরণের রাসায়নিক যেমন হাইড্রোজেন পারঅক্সাইড এবং ম্যালামাইন সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। সেই সাথে স্বেতসার এবং অন্যান্য রাসায়নিক পদার্থ সম্বলিত সমস্ত দুগ্ধজাত পন্য বিনষ্ট করে ফেলতে বলা হয়েছে।

দেশ-বিদেশের সকল প্রতিবেদককে ইনার মঙ্গোলিয়াতে গিয়ে সত্য উদঘটনের জন্য লেখক আহবান জানিয়েছেনঃ

内蒙古的奶站加三聚氰胺是向山西省的奶农们学习的,经验是从山西传过来的,这些东西奶农们都知道,他们说,山西的奶牛根本在品质方面就不是奶牛,但是那里的奶却合格,而内蒙古本地的奶就不合格,最后发现山西那边的奶站就是加了三聚氰胺才合格的,所以现在往奶里掺三聚氰胺,淀粉,双氧水是一个公开的秘密。

মেলামাইন মিশ্রনের চর্চা শুরু হয়েছে সাংসি থেকে। তাদের দুগ্ধের মান ইনার মংগোলিয়ার মত উন্নত নয়, কিন্তু ইনার মংগোলিয়া থেকে আগত গুড়োদুধ প্রোটিনের মান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না। অন্যদিকে মেলামাইন মিশ্রিত সাংসির দুগ্ধ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। সেজন্য দুগ্ধকেন্দ্রে মেলামাইন, স্বেতসার এবং হাইড্রোজেন পারঅক্সাইড মেশানো একপ্রকার প্রকাশ্য ব্যাপার ।

现在主要是没有中央媒体的记者来采访,实际上问一下当地的老百姓,就能找到奶站和奶农,他们就和我说的一致,可惜我当时没有录音,因为我不是记者。

এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দুগ্ধ খামারীদের সাক্ষাৎকার নেবার জন্য এখানে এমন কোন প্রতিবেদক নেই যা আমার তথ্যের সাথে মিলে যাবে। দুর্ভাগ্যবশত, আমি প্রতিবেদক নই এবং বিস্তারিত খুটিনাটি ধারণ করেও রাখি নাই।


অলিম্পিকের দুগ্ধজাত পন্যের কি অবস্থা?

টুকোল্ড (韓寒)জানাচ্ছেন যে প্রধান প্রচার মাধ্যমগুলোতে জোর দিয়ে বলা হয়েছে যে অলিম্পিকের দুগ্ধজাত পন্য সংক্রমিত ছিল নাঃ

通过这次事件,我终于认识到,我们真是一个礼仪之邦。你看小日本,把好的留给自己国家,稍差一点的出口。而我们始终是有骨气的国家,就要和小日本反着来,这才是反日。

শেষাবধি এর ফলে বুঝতে সক্ষম হলাম যে আমাদের দেশটি সত্যিকার অর্থে সৌজন্যতায় পরিপূর্ণ। জাপানের দিকে তাকান, তারা তাদের দেশের জন্য সবচেয়ে ভাল পন্যগুলো রেখে দেয় এবং দ্বিতীয় সাড়ির জিনিস বাইরে রপ্তানী করে। আমাদের দেশের জন্য আমরা উল্টোটা করছি। সত্যিকার অর্থেই আমরা জাপান-বিরোধী।

তথাপিও অলিম্পিকের দুগ্গজাত পন্য আসলেই নিরাপদ ছিল না কিনা তা নিয়ে নিকওং সন্দেহ প্রকাশ করেছেনঃ

1、如果国家承认奥运会使用或出口奶制品含有三聚氰胺,则将有引发国际丑闻和外交事故的危机,所以即使有,政府也不敢承认,反正都已被人吃掉或扔掉了。(希望能有国外的有心人查过尚未正式闭幕的残奥会);2、但如果照国家和三鹿的说法,牛奶掺毒仅是不法奶农所为(警方很快抓获疑凶,办其他案也不见这么快过),连三鹿公司1100多项先进的检测程序都没法检验出来,何以肯定奥运会使用的伊利奶制品不含三聚氰胺?

১. যদি সরকার স্বীকার করে নেয় যে অলিম্পিক এবং রপ্তানীকৃত দুগ্ধজাত পন্য মেলামাইন মিশ্রিত ছিল সেটা একটা আন্তর্জাতিক স্ক্যান্ডাল এবং সঙ্কটের সূচনা করবে। এমনটি হলেও মনে হয় না তারা এটা স্বীকার করার মত সাহসী হবে। যেভাবেই হোক না কেন পন্যগুলো ভোক্তারা ব্যবহার করেছে। (আশা করা যায় কেউ হয়তো দ্বিতীয়বার অনুসন্ধান করে দেখবে প্যারালিম্পিক গেমসে ব্যবহৃত দুগ্ধজাত পন্য)।
২. সানলু এবং সরকারী ব্যাখ্যানুসারে, দুগ্ধখামারীরা মেলামাইন মিশিয়েছে (পুলিশি তদন্ত এ কাজে ভীষণভাবে কার্যকর) এবং সানলুর ১,১০০ মান পরীক্ষণ এড়িয়েছে। সুতরাং কিভাবে নিশ্চিত হওয়া যায় যে অলিম্পিকে ব্যবহৃত ইলির দুগ্ধজাত পন্যে মেলামাইন ছিল না?

উক্ত ব্লগার আরো তুলে ধরেছেন যে ২০০৭ সালে কোন এক দুগ্ধকেন্দ্রের একজন ব্যবস্থাপক অভিযোগ করেছিল যে ২০০৫ সাল থেকে প্রতিষ্ঠানটির দুগ্ধে অতিরিক্ত কিছু উপাদান মিশ্রন করা হচ্ছে যার ভিতরে কিছু প্রোটিন ও চর্বির গুড়ো রয়েছে। কিন্তু ইলি সে অভিযোগে কর্ণপাত করেনি।

পশ্চাতদেশ মুছে ফেলার কাজ কার করার কথা?

অসুস্থ্য শিশুদের চিকিৎসার ব্যয় নির্বাহ করে হেইবেই সরকার জনগণের ক্রোধ প্রশমিত করার চেষ্টা চালাচ্ছে । তারপরেও, কাউডান বিষ্ময় প্রকাশ করেছেন কেন হেবেই সরকার সানলুর পশ্চাতদেশ মুছে দেবেঃ

实在是太操蛋了,虽然看起来它是一个非常有爱心的举动。但为什么这份钱由政府来出?政府哪来的钱?还不是纳税人的?但为什么人家纳了这个税,要去让政府帮三鹿擦这个屁股?还是说,政府在给自己擦屁股?但河北政府又说,河北政府在三鹿集团里没有股份。

那么,这是一家企业因自己的产品不合格而导致其消费者受害,理应由他自己来赔偿。而且它还是个营业额高达70亿之多的企业 ,为什么会把这笔帐算在河北政府,即河北纳税人头上?这实在是太令人费解了。

ব্যাঙ্গাত্মক মনে হচ্ছে জনগনের প্রতি সরকারের যত্ন-আত্মি দেখানো। কিন্তু খরচ কেন সরকার বহন করবে? সরকারের অর্থ কোথ্থেকে আসে? এটা কি করদাতাদের নিকট থেকে আসে না? কেন আমাদের সরকারকে আমাদের অর্থ দিয়ে সানলুর পশ্চাতদেশ মুছে ফেলতে হবে? অথবা সরকার তার নিজের পাছা পরিষ্কার করবে? যেখানে হেবেই সরকার দাবী করেছে যে তারা সানলুর কোন স্টক রাখে নি!

এইসমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের পন্য দিয়ে নিজেদের ভোক্তাদেরই ক্ষতি করেছে, কাজেই ক্ষতিপূরণ তাদের দিতে হবে। উপরন্তু এদের বার্ষিক আয় ৭ বিলিয়ন উইয়ানে পৌছুছে। কেন হেবেই সরকার বা করদাতারা এর পরিণতি বহন করবে? রীতিমত অবিশ্বাস্য!

সর্বশেষ খবর অনুযায়ী, সানলু গুড়োদুধ স্ক্যান্ডালে সম্পৃক্তার কারণে হেবেই প্রদেশের বেশ কিছু দলীয় নেতৃবৃন্দ সরে দাড়িয়েছেন।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .