কেনিয়া: ব্লগাররা কফি আনানের মধ্যস্থতায় আশাবাদী

ঘানার প্রেসিডেন্ট জন কোফুর যখন ভূতপূর্ব জাতিসংঘের মহাসচিবকে কেনিয়ার শান্তির ফিরিয়ে আনার দায়িত্ব দিয়েছিলেন খুব কম লোক বিশ্বাস করেছিল যে তিনি আলোচনার মাধ্যমে কিছু করতে পারবেন। এটি প্রায় মাস খানেক আগের কথা, যখন রাজনৈতিক পরিস্থিতি এত উত্তাল ও সংঘাতময় ছিল যে মনে হচ্ছিল যে গৃহযুদ্ধ লেগে যাবে। কেনিয়ানরা ভয় পেয়েছে আর একই সাথে সংঘর্ষ চালিয়ে গিয়েছে। এমনই বৈপরিত্য ছিল এই গন্ডগোলে।

কিন্তু এক মাস লাগাতার চেষ্টার পর , এখন আবার নতুন করে আস্থা এসেছে যে একটি দীর্ঘস্থায়ী শান্তি আসবে। নাইরোবির রাস্তার অনুভব করা এই আস্থা ব্লগেও দেখা যাচ্ছে।

হোয়্যার ম্যাডনেস রিসাইডস  ব্লগ স্বল্প ভাষী আনানের ব্যাপারে অন্য লোকেরা কি ভাবছেন তা সুন্দর করে লিখেছেন:

এই মূহুর্তে আমি আনানকে এত পছন্দ করছি যে এটা একটা ধর্ম মতে পরিণত হচ্ছে। আমি তার চেষ্টা আর সংকল্প, “আমি হারের কথা চিন্তা করতে চাই না; আমি এখন হার মানতে রাজি নই” এমন প্রতিজ্ঞা ভালোবাসি।

এতে যত লোক নিযুক্ত আছে আমি শুধু তাকে বিশ্বাস করতে পারি যে কিছু লুকানো উদ্দেশ্য নিয়ে বা তার থেকেও খারাপ, ‘সুযোগসন্ধানীদের’ পুতুলে পরিণত হন নি।

জনগণের প্রতিনিধি হিসেবে আমার মনে হচ্ছে আন্নান রাজনৈতিক মতভেদের অনেক উপর থেকে ব্যাপারটি দেখছেন; উনি আমাকে দেখতে ও বুঝতে পারছেন, আর উনি আমাকে একটা সত্য উত্তরপন্থী হিসেবে দেখছেন, যাতে তিনি এই নি:সঙ্গ স্থান থেকে (যেখানে কেনিয়া আজকে রয়েছে) সেই কেনিয়ার দিকে যেতে পারেন যেমন কেনিয়া হওয়া উচিত।

আলোচনা গুলো যে নতুন ভিত্তি দিচ্ছে সে ব্যাপারে কুমেকুচা  বলেছেন:

কেনিয়ানরা তাদের নেতাদের থেকে অনেক এগিয়ে আর আমাদের এই সুযোগ নেয়া উচিত আমাদের দেশকে আমরা যেমন চাই সেই ভাবে গড়ে তোলার জন্য। কোন মতেই এটি দুরদর্শীদের জন্য অগ্রীম আনন্দ উদযাপন নয়। এখন সময় কর্পোরেট নেতৃত্বের ভীত গড়ার এবং স্বার্থপর ও ক্ষতিকর শাসকদের দূর করার- এন.এ.আর.সি. সপ্ন আবার শুরু করার।

কেনিয়াইমাজিন এই সাফল্যের কথা জানিয়েছেন:

একটি সংবাদ সম্মিলনে আন্নান বলেছেন যে যুদ্ধে লিপ্ত দলরা একটি রাজনৈতিক সমঝোতায় আসতে রাজি হয়েছে কেনিয়ার বর্তমান সংকট শেষ করার জন্য। আন্নান আরো বলেছেন যে এই চুক্তির বিস্তারিত সব সামনের সপ্তাহে জনগণকে জানানো হবে। আন্নান প্রেসিডেন্ট কিবাকিকে পরামর্শ দিয়েছেন তাড়াতাড়ি সংসদ শুরু করার জন্য।

পূবের তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট বেঞ্জামিন কাপা, যে আন্নান এর এই দলে আছেন, সংসদ সদস্যদের আহ্বান করেছেন দুই দিক থেকে মধ্যস্থতাকারীদের সাথে দেখা করতে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .