গ্লোবাল ভয়েসেস এডভোকেসী: চাই একটি বিশ্বজোড়া এন্টিসেন্সরশীপ নেটওয়ার্ক

গ্লোবাল ভয়েসেস এডভোকেসী শুরু হবার পর গত ছয় মাসে ধরে আমরা বিশ্বজুড়ে অনলাইন কথোপকথনের বিরুদ্ধে হুমকি ও প্রতিবন্ধকতাগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করেছি যাতে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়। ইতিমধ্যে আমরা লিপিবদ্ধ করেছি প্রচুর ব্লগার এবং অনলাইন লেখকদের গ্রেফতার ও জেলে যাবার খবর, বেশ কয়েকটি এন্টিসেন্সরশীপ প্রচারনাকে তুলে ধরেছি এবং ইন্টারনেট সেন্সরশিপ এবং ওয়েবসাইট ও ব্লগ ব্লক করা নিয়ে রিপোর্ট করেছি। আমাদের কাভারেজের মধ্যে রয়েছে ২৫টি দেশের এরুপ ঘটনা এবং বাক স্বাধীনতা নিয়ে ব্লগার এবং প্রতিবাদকারীদের স্বতন্ত্র সাক্ষাৎকার, এছাড়াও অনলাইন সেন্সরশীপ নিয়ে একটি ইন-ডেপথ সার্ভে যে ঘটনাগুলোয় গতানুগতিক মিডিয়া খুব কম মনযোগ দেয়।বিশ্বজুড়ে অনলাইন কথোপকথনের বিরুদ্ধে হুমকি ও প্রতিবন্ধকতাগুলো লিপিবদ্ধ করা এবং অনলাইন এবং অফলাইন এন্টিসেন্সরশীপ প্রচারনাকে তুলে ধরার পাশাপাশি আমরা বিশ্বজুড়ে এইসব সেন্সরশীপের বিরুদ্ধে প্রতিবাদরত ব্লগারদের এবং অন্যান্য সক্রিয় ব্যক্তিদের নিয়ে একটি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছি। এই নেটওয়ার্কটির উদ্দেশ্য হচ্ছে অনলাইনে বাক স্বাধীনতার বিষয়গুলো তুলে ধরা এবং সবাইকে সেন্সরশীপের বিরুদ্ধে সতর্ক করে দেয়া। এছাড়াও আমরা বিশ্বের বিভিন্ন স্থানে এইসব হুমকি স্থানীয় ব্লগাররা কিভাবে মোকাবেলা করবে তার জন্যে প্রযুক্তিগত হাতিয়ার এবং পরামর্শ দেবার চেষ্টা করে আসছি। এই নেটওয়ার্ক গড়ে তোলার জন্যে আমরা কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি যা নিন্মে বিস্তারিতভাবে তুলে ধরছি।

গাইড: আমরা সম্প্রতি “টেকনিকাল গাইড টু এনোনিমাস ব্লগিং উইথ ওয়ার্ডপ্রস এন্ড টর (ওয়ার্ডপ্রেস ও টরের মাধ্যমে বেনামে ব্লগিংয়ের প্রযুক্তিগত গাইড)” এর একটি আপডেটেড সংস্করন প্রকাশ করেছি। এই গাইডটি পরিকল্পিত বেশ কয়েকটি ম্যানুয়ালের প্রথমটি। এইসব ম্যানুয়ালগুলো আলোকপাত করেছে ইন্টারনেট ফিল্টারিংগুলোকে বোকা বানানোর উপায়, পরিচিতি ফাঁস না করে ব্লগিং করা এবং সেইসব ব্লগারদের জন্যে ফলপ্রদ সমর্থন যাদের আমরা গ্লোবাল ভয়েসেস এডভোকেসী প্রজেক্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। উক্ত প্রথম গাইডটি ব্লগারদের পরিচয় গোপন রাখার উপায়গুলো বর্ণনা করে যাতে কর্তৃপক্ষের (বিশেষ করে স্বৈরাচারী সরকারগুলোর) রোষানল হতে তাদেরকে বাচানো যায়। এই গাইডের নির্দেশাবলী অনুযায়ী ব্লগিং করলে ব্লগারের অনলাইন লেখাগুলির সাথে তার পরিচয় ও ঠিকানার প্রযুক্তিগত কোন ছাপ থাকবে না।

Guideগাইডটির স্ক্রীনশটসসহ একটি এইচটিএমএল সংস্করন যা লিন্কসহ এবং ব্লগিং সহায়ক এখানে পাওয়া যাবে। আমরা পিডিএফ ফাইল হিসেবেও এটি প্রকাশ করেছি। অনুগ্রহ করে এটি ডাউনলোড করুন বা লিন্ক করুন যা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে প্রচার করতে সহায়তা করবে। এই এইচটিএএল কোডটি নির্দ্বিধায় কপি করে আপনার ব্লগে যোগ করে দিন।

তিউনিসিয়ার বিপ্লবীদের সংগঠন ইয়েজ্জি.অর্গ এর সহায়তায় আমরা এই গাইডটির একটি ফরাসী সংস্করন বের করছি যা অচিরেই ডাউনলোডের জন্য পাওয়া যাবে। আমরা আরও এই ক্ষেত্রের অনেকের সাথে সহযোগিতা করছি এর আরবী, চাইনিজ ও ভিয়েতনামীজ সংস্করন বের করার জন্যে। অনুগ্রহ করে খেয়াল করবেন যে এই গাইডটি ক্রিয়েটিভ কমন্স এট্রিবিউশন লাইসেন্সের আওতায় বের করা হয়েছে, যার মানে হচ্ছে এটিকে কোন বাধা ছাড়াই অন্যান্য যে কোন ভাষায় অনুবাদ করা যাবে। আপনি যদি মনে করেন যে আপনার মাতৃভাষার সম্প্রদায়ের এটির দরকার আছে তবে আপনি নিজেই এটি অনুবাদ করতে পারেন বা আমাদেরকে অন্য কোন স্বেচ্ছাসেবক অনুবাদকের সন্ধান দিতে পারেন।

Galleryগ্যালারী: সিটিজেন ল্যাবের টেকনিক্যাল রিসার্চ ডিরেক্টর নার্ট ভিল্লেনফ এর আন্তরিক সহায়তায় আমরা প্রকাশ করেছি ন্যাশনাল ব্লকপেজেস গ্যালারী, যা কোন দেশের ফিল্টার সিস্টেম এবং ইন্টারনেট সার্ভিস প্রভাইডারদের দ্বারা ব্লক করা ব্লগপাতাগুলোর স্ক্রীনশটের একটি সংগ্রহশালা। আপনি যদি সেরকম কোন দেশে থাকেন যেখানে ওয়েব সাইট ব্লক করা হচ্ছে তাহলে ব্লক করা পেজগুলোর স্ক্রীনশট অনুগ্রহ করে advocacy[at]globalvoicesonline[dot]org এই ঠিকানায় পাঠিয়ে দেবেন। আপনারা কন্টাক্ট পেজ ব্যবহার করেও ইমেজগুলোর লিন্ক আমাদেরকে পাঠাতে পারেন।

উইকি: এটি ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী'র আরেকটি গুরুত্বপূর্ণ প্রকল্প যাতে সারাবিশ্বের অনলাইন সেন্সরশীপ সম্পর্কে তথ্য সংরক্ষন ও বিতরন করা হয়। এই উইকিকে আরও একটি উদ্দেশ্যে ব্যবহার করা হবে। এখানে ব্লগার, সাইবার একটিভিস্ট ও অনলাইন লেখকরা যেসব প্রযুক্তিগত, আইনগত এবং রাজনৈতিক চ্যালেন্জগুলো মোকাবেলা করে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। একটি দেশের পাতা (আপনি এই টেম্পলেটটি ব্যবহার করতে পারেন আপনার দেশের পাতাটি তৈরি করতে) অথবা একজন অত্যাচারিত ব্লগারের (যেমন এটি) পাতা খুলে আপনি এইসব অন্যায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট কমিউনিটি কি সব পদক্ষেপ নিয়েছে তা বিশ্বের কাছে প্রচার করতে পারেন। এছাড়াও সেন্সরশিপ ও দমননীতির বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলো, পরিকল্পনা ও কৌশলগুলো আপনারা অন্যান্য কমিউনিটির সাথে আলোচনা করতে পারেন ও পরামর্শ চাইতে পারেন।

এই ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী’ উইকি একটি নিরাপদ, পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত অনলাইন ক্ষেত্র আপনাকে দেবে যেখানে সবাই বিভিন্ন কৌশল ও কার্যক্রম পরিকল্পনা ও সমন্বয় করতে পারবে অন্যান্য ব্লগারদের ও অ্যাকটিভিস্টদের সাথে। এগুলোএখন অনলাইনে বসেই সম্ভব।

দ্যা আনফিল্টারড: এটি অ্যাকটিভিস্টদের ব্লগ ও ওয়েবসাইটের একটি আরএসএস এগ্রেগেটর । এটি ব্লগোস্ফিয়ারে বাধামুক্ত অনলাইন ও বাক স্বাধীনতা নিয়ে কথোপকথনগুলো ট্র্যাক করে। আপনাদের কাছে এই সংক্রান্ত কোন সাইটের খবর থাকলে তার নিউজ ফিডের তথ্য আমাদের জানাবেন। আমরা আমাদের চ্যানেলে তা যোগ করে দেব।

অ্যাডভক্স: এটি ‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী’ ব্লগের একটি নিউজ লেটার। আগ্রহী গ্রাহকদের কাছে অ্যাডভক্স বিনামূল্যে পৌছানো হয় ইমেইলের মাধ্যমে। বর্তমানে আমাদের গ্রাহক হিসেবে আছেন অ্যাকটিভিস্ট, টুল ডেভেলপার, বিশেষজ্ঞ, ব্লগার এবং যারা বাক স্বাধীনতা সম্পর্কে সচেতন তারা। এর গ্রাহক আপনিও হতে পারেন এখান থেকে এবং আপডেটগুলো নিয়মিত আপনার ডেস্কটপে পেতে পারেন।

৪০৩ এক্সেস ডিনাইড চেকার: ৪০৩এই টুলটি (প্রথম সংস্করন) বেশ কটি ইউআরএল খুঁজে বলে দেয় আপনার দেশে কোন ওয়েবসাইটগুলো ব্যান হয়েছে। তিউনিশিয়ান ব্লগার এবং অ্যাকটিভিস্ট এসট্রুবাল উদ্ভাবিত এই ‘৪০৩ এক্সেস ডিনাইড চেকার’ দিয়ে ওই ব্যান হওয়া ওয়েবসাইটগুলো দেখা যায় না তবে স্থানীয় ব্লগার বা অ্যাকটিভিস্টরা এর মাধ্যমে স্থানীয়ভাবে ওয়েবসাইটে বাধা সৃষ্টি করা হলে তা জানতে পারে।

এই সব উপাদান ছাড়াও আমরা উৎসুক একটি বিশ্বজোড়া এন্টিসেন্সরশীপ নেটওয়ার্ক স্থাপনের ভিত্তি স্থাপন করতে। এ লক্ষ্যে আমরা অনলাইন এন্টিসেন্সরশীপ এবং বাক স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহনকারী বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সাথে সম্পর্ক স্থাপন ও উন্নয়ন করে চলেছি। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টর, দ্য ওপেন ইনিশিয়েটিভ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এনজিও-ইন-এ বক্স এবং দ্য ইলেক্ট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন

‘গ্লোবাল ভয়েসেস এডভোকেসী’ সম্পর্কে এই সংবাদ কনিকাটি পড়ার জন্যে আপনাদের ধন্যবাদ। অতিসত্বর আমরা আরও কিছু চমক আপনাদের উপস্থাপন করব। আপনারা আমাদের সাথেই থাকুন।

এই বাটনটি অনুগ্রহ করে আপনার ব্লগে যোগ করে আমাদেরকে সমর্থন করুন

এর জন্যে এইচ টি এম এল কোডটি আপনারা এখানে পাবেন

-সামি বেন ঘার্বিয়া

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .