গ্লোবাল ভয়সেস ডাইজেস্ট – ৬ই এপ্রিল,২০০৭

ক্যামেরায় বন্দী মধ্যপ্রাচ্য

দিন শুরু করা যাক আমীরা আল হুসেইনির ফটোর মাধ্যমে মধ্য প্রাচ্যের গাইডেড ভ্রমন দিয়ে। এ সপ্তাহে আমরা আবিষ্কার করি ইউনাইটেড আরব এমিরেট এর কিছু অনন্য স্থাপত্য। তার পরে আমাদের নিয়ে যাওয়া হয় সউদি আরবের থ্রিলিং মরু অ্যাডভেন্চার উপভোগ করতে। তারপর কুয়েত – কিছু বাম্পারস্টিকারের কাহিনী এবং সর্বশেষে বাহরেন যেখানে ব্লগার মাহমুদ আল ইয়ুসেফ আমাদের ঘুরিয়ে দেখান তাঁর সুগন্ধে ভরা বাগান। ইস্‌ ইন্টারনেটে যদি গন্ধ পৌছে দেওয়া যেত?

সোয়াহিলি ব্লগোস্ফিয়ার – ফ্রিডম অফ ইনফর্‌মেশন বিল, আফ্রিকান ইউনিটি, ও ডিক্টেটর সম্পর্কে আলোচনা

গত সপ্তাহে সোয়াহিলি ব্লগাররা ব্যস্ত ছিলেন জিম্বাবওয়ে নিয়ে। তাদের আলোচ্য বিষয় – সরকার কিভাবে বিরোধিপক্ষের প্রতিবাদ দমনে ব্যস্ত। অন্যদিকে একই সময়ে কন্ট্রোভারসিয়াল প্রেসিডেন্ট মুগাবে গেলেন তান্‌জেনিয়া সফরে – সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির সামিটে যোগ দিতে।

পানামা – বোকাস ডল্‌ফিন নিশ্চিহ্নের মুখে, ও পার্সোনাল সিকিউরিটি ডিভাইস নিয়ে কিছু কথা

পৃথিবীর সব থেকে নামী জলপথের উন্নতিকরনের জন্য বরাদ্দ্য হইয়েছে ৫.২ বিলিয়ন ডলার। কিন্তু কাজটা সম্পন্ন করে টাকাটা নেওয়ার দায়িত্ত কার? মেলিসার সাথে ঘুরে দেখুন পানামার ব্লগাররা কি বলছেন। এ ছাড়াও জানুন পানামার শিক্ষাপদ্ধতি ও আরো অনেক কিছু সম্বন্ধে।

ভারতে মারা গেলেন তরুন লেখিকা শক্তি ভট্ট।

গৌরব মিশ্র লিখছেন উদীয়মান লেখিকা শক্তি ভট্টের মৃত্যুতে ভারতীয় ব্লগারদের প্রতিক্রিয়ার কথা। শক্তি ছিলেন সাম্প্রতিককালে লঞ্চ হওয়া ব্র্যাকেট বুস্‌ এর এডিটর ও কবি জীত ত্যাহিলের স্ত্রী।

ভারতবর্ষের নানান অবতার

কমলা ভট্ট ও অন্যান্য ভারতিয় ব্লগাররা লিখছেন ভারতবর্ষের নানান রূপ নিয়ে।

আলোচনা শুরু করুন

লেখকেরা, অনুগ্রহ করে লগ ইন »

নীতিমালা

  • অনুগ্রহ করে অপরের মন্তব্যকে শ্রদ্ধা করুন. যেসব মন্তব্যে গালাগালি, ঘৃণা, অবিবেচনা প্রসূত ব্যক্তিগত আক্রমণ থাকবে সেগুলো প্রকাশের অনুমতি দেয়া হবে না .